![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রিয় ব্লগার,
আবারও শুরু হলো প্রাণের মেলা—অমর একুশে বইমেলা ২০২৫! এবারের বইমেলায় মোট ৭০৮টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, এবং আমাদের অনেক প্রিয় ব্লগারের বই ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, আরও কিছু প্রকাশনার অপেক্ষায়।
প্রতিবারের মতো এবারও ব্লগারদের প্রকাশিত বই নিয়ে ব্লগাররা বিভিন্ন পোস্ট করবেন, এবং পাঠকদের সুবিধার্থে আমরা সেসব পোস্টের মধ্য থেকে একটি পোস্ট স্টিকি করে রাখার পরিকল্পনা করছি।
যদি কোনো ব্লগার স্বেচ্ছায় দায়িত্ব নিয়ে নিয়মিত ব্লগারদের বই প্রকাশনা সম্পর্কিত তথ্য আমাদের জানিয়ে সহায়তা করতে চান, তবে সেই পোস্টটিই আমরা স্টিকি করব। আমরা আশাবাদী, ব্লগারদের মধ্য থেকে কেউ না কেউ এই উদ্যোগ গ্রহণ করবেন।
আপনাদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
বিনীত,
সামহোয়্যারইন ব্লগ টিম
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৪১
রানার ব্লগ বলেছেন: জলছবি প্রকাশন, স্টল নং- ৮০৬
৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০১
শায়মা বলেছেন: কাউকে দরকার কেনো?
সামু টিমের এইখানেই সবাই যার যার বই এর খবর বলে যাক। ..
কমেন্টে কমেন্টে বইগুলো দিয়ে দিলেও তো সামু টিমকে কষ্ট করে পোস্ট আপডেটও করতে হবে না। শুধু স্টিকি করে রাখলেই চলবে
অলরেডি কেউ কেউ বই এর খবর জানিয়ে গেছে। তারা নিজেরাও জানাতে পারে বা অন্য কেউ জানিয়ে দিক। সবচাইতে বড় কথা সামু টিম সে সব বই এর খবর একখানে মানে পোস্টগুলোর লিঙ্কগুলোও জুড়ে দিতে পারে এখানে.......
৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৫:০২
পারস্যের রাজপুত্র বলেছেন: গল্প: জুলাই বিপ্লব, অলটারনেটিভ রিয়েলিটি
৫| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫২
বাকপ্রবাস বলেছেন: ব্লগারদে বইগুলোর পাঠ ও আলোচনা উঠে আসলে ভাল হবে
৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪১
জুল ভার্ন বলেছেন: 'দ্যা আনটোল্ড স্টোরি' ইংরেজি ভার্সন এবং 'গুম এবং অতঃপর' বাংলা ভার্সন ১৫ তারিখ থেকে পাওয়া যাবে- স্বরে অ প্রকাশনী। স্টল ১৩৩-১৩৪, স্ব রে অ প্রকাশনীর কর্ণধার সামুও ব্লগের বিখ্যাত ব্লগার 'বিতর্কিত বিতার্কিক'!
৭| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:৪৯
জুল ভার্ন বলেছেন:
৮| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫১
ডার্ক ম্যান বলেছেন:
ব্লগার রুপক বিধৌত সাধু'র বই "কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়" পাওয়া যাচ্ছে বইমেলায়।
স্টল নং ৮২০-২১ বাংলার প্রকাশন (মন্দির সংলগ্ন)।
৯| ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:১১
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ভালো প্রস্তাব।
ঠিক আছে। আমি এই দায়িত্ব নিচ্ছি।
আমি এই পোস্টের বইগুলো একটি পোস্টে জুড়ে দিচ্ছি। কেউ যদি নতুন কোন বইয়ের তথ্য দিতে চান, তাহলে আমাকে ইমেইল বা আমার পোস্টের কমেন্ট সেকশোনে দিলেই চলবে।
ধন্যবাদ নিরন্তর।
©somewhere in net ltd.
১|
০৩ রা ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন ব্লগার কি বই বের করছেন? কোথাথেকে বের হচ্ছে? কত নম্বর স্টলে পাওয়া যাবে ইত্যাদী প্রতিনিয়ত আপডেট পেলে সবাবই উপকৃত হবে।