নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষের কাছেই যাব। মানুষই বিশ্বাস ভেঙে ভেঙে বিশ্বাসের জন্ম দেয়।

সব কথা বলা যাবে, সত্যটা বলা যাবে না।

দ্যা আহমেদ মামুন

স্বপ্ন হুমায়ুন আহমেদ হব। রসায়ন নিলাম। কিন্তু ভাগ্যের পরিহাস। হলাম ব্যবসায়ি। তবে লেখালেখি আমার ভাল লাগে। ভাললাগে দেশটা। তাই ভাবি এর সীমানার বাহিরে যেতে।

দ্যা আহমেদ মামুন › বিস্তারিত পোস্টঃ

সিনেমা রিভিউ : দ্যা গড অফ ইজিপ্ট!

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৩:১৭

যমুনা ফিউচার পার্কে গেলাম। ইচ্ছা ছিল ব্যাট ম্যান ভার্সেস সুপার ম্যান মুভিটা দেখব। মুভির টিকেট শেষ। একপ্রকার বাধ্য হলাম দ্যা গড অফ ইজিপ্ট মুভির টিকেট কিনতে। সিনেমা শুরু হল। আমি চোখের সামনে এসব কি দেখছি?
রাজপুত্র হোরাসকে রাজা ঘোষণা করা হবে। তার চাচা সাইরাস এসে রাজাকে হত্যা করে। আর ভাতিজা হোরাসের চোখ তুলে ফেলে। অন্ধ হোরাস পড়ে থাকে পিতার কফিনের পাশে।
সাইরাস হয়ে ওঠে শৈরাচারী। আমাদের দেশের মত একে একে সমস্ত ক্ষমতাকে কুক্ষিগত করে শৈরাচারী সাইরাজ।
রাজ্যের বারটা বাজে। কিন্তু শক্তিকে কুক্ষিগত করার মোহটা কাটেটা সাইরাসের। সে ভাতিজার চোখ নিজের চোখে লাগায়। বোনের ডানাকে নিজের পিঠে বসায়। আর শক্তিমান দাদাকে হত্যা করে তার অস্ত্রটিও কেড়ে নেয়।
দ্যা গড অফ ইজিপ্ট মনে হবে বাংলাদেশর গল্প। এখানো ক্ষতবিক্ষত হোরাস আছে! আছে ভেংগেপড়া জনপদ। আছে চাটুকার বেঈমান। আছে শক্তিশালি কালোসাপ আর সাদাসাপ। যারা নিজের নেজে আগুন দিয়ে আত্মহনন করার জন্য রেডি। দ্যা গড অফ ইজিপ্ট কোন সিনেমা না। এটা শৈরাচারের চলমান ডকুমেন্টারি। যার শুরু আছে আছে পরিনতি।
তবে দ্যা গড অফ ইজিপ্ট কোন নির্মাতার কাজ মনে হবে না। ইজিপ্টের পিরামিডের মতই রহস্যময় শিল্পিকর্ম। পরিচালককে এই মাটির পৃথিবীর কেউ না। তার বুদ্ধিমত্তা সময়কে ছাড়িয়েছে। স্যালুট দ্যা গড অফ ইজিপ্ট টিমকে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে মার্চ, ২০১৬ ভোর ৪:৫৩

উদাসী স্বপ্ন বলেছেন: এত বড় একটা কাহিনী এত ছোট একটা সময়ে আটানোটাই এই ছবির দুর্বলতা মনে হইছে।

২| ২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৫

বিজন রয় বলেছেন: কোন ছবি নাই।

৩| ২৭ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

অশ্রুকারিগর বলেছেন: লিখতে গিয়েও পুরোটা লিখতে পারেননি মনে হচ্ছে। বুঝলাম না আসলে মুভিটা কেমন।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

রাজসোহান বলেছেন: মুভিটা আসলে ভাল্লাগেনাই /:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.