নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

ভারত কেন সিও রফতানীতে ফাস্ট!

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২১

আমি ব্যাবসার সুবাদে বিদেশীদের সাথে কম বেশি মেশার সৌভাগ্য হয়েছে। আমাদের দেশেও গারর্মেন্সে ভারতীয় ম্যানেজার আছে। আর সিও লেভেলেও ভারতী শ্রীলংকানরা আছে। ভারতীয়রা পৃথিবী সেরা ২০ কোম্পনীর সিও। ভারত সিও রফতানীতে ফার্স্ট হওয়ার কারণ একটাই। ধরুন আপনার ইউরোপের একটা কোম্পনীতে ৫০০০ লোক ছাটাই করবেন। আপনার সিও হল ইউরোপিয়ান। সে প্রথমে নিজে পদত্যাগ করে বিষয়টা আরো জটিল করে তুলবে। কারণ ওরা নিজের দেশের লোককে ভালোবাসে। ৫০০০ লোক ছাটাই করার মত নিষ্ঠুর বুকের পাটা ইউরোপিয়ানদের নেই। তার থেকে নিজেই পদত্যাগ করবেন। নিগে বেকার হবেন। নয়ত আত্মহত্যা করে ফেলতে পারেন!

আর এখানে যদি ইন্ডিয়ান সিও হয়। ওরা সব সময় জনবল ছাটাইয়ের জন্য বিখ্যাত। আপনার কোম্পনিতে ভারতী সিও নিয়োগ দিবেন। প্রথমে তারা জনবল কমাবে। ওরা একটা নীতি বিশ্বাসী। আমাকে যা বেতন দিবে সে টাকা আমি তোমাদের বাচিয়ে দিব। ভারতীরা আসলে সিও রফতানী করে না। ওরা নিজেদের নিষ্ঠুরতা রফতানী করে।

মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৩০

স্যার এডলফ হিটলার বলেছেন: :D ভাই আর কত বাঁশ দিবেন ? জানেন না ভারতকে বাঁশ দিলে বাংলাদেশের একটি সম্প্রদায়ের মানুষেরও চুলকানি হয়।

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:২৯

দ্যা আহমেদ মামুন বলেছেন: বাশ দিব কেন?
আজ বিপিসির একটা প্রতিবেদন থেকে লেখা।

২| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৪

গোধুলী রঙ বলেছেন: কথাটা অনেকখানি সত্য, আমাদের একটা প্রজেক্টে প্রজেক্ট ম্যানেজার ছিলো এক ইন্ডিয়ান, সেই নিজে চেষ্টা করছে প্রজেক্ট ফেইল করিয়ে দুজন ইঞ্জিনিয়ারকে প্রজেক্ট থেকে বাদ দিতে, কিন্তু তার ম্যানেজার জাপানিজ থাকায় পারে নাই।

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩০

দ্যা আহমেদ মামুন বলেছেন: আমি কেন মিথ্যা বলব।
এটাই বাস্তবতা।

৩| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৬

মামু১৩ বলেছেন: আমরা কেন ভারতীয় সিইও নেই? ওদের যোগ্যতাটা কি আমরা স্বীকার করি না?

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৩১

দ্যা আহমেদ মামুন বলেছেন: অবশ্যই করি। একটা কথা আছেনা সেক্সপিয়রের, আমি নিষ্ঠুর হত তোমার কল্যানের জন্য।

৪| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৭

মো: আশিকুজ্জামান বলেছেন: ঠিক তাই।

০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭

দ্যা আহমেদ মামুন বলেছেন: সহ মতের জন্য ধন্যবাদ।

৫| ০৬ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৮

স্যার এডলফ হিটলার বলেছেন: কলাবাগান১ । আপনাকে নাস্তিক মনে করতাম । কিন্তু এখন দেখছি আপনিও কুসংস্কারাচ্ছন্ন জাতীর একজন :D আপনাদের তো জাতই খারাপ । আর কি বলবো :D

৬| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৩৬

মেহেদী_বিএনসিসি বলেছেন: কলাবাগান১ বলেছেন: ওরা যখন সিইও (সত্য নাদেলার মত) তৈরী তে ব্যস্ত তখন আমরা পড়ালেখা না করে পর চর্চা করে মনে মনে সুখ পাই...... আর চাপাতি তে শান দে

এই প্রথম আপ্নে আমার মনের কথাডা কইছেন.......। উপ্রের ভদ্দরলোক ক্যামন ব্যাবসায়ী আর কয়জন বৈদেশিদের সাথে সক্ষাত করেছেন সেটা নিয়া প্রশ্ন নাহয় নাই করলাম......কিন্তু এই সব উজবুকদের কথাবার্তা শুনলেই ছেট্টবেলার সেই ৭ অন্ধের হাতি দর্শনের গল্পের কথা মনে পড়ে যায়।

৭| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:২৭

কি করি আজ ভেবে না পাই বলেছেন: ভারতীয় সিইও মানে,''কাট এমপ্লয়িজ ওভার''।

স্যার এডলফ হিটলার বলেছেন: কলাবাগান১ । আপনাকে নাস্তিক মনে করতাম । কিন্তু এখন দেখছি আপনিও কুসংস্কারাচ্ছন্ন জাতীর একজন :D আপনাদের তো জাতই খারাপ । আর কি বলবো :D
আমার কাছে ওনাকে একজন টিপিক্যাল ডাইহার্টেড লীগার মনে হয়

৮| ০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

কলাবাগান১ বলেছেন: আমি মুসল মানের ঘরে জন্মগ্রহন করে নাস্তিক হব কেন???????? কিন্তু আমি আপনাদের মত ধর্মান্ধ নই। যে সময় নিয়ে টাকনুর উপরে না নিচে পাজামা পড়া উচিত তা নিয়ে গবেষনা হচ্ছে ব্লগে, তার সামান্য ই যদি বিজ্ঞান চর্চায় ব্যবহার হত, তাহলে আজ আমরাও মালাউন হিন্দুদের (খুশী!!!) মত মংগল গ্রহে রকেট পাঠেতে পারতাম। তা না করে ওরা হাফ ডিম খায়, তা বলেই তৃপ্তির ঢেকুর তুলি আর ফেসবুকে স্ট্যাটাস দেই (মনে সুখ পাই যে আমি ইন্টারনেট ব্যবহার করতে পারি)।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.