নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

দেশে ক্রস-ফায়ার ৫৬টা গুলি আর বিদেশে আইএস কল্লা শ্যাষ, যামু কই মামু?

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৩৭

আমরা বাংলাদেশী। অনেকে চায় গনতন্ত্র। আমি চাই বাচতে।
বাচার তন্ত্র চাই। চাই জেলে বাচতে নয়ত হাসপাতালের বেডে।
মরে পড়ে থাকতে চাই না নালায় অথবা ড্রেনে।
লাশটায় চাইনা ৫৬টা গুলি। যে আমার লাশটা ভয়ে দেখবে না আমার মা।
লাশ দেখে মাথা ঘুড়ে পড়ে যাবে আমার বউ। লাশটারও সম্মান আছে। টিপু শুলতারের লাশ দেখে ইংরেজরা তার লাশে শ্যালুট করেছিল। আমার লাশকে স্যালুট করার দরকার নাই। আমি বীর হতে চাই না। চাই জানাজা আর একটুকরো মাটি।

আর লাশের সাথে মাথাটাও চাই। মুরগি কাটলে মাথাটা আলাদা করি না।
দেখতে খারাপ দেখা যাবে বলে। তাহলে কেন আমার মাথাটা আলাদা করবে আই এস। আমি বাংলাদেশী বলে। আমি খাবারের খোজে গিয়েছি, পেটের দায়ে গিয়েছি। আমাকে মাপ কর। আমার পেটকে মাপ কর.............

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৪৪

পুরান লোক নতুন ভাবে বলেছেন: ডাঙ্গায় বাঘ হানিত কুমির!! অ্যাঁরা এখন কই যাইতাম!!

১১ ই মার্চ, ২০১৫ দুপুর ১:৫৪

দ্যা আহমেদ মামুন বলেছেন: হ্যারিকেন হাতে গাছে উঠতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.