![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.
১। সম্মানিত ব্লগারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ব্যক্তিগত মতাদর্শের ভিত্তিতে অন্যদের মত প্রকাশের স্বাধীনতা সংকুচিত করার বা আলোচনার পরিসর সীমিত করার অনুরোধ গ্রহণযোগ্য হবে না।
২। সামহোয়্যারইন ব্লগ মত প্রকাশের একটি মুক্ত মাধ্যম। এখানে কেউ যদি মিথ্যা বা দেশের স্বার্থবিরোধী কোনো তথ্য প্রচার করে, তবে ব্লগারদেরই এগিয়ে এসে সঠিক তথ্য উপস্থাপনের মাধ্যমে তা মোকাবিলা করতে হবে। ব্লগ কর্তৃপক্ষ তাদের পর্যবেক্ষণকালে যদি এমন কোনো পোস্ট বা মন্তব্য খুঁজে পায় যা ব্লগনীতিমালার পরিপন্থী, কেবল তখনই পোস্টটি ড্রাফটে পাঠানো বা মুছে ফেলার সিদ্ধান্ত নেওয়া হবে।
৩। সামহোয়্যারইন ব্লগ একটি কমিউনিটি ব্লগ, যা ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্ম। যেমন ফেসবুকে প্রকাশিত মতামত, মন্তব্য, ছবি ও ভিডিওর দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির উপর বর্তায়, তেমনি ব্লগেও একই নিয়ম প্রযোজ্য। আমরা ইতিপূর্বে স্পষ্ট করেছি যে, এটি কোনো লেখক ফোরাম নয় বরং মত প্রকাশের স্বাধীন প্ল্যাটফর্ম। তাই ব্লগে প্রকাশিত সকল লেখা, মন্তব্য বা অন্যান্য কার্যকলাপের সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট প্রকাশকারীর।
৪। আমরা আশা করি ব্লগাররা তাদের পোস্টের মন্তব্য নিজেরাই নিয়ন্ত্রণ করবেন এবং প্রয়োজনে আপত্তিকর মন্তব্যকারীকে ব্লক করবেন, যাতে ভবিষ্যতে তিনি আর এমন মন্তব্য না করেন। এখন থেকে পোস্ট মুছে ফেলা বা কাউকে ব্যান করার বিষয়ে সংঘবদ্ধ কোনো দাবি গ্রহণ করা হবে না। তবে ব্লগ সংক্রান্ত অভিযোগ (যেমন ব্লগার, ব্লগ বা মন্তব্য সম্পর্কিত) ফিডব্যাকে মেইল করে জানানো যাবে, যা ব্লগ কর্তৃপক্ষ যথাযথভাবে পর্যালোচনা করবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্লগারকে ব্যান করা হতে পারে অথবা অভিযোগটি যথাযথ নয় কেন, তার ব্যাখ্যা প্রদান করা হবে।
যোগাযোগের ঠিকানা:
[email protected]
মন্তব্য ও মডারেশন নীতিমালা
১। ব্লগ পর্যবেক্ষণের সময় যদি কোনো মন্তব্যে ব্যক্তি আক্রমণ, অপমানজনক, অশ্লীল, কুরুচিপূর্ণ বা আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়, তবে সংশ্লিষ্ট ব্লগারের অনুমতি ছাড়াই মন্তব্য মুছে ফেলা হবে এবং ব্লগনীতিমালা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২। বর্তমানে আমাদের মডারেশন টিমের সদস্যসংখ্যা সীমিত এবং ২৪/৭ মডারেশন চালু রাখা সবসময় সম্ভব নয়। পাশাপাশি আমাদের সিস্টেমে কিছু পুরোনো কোডিং-সংক্রান্ত সমস্যার কারণে আপডেটের কাজ নির্দিষ্ট টেক টিমের মাধ্যমেই সম্পন্ন করতে হচ্ছে। ব্লগের পরিবেশ সুন্দর রাখতে সত্যিকারের ব্লগারদের প্রতি আমাদের অনুরোধ, দুঃসহ পরিস্থিতি তৈরি না করে বরং সমস্যা মডারেশন টিমকে জানান। যদি ব্লগ টিম যথাযথ সাড়া না দেয়, তবে সরাসরি মডারেটরদের কাছে ইমেইল করা যাবে:
[email protected], [email protected] [email protected]
ব্লগ টিম ও যোগাযোগ নীতি
নির্দিষ্ট কারণবশত আমরা ব্লগ টিমের সদস্যদের নাম প্রকাশ করছি না। অতীতে লক্ষ্য করা গেছে, তাদের পরিচয় প্রকাশিত হলে কিছু অপ-ব্লগার ব্যক্তিগত আক্রমণ ও ইমেইলের মাধ্যমে হুমকি দিয়েছেন, বিশেষ করে ব্লগ টিমের সদস্য হিসেবে কাল্পনিক_ভালোবাসা-কে সাম্প্রতিক সময়ে এই ধরনের বেশ কিছু পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হয়েছে। এ কারণে আমরা তাঁকে ব্লগ টিমের সদস্য পদ থেকে প্রত্যাহার করেছি।
তবে, তিনি সামহোয়্যারইন ব্লগের আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন এবং প্রয়োজন অনুসারে ব্লগ পরিচালনায় সহায়তা করবেন। যদি কোনো ব্লগার ব্লগ টিমের সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন বা সমস্যার সমাধান না পান, তাহলে কাল্পনিক_ভালোবাসার সাথে যোগাযোগ করতে পারেন। এই ক্ষেত্রে ইমেইলের মাধ্যমে আনুষ্ঠানিক যোগাযোগকেই প্রাধান্য দেওয়া হবে।
ব্লগ সম্পর্কিত গুজব ও বিভ্রান্তিমূলক তথ্য
সামহোয়্যারইন ব্লগ সম্পর্কে মিথ্যা তথ্য বা কুৎসা রটনা করা হলে সংশ্লিষ্ট ব্লগারের ব্লগিং সুবিধা তাৎক্ষণিকভাবে সীমিত করা হবে এবং যথাযথ ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তার ব্লগিং সুবিধা স্থগিত করা হতে পারে। আমরা ব্লগারদের মানসম্মত ব্লগিংয়ে উৎসাহ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তাই বুদ্ধিবৃত্তিক আলোচনা নয়, এমন অপ্রয়োজনীয় বিতর্ক বা উদ্দেশ্যমূলক ক্যাচাল পরিলক্ষিত হলে তা মুছে ফেলা হবে।
নির্বাচিত পোস্ট ও নতুন আপডেট
সিস্টেম আপডেটের পর নির্বাচিত পাতাকে আরও সক্রিয় ও গতিশীল করতে, আমরা পূর্বের মতোই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কিছু ব্লগারকে পোস্ট নির্বাচক হিসেবে কাজ করার আমন্ত্রণ জানাতে পারি। এই দায়িত্ব শুধুমাত্র দায়িত্বশীল ও অভিজ্ঞ ব্লগারদেরই প্রদান করা হবে। আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আমরা তাদের প্রকাশিত লেখা, ব্লগিং ইতিহাস ও সামগ্রিক কার্যক্রম বিবেচনা করব, যাতে নির্বাচিত পাতা মানসম্মত ও প্রাণবন্ত থাকে।
আপনাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা, আমাদের সাথে থাকার জন্য।
নির্দেশনায়,
সামহোয়্যারইন ব্লগ কর্তৃপক্ষ।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৩
রাসেল বলেছেন: মত প্রকাশে কেউ যদি স্বাধীনতার অপব্যবহার করে, তবে???
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৪
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: যে কোন অপব্যবহার আমাদের কাম্য নয়। যারা অপব্যবহার করবেন তারা সবাই নীতিমালার আওতায় আসবেন।
৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৫
সৈয়দ কুতুব বলেছেন: সবার শুভবুদ্ধির উদয় হোক।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৭
নজসু বলেছেন:
কোন পোষ্ট মুছে ফেলা কিংবা কাউকে ব্যান করা সংঘবদ্ধ দাবীর প্রেক্ষিতে করা হতো?
আজকে প্রথম জানলাম। আমি ভাবতাম মডারেটর ইউজারের কার্যকলাপের প্রেক্ষিতে তাকে ব্যান করতেন।
এটা ঠিক ছিলোনা। কারণ কারও বিরুদ্ধে সংঘবদ্ধ দাবী জানাতে গ্রুপ তৈরি করা অতি সহজ একটা কাজ।
মডারেটর এযাবত তাহলে অনুরোধে নন, ব্লগারদের চাপে ঢেঁকি গিলেছেন।
ধন্যবাদ। শুভ ব্লগিং।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১২
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: কাউকে ব্যান করা বা না করা সম্পূর্ণভাবে ব্লগের মডারেটরের সিদ্ধান্তের উপর নির্ভরশীল। ব্লগ টিমের সহযোগিতায় এবং ব্লগের নীতিমালা অনুযায়ী, চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব মডারেটরের।
এই নীতির অর্থ হলো, শুধুমাত্র ব্যক্তিগত পছন্দ-অপছন্দের ভিত্তিতে বা কোনো নির্দিষ্ট মতাদর্শে বিশ্বাস না করায় কারও বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি গ্রহণযোগ্য হবে না।
যদি কোনো ব্লগার ব্লগ নীতিমালা লঙ্ঘন করেন বা সহ-ব্লগারদের প্রতি অপমানজনক আচরণ করেন, তাহলে যথাযথ অভিযোগ জানানোর সুযোগ থাকবে। যেমন, ব্লগার চাঁদগাজীকে নীতিমালা লঙ্ঘনের প্রমাণের ভিত্তিতেই চূড়ান্তভাবে ব্যান করা হয়েছে, যদিও কিছু ব্লগার এটি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন।
ব্লগের নীতিমালা লঙ্ঘনের বিষয়টি মুক্তিযুদ্ধ বা অন্য কোনো চেতনার সঙ্গে সম্পর্কিত নয়। যে কেউ ব্লগের নিয়ম ভঙ্গ করলে, তিনি যে মতাদর্শের অনুসারীই হোন না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। যদি ব্লগার চাঁদগাজী নিয়ম মেনে, যৌক্তিকভাবে আওয়ামী লীগের পক্ষে লেখেন, তাহলে শুধুমাত্র মতাদর্শগত কারণে তাকে ব্যান করা হবে না।
ব্লগের পরিবেশ সুস্থ ও নিয়মতান্ত্রিক রাখতে সকল ব্লগারকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানানো হচ্ছে।
৫| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২৯
শাম্মী নূর-এ-আলম রাজু বলেছেন: Understood, thank you.
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১১
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
৬| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: ঠিক আছে। গণদাবীর কাছে নতিস্বীকারের ব্যাপারগুলি আর না ঘটলেই ভালো।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১৬
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: সামহোয়্যারইন ব্লগ কখনও গণদাবীর কাছে নতি স্বীকার করেনি এবং ভবিষ্যতেও করবে না। প্রয়োজনে ব্লগ বন্ধ হয়ে যাবে, তবু নীতির সাথে আপস করা হবে না।
অনেকেই হয়তো মনে করছেন, ব্লগার চাঁদগাজীকে গণদাবীর ভিত্তিতে ব্যান করা হয়েছে, কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন। তার বিরুদ্ধে ব্লগ নীতিমালা লঙ্ঘনের অভিযোগ ছিল, এবং যথাযথ পর্যালোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমরা বরাবরই ব্লগের স্বাধীনতা, শৃঙ্খলা ও ন্যায়বিচার বজায় রাখার পক্ষে। কেউ যদি ব্লগের নিয়ম ভঙ্গ করেন, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, তবে কোনো ব্যক্তিগত বা গোষ্ঠীগত চাপে নয়, বরং ব্লগ নীতিমালার আলোকে।
৭| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৭
অপু তানভীর বলেছেন: যে ব্লগার ব্লগের নীতিমালা ভঙ্গ করবে তাকে নীতিমালায় আওয়াতান আনতে হবে। একবার দুইবার তিন ছাড় দেওয়া পরে যখন কাউকে বারংবার ছাড় দেওয়া হয় তখন মূলত তাকে এই বার্তাই দেওয়া হয় যে নিয়ম ভাঙ্গলেও তাকে আবারও সুযোগ দেওয়া হবে। আর এই আত্মবিশ্বাস যখন একজনের মধ্যে চলে আসে যে আমি তো ছাড়া পাবোই তখন তার ভেতরেই নিয়ম মানার প্রবণতা কমে যায়। আশা করবো পরবর্তিতে যেন এই আত্মবিশ্বাস যে কোন ব্লগারের ভেতরে জন্ম না নেয় যে আমার কিছু হবে না। নিয়ম যেই ভাঙ্গুক না কেন তাকে নীতিমালায় ভেতরে আনা হোক!
হ্যাপি ব্লগিং ।
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:১২
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ আপনাকে অপু। নিয়ম মানতেই হবে। আপনি যেটা বলেছেন সেই কথাটি খুবই গুরুত্বপুর্ন এবং তা সকলের জন্যই প্রযোজ্য।
৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫১
জটিল ভাই ২.০ বলেছেন:
ফেইসবুক হতে পড়ে এলাম। পড়ে মনে হচ্ছিলো যেনো অনন্তকাল ধরে পড়ছি। তা আমার ব্লগের মডারেসনের পূর্ণ কন্ট্রোল না হয় আমি নিলাম। প্রয়োজনে আমিও আমার পোস্টে কেমন আচরণ করলে কখন কমেন্ট রিমুভ আর কখন ব্লক করা হবে তার একটা নীতিমালা তৈরী করে ফেললাম। কিন্তু যখন আমার পোস্ট ছেড়ে অন্য পোস্টে বা কমেন্টে আমাকে নিয়ে তিরষ্কার চলে তখনতো আর আমাদের কিছু করার থাকে না। সেইক্ষেত্রে দায়িত্ব সেই ব্লগারের যার পোস্টে এমন চলছে। কিন্তু সেই ব্লগার স্বীয় দায়িত্ব যদি বারবার পালনে ব্যার্থ হোন তখন না হয় ব্লগটিমকে জানালাম। পোস্টের মাধ্যমেতো এমনই বলতে চাইছেন? নাকি ভুল বুঝলাম?
তা তখন ব্লগটিমও যদি সীমাবদ্ধতার কারণে যথাসময়ে বা যথাযথভাবে স্টেপ না নেন, কিংবা যদি তা ব্লগ টিমের বিচারে ন্যয্য বিচার না পায়, আর উক্ত ঘটনা একাধিকবার একাধিকজনের সঙ্গে হতে থাকে তখন কি করণীয়? নাকি ব্লগটিমের বিচারই শেষ বিচার হবে? যার পুষাবে সে থাকবে?
৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৮:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: যেহেতু সিস্টেম আপডেট করা হচ্ছে, এজন্য 'আলোচিত পোস্ট'-এর ব্যাপারে একটা সাজেশন ছিল। যে-সব পোস্ট প্রথম পাতায় প্রকাশিত হবে, শুধু সেগুলোই যেন আলোচিত পাতায় স্থান পায়। এর জন্য প্রোগ্রামে কিছু 'কমান্ড' যোগ করতে হবে আর কী। এতেও অনেক উটকো ক্যাচাল থেকে রক্ষা পাওয়া যাবে বলে মনে করি।
ব্লগ টিমের জন্য শুভ কামনা থাকলো।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১১
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: আপনাকে ধন্যবাদ। আমরা বিষয়টি আমাদের এজেন্ডায় রাখলাম।
১০| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৭
নতুন নকিব বলেছেন:
সতর্কতামূলক গুরুত্বপূর্ণ পোস্ট। মডারেশন টিমকে আন্তরিক অভিনন্দন। +
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১২
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ আপনাকে।
১১| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৩৪
জুল ভার্ন বলেছেন: যেহেতু সিস্টেম আপডেট করা হচ্ছে, সেক্ষেত্রে অনুরোধ থাকবে
(১) নিজের মন্তব্য এডিট করার, যাতে ভুল হলে শুধরে নেওয়া যায়।
(২) যেহেতু সামহোয়্যারইন ব্লগও ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেহেতু ব্লগেও ফেসবুকের মতো 'ব্লক' করার সিস্টেম চালু করা হোক।
শুভ কামনা।
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১০
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: ধন্যবাদ। আপনার পরামর্শ আমরা টেক টিমকে পৌছে দিবো।
এই মুহুর্তে, ব্লগে ব্লক করার সুযোগ রয়েছে। আপনি চাইলে যে কোন ব্লগারকে ব্লক করতে পারবেন। সেই ক্ষেত্রে ব্লক করা ব্লগার আপনার লেখায় মন্তব্য করতে পারবেন না। তবে শতভাগ ব্লক অর্থাৎ কারো লেখাও যেন না পড়তে পারেন, সেই ব্যবস্থা করা যায় কি না তা নিয়ে আমরা আলোচনা করতে পারি।
১২| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:০০
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: @জটিল ২.০
জটিল ভাই আপনি ব্লগটিমের কাছে যে প্রশ্ন রেখেছেন, সেই প্রশ্নের জবাব আমি দিচ্ছি। কারন ব্লগ টিমের সহজ সরল উত্তর আপনার পোষাবে না।
প্রথমত, আমি লক্ষ্য করেছি আপনি বিভিন্ন মন্তব্যে প্রায় বলার চেষ্টা করেন যে "যার পুষাবে সে থাকবে"। অর্থাৎ আপনার মন্তব্যের সারমর্ম হয় এটাই। এইগুলো খুবই নেতিবাচক কথাবার্তা যার কোন ভিত্তি নেই। যদি কারো মনে হয় কোন প্ল্যাটফর্মটি কারো ব্যক্তিত্ব বা আদর্শের জন্য যথাযথ নয় তখন সেখানে তিনি কেন থাকবেন? নিশ্চয়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ জোর করে গেলাতে পারে না। প্রচুর ব্লগার নানা প্রতিবন্ধকতা পেরিয়ে ব্লগে আসেন এখনও। আমাদের এক ব্লগার গ্রামীন ফোনে ব্লগ ব্যবহার করা যায় না দেখে অন্য সিম ব্যবহার করা শুরু করেছেন। তাঁকে ব্লগ এমন কি পুষিয়েছে বা ধন দৌলত দান করেছে যে তিনি ব্লগে এইভাবে সময় দেন?
একটা প্ল্যাটফর্মে তখনই কেউ থাকে যখন সে উক্ত প্ল্যাটফর্মকে ভালোবাসে। আপনি ভালোবাসেন বলেই তো আপনি আছেন নাকি? এর মধ্যে এই সব পোষানো টোষানো টাইপের নেতিবাচক কথাবার্তা বাদ দেন ভাই। এইগুলোকে সমালোচনা বলে না। বিষয়গুলোকে সহজভাবে বোঝার চেষ্টা করেন।
আপনি যা মন্তব্যে যা জানতে চেয়েছেন, সেটাই এই পোস্টের মন্তব্য ও মডারেশন অংশে ব্যাখ্যা করা হয়েছে। আপনারে সারমর্ম বলি। ব্লগ একটি স্বাধীন প্ল্যাটফর্ম। এখানে কিছু নির্দিষ্ট নীতিমালা আছে যা দুই পক্ষই অনুসরন করে বা করার চেষ্টা করে। দুই পক্ষ বলতে এখানে ব্লগার এবং ব্লগ কর্তৃপক্ষকে বুঝানো হয়েছে। আপনিও যেমন নিয়ম মেনে ব্লগিং করেন তেমনি ব্লগ টিমও নিয়ম মেনে ব্লগ পরিচালনা করে। নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে ব্লগ টিমের সিদ্ধান্ত মডারেটরদের অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত। সব সিদ্ধান্ত সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারন যে কোন সিদ্ধান্ত কারো না কারো বিরুদ্ধে যাবেই। ফলে আপনি আপনার মন্তব্যের মাধ্যমে যে অন্তর্নিহিত বিষয় বুঝাতে চেয়েছেন – আপাতত সেই বিষয়ে আপনাকে দেয়ার মত কোন সান্তনার বানী আমার কাছে নেই।
আর দেখেন তো আপনি বললেন - আপনার মনে হচ্ছে আপনি অনন্তকাল ধরে পোস্ট পড়ছেন। দুঃখজনক ব্যাপার হচ্ছে বিস্তারিত বর্ণনা করার পরেও তো বুঝতে পারছেন না সংক্ষিপ্ত বা টু দ্য পয়েন্ট লিখলে দেখা যেত আপনি তো কমেন্টও করতে পারছেন না। পরে সে আরেক বিপদ!
(এই মন্তব্যটি একটু ইনফরমাল ওয়েতে করলাম - এটা না উল্লেখ্য না করলে পরে দেখা যেত এটা নিয়েও একটা ইস্যু সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে)
১৩| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:২৯
আদিত্য ০১ বলেছেন: দেশে যেমন মব ভায়োলেন্স করে মানুস মারে বা আগুন দেয়, ব্লগেও মবের মত কাউকে ব্যান করা জন্য কিছু ব্লগার জোটবদ্ধ হয়। বাক স্বাধিনতা ব্লগটীমও সেইটা মবদের হাতে তুলে দিয়েছে। যাইহোক, সবকিছুরই শেষ আছে।
১৪| ২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৩৮
আদিত্য ০১ বলেছেন: ব্লগের নীতিমালায় বরং লিখে দেন যে
১) ব্লগের সেই কতিপয় ব্লগারদের মনের মত না হলে আপনাকে ব্যান করা হবে
২) ব্লগে আওয়ামীলীগ ও মুক্তিযুদ্ধ নিয়ে লিখলে ব্যান করা হবে
৩) ব্লগে সরকার বা বিএনপি বা জামাতের বিরুদ্ধে কিছুই লেখা যাবে না।
৪) ব্লগে পাকিদের বিরুদ্ধে লিখা যাবে না
৫) জামাত বা শিবির বা নাহিদের সংঘটনের বিরুদ্ধে কিছুই লিখে যাবে না।তারা যত অন্যায় করুক, সেগুলো ন্যায়
এগুলো না মানলেই ব্যান
২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:০৮
সামহোয়্যারইন ব্লগ টিম বলেছেন: অনুগ্রহ করে মুক্তিযুদ্ধের গৌরবকে ঢাল হিসেবে ব্যবহার করে মানহীন ব্লগিংকে লুকানোর চেষ্টা করবেন না।
জামাত ইসলামির বিতর্কিত আদর্শ নিয়ে বহু প্রশ্ন আছে—তারা চিহ্নিত। কিন্তু যারা মুক্তিযুদ্ধের চেতনাকে স্রেফ রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, নিজেদের লুটপাটের সময় জনগণকে বিভ্রান্ত রাখতে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে, তারাও কি বর্ণচোরা নয়? যারা নিজেদের দুর্নীতি ও অপরাধ আড়াল করতে মুক্তিযুদ্ধকে পুঁজি করে, তাদের বিচার কে করবে?
এই অপব্যবহারের কারণেই আজকের প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনার প্রকৃত মূল্য ক্ষুণ্ন হয়েছে। অনেকের কাছে মুক্তিযুদ্ধের চেতনা মানেই এখন আওয়ামী লীগ, যদিও এই চেতনার প্রকৃত অর্থ ছিল মুক্তি, ন্যায়বিচার ও গণতন্ত্র। আজকের আওয়ামী লীগের পাপের কারনেই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙ্গে ফেলা হয়েছে। এই ভেঙ্গে ফেলায় স্বাধীনতা বিরোধীদের একটা অংশ খুশি হয়েছে, তৃপ্ত হয়েছে। সেই তৃপ্ত হবার দায়ভার আওয়ামী লীগের।
গত কয়েক মাসে আওয়ামী লীগের সমর্থকরা বা যারা ব্লগে প্রকাশ্যে আওয়ামী লীগকে সমর্থন করেন, তারা কি কোনো যৌক্তিক ও বিশ্লেষণধর্মী লেখা প্রকাশ করেছেন? নাকি প্রমাণহীন, কল্পিত তথ্য শেয়ার করাই একমাত্র কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে? মনে রাখবেন, এটি বাঁশেরকেল্লার মতো গুজব ছড়ানোর প্ল্যাটফর্ম নয়।
দুঃখজনকভাবে, গত কয়েক বছরে আওয়ামী লীগ প্রকৃত অর্থে চিন্তাশীল নেতা বা কর্মী তৈরিতে ব্যর্থ হয়েছে। অধিকাংশ মানুষ স্বার্থপর রাজনীতির কারণে দলে যুক্ত হয়েছে, আদর্শের কারণে নয়। ফলে, দলটি চাটুকারিতা ও দুর্নীতির ভাগাভাগির জায়গা হয়ে দাঁড়িয়েছে।
সতর্কবার্তা: যদি কেউ ব্লগে অযৌক্তিক, মিথ্যা ও ভিত্তিহীন প্রচারণা চালানোর চেষ্টা করে, তাহলে ব্লগ নীতিমালা অনুসারে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে।
১৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:৩৯
জটিল ভাই ২.০ বলেছেন:
@কা_ভা
প্রথমেই আপনাকে আন্তরিক জটিলবাদ ♥ জানাই কারণ, এই প্রথম আপনার কোনো মন্তব্য আমার সহজবোধ্য আর দায়িত্বপূর্ণ মনে হয়েছে (যদিও বিষয়টা একান্তই নিজস্ব অভিমত)। শেষে যে ভয়টার কথা বলেছেন সেক্ষেত্রে এখনের মন্তব্যের মতো করে পূর্বে সৃষ্ট ইস্যুগুলো নিয়ে ভাবলেই আশা করি সহজে উত্তর পেয়ে যাবেন। অনন্তকাল ধরে পড়ছি কথার মানে হচ্ছে, এই নীতিমালাগুলো প্রায়ই পোস্ট বা মন্তব্যে কর্তৃপক্ষের থেকে আসছে। তবুও যেহুতু বারবার ক্লিয়ারিফাই করতে হচ্ছে তখন নিশ্চই কোথাও একটা কমিউনিকেসন গ্যাপ বা ব্যারিয়ার থেকে যাচ্ছে। আপনি যেটা বলেছেন তার বাহিরেও এই না বুঝতে পারার আরেক বিপদ হচ্ছে পরে না কমেন্ট করে আবার নীতিমালায় ফেঁসে যেতে হয়! এটা নীতিমালার দোষ নয়, দোষ আমাদের ফাঁক-ফুঁকর সমৃদ্ধ আইন দেখে বেড়ে উঠায়।
”আপাতত সেই বিষয়ে আপনাকে দেয়ার মত কোন সান্তনার বানী আমার কাছে নেই।” আপনার এই স্বীকারোক্তিই আমার পাওয়া উত্তম শান্তনা। কারণ, আমরা বিশেষভাবে আমি কোনো রোবট ব্যক্তিকে চাইনি। চেয়েছি আমাদেরই মতো রক্তে-মাংসে গড়া ব্যক্তি যার থাকবে আমাদের মতোই আবেগ, বিবেক, ভুল করা, ভুল ধরা, আর ভুল স্বীকার করে পদক্ষেপ গ্রহণের প্রবণতা। আপনার মন্তব্যের ”ব্লগ একটি স্বাধীন প্ল্যাটফর্ম। এখানে কিছু নির্দিষ্ট নীতিমালা আছে যা দুই পক্ষই অনুসরন করে বা করার চেষ্টা করে। দুই পক্ষ বলতে এখানে ব্লগার এবং ব্লগ কর্তৃপক্ষকে বুঝানো হয়েছে। আপনিও যেমন নিয়ম মেনে ব্লগিং করেন তেমনি ব্লগ টিমও নিয়ম মেনে ব্লগ পরিচালনা করে। নীতিমালা প্রয়োগের ক্ষেত্রে ব্লগ টিমের সিদ্ধান্ত মডারেটরদের অনুমোদন সাপেক্ষে চুড়ান্ত। সব সিদ্ধান্ত সবার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। কারন যে কোন সিদ্ধান্ত কারো না কারো বিরুদ্ধে যাবেই।” অংশটা আমার বেস্ট লেগেছে ♥। দুইপক্ষ কেউ কারো প্রতিদ্বন্দ্বী হবে বলে আশা নিশ্চই কেউ করেনা। আশা করে উভয়ের সহবস্থান আর সহমর্মিতা। হনু টাইপের ব্যক্তিত্ব কারো কাছেই কাম্য নয়।
ভালোবাসা বিষয়টা সত্যিই ভীষণ অদ্ভূত! এই ভালোবাসার কারণে মানুষ খুনও হয়, আবার এই ভালোবাসাই নতুন মানুষের জন্ম দেয়। আর ভালোবাসার মূলকথা হচ্ছে মায়া। ব্লগের প্রতি মায়া আছে বলেই ব্লগের জন্মলগ্ন হতেই অনেক ব্লগার অনেক নিঃস্বার্থ ত্যাগ স্বীকার করে আসছেন। কিন্তু আমরা যা করি সবই কি মায়ার জন্যে ত্যাগ? আপনি এই যে সময় দিয়ে এতো বড় বড় মন্তব্য করছেন তাতে আপনার ব্লগের প্রতি মায়া সুস্পষ্ট। কিন্তু অনিচ্ছায় শুধু উদাহরণের জন্যে এখনের নামটা টানতে হচ্ছে বলে লজ্জিত আর দুঃখিত। এই যে চাঁ**জী এতো অপমানের আর নিগ্রহের পরও বারবার ফিরে আসে এটাকে কি আপনি ভালবাসা বলবেন? মনে হয় না কোনো সুস্থ্য মস্তিষ্কের লোক এরমাঝে ভালবাসা খুঁজে পাবে। কিন্তু তবুও অসুস্থ্য মস্তিষ্কজাত এতে ভালোবাসার তকমা লাগিয়ে যখন অন্যকে ব্যক্তি আক্রমণে ব্যস্ত থাকে তখন জনবলের কারণে কর্তৃপক্ষের দেরিতে স্টেপ নেওয়াটা নীরব সমর্থন হিসেবে আখ্যা পায় পরিস্থিতি যথেষ্ঠ্য প্রতিকূলে চলে যাবার কারণে। আর এখানেই সব মত আর পথের মূল প্রতিবন্ধকতা।
ধন-দৌলেতের জন্যেই সবাই সব করে না। ভালোবাসা আর মূল্যায়ণ পেলে মানুষ অনেক অসাধ্য সাধন করতে পারে। যেমন এই যে একটু আগে আমি সত্যিই উদাহরণের জন্যে চাঁ**জী নামটা নিলাম, কিন্তু আপনি যদি পূর্ব ধারণায় এটাই বুঝাতে চান যে ঐ ব্যক্তিকে ঘাটাই আমার উদ্দেশ্য তখন আমার কি উপায় আর অবশিষ্ট্য থাকতে পারে? সেজন্যে সত্যি বলতে আপনার মন্তব্য আমার ইচ্ছের বিরুদ্ধে পড়ে থাকি। কিন্তু যদি না পড়তাম তবে নিশ্চই আপনার এই সুন্দর মন্তব্যটা মিস করে যেতাম। যেমন সত্যি বলতেই আমি অপেক্ষায় ছিলাম ব্লগটিম প্রতিমন্তব্য করে কিনা।
আপনার প্রতি ভালবাসা হতে আরেকটা ব্যক্তিগত মতামত দেই। আপনি মডারেটরের চাইতে এমনি বেশি উজ্জ্বল। আমার প্রায়ই মনে হতো মডারেটরের চাপ আপনাকে অতিরিক্ত বিরক্ত করে পাগল করে তুলছে। আমার মতামত ভুলও হতে পারে। সেজন্যে অগ্রিম দুঃখিত।
১৬| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৩:১২
রবিন_২০২০ বলেছেন: খালি বড়ো বড়ো কথা আর হুমকি ধামকি।
এই ব্লগের পাতায় পাতায় খালি ইসলাম ধর্ম আর ইসলামের নবীকে নিয়ে যাচ্ছে তাই লেখা আর কমেন্টের ছড়াছড়ি। ধার্মিকদের মনে কষ্ট দেবার জন্যই বদমাসগুলো এটা করে। কিন্তু ব্লগ কর্তৃপক্ষ নীরব।
পার্শ্ববর্তী দেশের একদল ইতর আর কানাডা প্রবাসী এক সর্বহারা এই প্লাটফর্মকে বেছে নিয়েছে বাংলাদেশ বিরোধী আর ইসলাম বিরোধী বক্তব্য ছড়ানোর জন্য। এদের কিন্তু কখনো দেখিনা শাস্তির আওতায় আসতে। অথচ ধর্মকে হেয় করা কিংবা কটাক্ষ করা দুনিয়ার কোথাও মত প্রকাশের স্বাধীনতা হিসেবে দেখা হয় না।
অন্য কোনো উপায়ে মৃতপ্রায় এই ব্লগটিকে সজীব করতে অক্ষম, অপদার্থ ব্লগ টীম হয়তো ভাবছে ধর্মীয় ক্যাচাল লাগিয়ে যদি আর কটা দিন টিঁকে থাকা যায়।
১৭| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:৩২
জুল ভার্ন বলেছেন: এই মুহুর্তে, ব্লগে ব্লক করার সুযোগ রয়েছে। আপনি চাইলে যে কোন ব্লগারকে ব্লক করতে পারবেন। সেই ক্ষেত্রে ব্লক করা ব্লগার আপনার লেখায় মন্তব্য করতে পারবেন না। তবে শতভাগ ব্লক অর্থাৎ কারো লেখাও যেন না পড়তে পারেন, সেই ব্যবস্থা করা যায় কি না তা নিয়ে আমরা আলোচনা করতে পারি।
শতভাগ ব্লক করার সুযোগ থাকে আমাকে যে বা যারা অপছন্দ করেন, কিম্বা আমিও যার বা যাদের লেখা / আইডি দেখতে চাইনা- সেটা করা হলে পারস্পরিক রেষারেষি কমবে।
১৮| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:২৩
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: জুল ভার্ন বলেছেন: (২) যেহেতু সামহোয়্যারইন ব্লগও ফেসবুকের মতো একটি সামাজিক যোগাযোগ মাধ্যম, সেহেতু ব্লগেও ফেসবুকের মতো 'ব্লক' করার সিস্টেম চালু করা হোক।
আমার ধারণা ছিল যে, ব্লগটিম হয়ত জুল ভার্ন ভাইয়ের কথাটা ধরতে পারবেন না, আদতেও তাই হয়েছে। ফেইসবুকের মতো 'ব্লক' ব্যাপারটা কেমন? ধরুন, ফেইসবুকে ব্লগটিম আমাকে ব্লক করলেন। সেইক্ষেত্রে আমিও আর ব্লগটিমকে দেখতে পাবো না, ব্লগটিমও আমাকে দেখতে পাবেন না। ব্লগে এই সিস্টেম চালু করলে একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। অতীতে যে ভয়াবহ ক্যাঁচাল হয়েছে তা কমে একেবারে সহনীয় পর্যায়ে চলে আসবে বলে আমার ধারণা।
১৯| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১১:৫২
অপু তানভীর বলেছেন: @ জুল ভার্ন ও সোনাবীজ; অথবা ধুলোবালিছাই ভাই, আসলে আপনার যেমন কথা বলছেন তেমন ভাবে অর্থ্যাৎ ফেসবুকের মত এখানে ব্লক মারা সম্ভব না বা সম্ভব হলেও তাতে খুব একটা লাভ হবে না। ফেসবুকে আপনাকে প্রবেশ করতে গেলে আইডি লগিন দিয়ে প্রবেশ করতে হয়। কিন্তু একটা মুক্ত প্লাটফর্ম। আইডি ছাড়াও সামুর পোস্ট পড়া যায়। ধরেন আপনি আমাকে ব্লক করলেন সেই হিসাবে আমি কেবল তখনই আপনার পোস্ট দেখতে পাবো না যখন আমি কেবল লগিন অবস্থায় থাকব। যদি লগিন না করি তাহলে আমার সামনে সব পোস্ট চলে আসবে। আর ব্লগাররা বেশির ভাগই কিন্তু লগিন ছাড়াই পোস্ট পড়ে। পোস্ট ঠিকই চোখে পড়বে।
২০| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২৫
এম ডি মুসা বলেছেন: মুক্ত হতে চায় সবাই। অন্যায় কারী মুক্তি পেলে সেটা কি স্বাধীনতা কয়।
২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অপু তানভীর ভাই@ সেটা আমি জানি। তবে, ব্লক্ড হলে তো আইপি অ্যাড্রেস সহই ব্লক হয় বলে আমার ধারণা। সেই ক্ষেত্রে আমার নিজের পিসি ছাড়া অন্য কোনোভাবে ব্লগে ঢুকলেই কেবল ব্লক হওয়া ব্লগটি দেখা যাবে। আপনি আমার সম্পর্কে কী কী কুৎসা রচনা করছেন, সেটা জানার খায়েশ হলেই কেবল আমি ভিন্ন ডিভাইস দিয়ে ব্লগে ঢুকে সেটা দেখতে যাব। সেইক্ষেত্রে আর আপনাকে দোষী করা যায় না, দোষ তখন আমারই হবে
©somewhere in net ltd.
১|
২০ শে ফেব্রুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:২০
নজসু বলেছেন:
শুভ ব্লগিং।