![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারদিকে শুধুই অবগুন্ঠিত সুর
ঝংকারে প্রকৃতি, যন্ত্র;সেও মূর্ছনায়
অর্থহীন মহাকালের স্নিগ্ধ ছায়ায়
বিমুগ্ধ মানব হারায় দূর সুদূর।
বাঁচতে হারাই সেতো সুরের অন্তপুর
তীব্র স্রোতে ঘটে সলিল সমাধি
সুখের মৌলিক উপাদানে ভরপুর
প্রবাহিত ছন্দমালায় আজ অবধি।
এ সুরে নান্দনিকতার মহা প্রলয়
থমকে কর্মযজ্ঞ, সাধুর টুটে ধ্যান
স্তব্ধ কোকিলের কন্ঠ আজ লাজে নোয়
বসন্তে শুনেছি মানবীর কুহুতান।
টিকে থাকাই নয় করে অবিনশ্বর
একি সুর?মূর্ছনা??সুখ?? এতো ইশ্বর!!!!
(সনেটের ছন্দমিলে রবিন্দ্রনাঠ ঠাকুরের বাহু কবিতা অনুসরণ করা হয়েছে)
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৫
ফরিদ আহমাদ বলেছেন: আশীর্বাদ করুন।
২| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২২
ফরিদ আহমাদ বলেছেন: আসলাম,কেউ একটু চা নাস্তাও খাওয়াইলো না
৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩১
রিপি বলেছেন:
চমৎকার লিখেছেন। ব্লগে স্বাগতম।
আপনারে কেউ চা নাসতা দেয় নাই দেখে মন খারাপ হলো। এই নেন। আর লিখতে থাকুন।
প্রতিউওর করার হবে রিপ্লাই বাটনে ক্লীক করতে হবে। ভালো থাকুন।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৮
ফরিদ আহমাদ বলেছেন: ধন্যবাদ চা পান করানোর জন্য।
রিপ্লাইয়ের বাটনটাই খুঁজে পাচ্ছিনা।
৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪০
রিপি বলেছেন:
পেয়েছেন পেয়েছেন। অলরেডি রিপ্লাই দিয়েছেন আমার কমেন্টে।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৪
ফরিদ আহমাদ বলেছেন: ধন্যবাদ গুরু।
আমিতো ভাবছিলাম প্রাইভেট টিউটর রাখা লাগবে।
ইমোটিন যোগ করা শেখার আছে।
৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৯
রিপি বলেছেন:
এত শিখানো যাবেনা। গুরুর নিষেধ আছে।
চেষ্টা করে দেখেন আশেপাশেই খুজেঁ পাবেন।
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৫৩
ফরিদ আহমাদ বলেছেন: তবে দাদা গুরুকেই নক দিতে হবে।
৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৫
সুমন কর বলেছেন: শুভ ব্লগিং...
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২৯
ফরিদ আহমাদ বলেছেন: মাথায় হাত বুলিয়ে দিন।
৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩
মহা সমন্বয় বলেছেন: বেশ লাগল ++
ব্লগে স্বাগতম। হ্যাপি ব্লগিং
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০
ফরিদ আহমাদ বলেছেন: কমেন্টে কৃতজ্ঞ।
অবিরত অবিচল থাকতে চাই।
৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: একি সুর?মূর্ছনা??সুখ?? এতো ইশ্বর!!!!
অপূর্ব!!!!!!!!!
০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২
ফরিদ আহমাদ বলেছেন: এমন সুন্দর কমেন্টের প্রতি উত্তরে আমি নিরুপায়।
শুভ কামনা ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫
নেক্সাস বলেছেন: ব্লগে স্বাগতম। হ্যাপি ব্লগিং