![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আকাশটা আজ বড্ড নীলাভ
দিগন্তটা স্বচ্ছ
ঘোমটা খুলে নগ্ন গোলাপ
শিস দিয়ে খুব যাচ্ছ।
বাতাস তুমি নগ্ন দেহী
কামনাতে কাঁপছো
গাছের পাতায় মিলন শেষে
ক্রমাগত হাঁপছো।
সূর্যিমামা মান করে খুব
তেজ বিলিয়ে দিচ্ছ
তিক্তরসে সিক্ত করে
তারপরে ঠিক ফিকছো।
ঘোমটা তোলো, নাও ঘুটিয়ে
ফিকে হওয়া দৃশ্য
উদ্ভাসিত নতুন আলো
যাও বনে তার শিষ্য।
০৭ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:০৬
ফরিদ আহমাদ বলেছেন: ভালোলাগানোর প্রচেষ্টায় আছি।
পাঠে,কমেন্টে কৃতজ্ঞ।
২| ০৭ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭
ফরিদ আহমাদ বলেছেন: ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ভালো থাকবেন।
৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১২
ফারিহা নোভা বলেছেন: সুন্দর
০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৬
ফরিদ আহমাদ বলেছেন: ধন্যবাদ আপুনি।
৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ভালোই হচ্ছে ।
০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩০
ফরিদ আহমাদ বলেছেন: অনুপ্রেরণা পেলুম সাধু ভাইয়া।
কমেন্টে কৃতজ্ঞ।
©somewhere in net ltd.
১|
০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬
রিপি বলেছেন:
মোটামুটি লাগলো।