নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

শিবিরওয়ালারা প্রেট্রল বোমা দিয়ে মনে হয় পাহারটা জ্বালিয়ে দিত। পুলিশ কে ধন্যবাদ পাহারটাকে জীবনে বাচিয়েছে। হয়ত পাহারের অবস্থা হত অভিজিতের মত।

০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:১৫

বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ডের একটি পাহাড়ে ইসলামী ছাত্র শিবিরের আস্তানা থেকে পেট্রোল বোমা, অস্ত্র ও গুলিসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম জেলার পুলিশ সুপারিন্টেন্ডেন্ট এ কে এম হাফিজ আক্তার বিবিসি বাংলাকে জানিয়েছেন, সীতাকুণ্ডের নুনাছড়া পাহাড়ে শিবির কর্মীরা তাঁবু খাটিয়ে থাকতো।

সেরকম একটি আস্তানা থেকেই ৬৯টি পেট্রোল বোমা, ৫০টি হাতবোমা এবং অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

“এরা সবাই জামায়াত-শিবিরের সাথে জড়িত” বলে উল্লেখ করেন চট্টগ্রাম জেলার এই পুলিশ কর্মকর্তা।

তিনি জানান, নুনাছড়া, ইয়াকুব নগর এলাকা জামায়াত-অধ্যূষিত। ২০১৩ সালে এসব এলাকায় ব্যাপক নাশকতার ঘটনা ঘটে।

এবছরও বিরোধী জোটের অবরোধ-হরতালের প্রথম দিকে এসব এলাকায় নাশকতার ঘটনা ঘটানো হয়।

তবে সাম্প্রতিক সময়ে পুলিশের অভিযানের ভয়ে নাশকতাকারীরা বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়ে এ ধরনের কর্মকান্ড চালাচ্ছে বলে জানান তিনি।

এসপি মি. আক্তার বলেন, শনিবার গভীর রাতে সীতাকুণ্ডের বিভিন্ন এলাকা থেকে শিবিরের তিন জন কর্মীকে আটক করা হয়।

তাদের দেওয়া তথ্য অনুযায়ী ভোররাতের দিকে নুনাছড়া পাহাড়ে অভিযান চালানো হয়। “তিনটি তাঁবুতে তাদের থাকা-খাওয়া, রান্না-বান্নার ব্যবস্থা ছিল।

এর মাঝেই পাওয়া যাওয়া বোমা এবং অস্ত্র” বলছিলেন পুলিশ সুপার।

এর আগে ফেব্রুয়ারি মাসে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুর্গম একটি পাহাড় থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ‘জঙ্গি প্রশিক্ষণের’ সরঞ্জাম এবং হালিশহরের একটি বাড়ি থেকে বিস্ফোরক, হাতবোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

সূত্র: বিবিসি

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:২৩

নীল আকাশ ২০১৪ বলেছেন: সীতাকুন্ড পাহারে শিবির তাবু খাটিয়ে একটা সেনা শিবির বানিয়ে সেখানে যুদ্ধ উপকরণ মজুদ করে রেখেছিল, আর পুলিশের কাছে কোন খবরই ছিলনা। এসব গালগপ্পো বিশ্বাস করার মত মানুষ এখনো আছে, ভাবতে অবাক লাগে!

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৪৯

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমাদের পুলিশ বাহিনী একদম পাহারটাকে বাচিয়ে দিল।

২| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
পাহাড়টা তো আপনি জ্বালাইয়া ফেলছেন !! ছাই হয়ে গেলো পুড়ে!!
শিরোণামের পাহাড়টা বাঁচান!! ধন্যবাদ আপনাকে, মাইন খায়েন না দয়া করে।

১৭ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫০

দ্যা আহমেদ মামুন বলেছেন: মাইন্ড খাইতে বোধ লাগে সে কবে বন্ধক রেখে দিয়েছি।

৩| ০৮ ই মার্চ, ২০১৫ দুপুর ২:৫০

পুরান লোক নতুন ভাবে বলেছেন: কি আর বলবো আপনাকে! এখনো রূপকথার দেশে বসবাস করেন আপনি!!

৪| ০৮ ই মার্চ, ২০১৫ বিকাল ৩:২৪

সত্যের অন্বেষণকারী বলেছেন: যত দোষ নন্দঘোষ ! সবাই সাধু ,শুধু যাই হবে তা শিবির আর বিএনপি করে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.