![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বসন্ত বালিকার
উন্মুক্ত চোখ
পথ তমালিকার।
বসন্তের কোকিল
দিনের সূর্য
বানিয়েছো স্বপ্নীল।
মূর্ছনার প্রহর
মুদিত চোখ
অপেক্ষায় অনড়।
ইউক্যালিপটাস
স্নিগ্ধ বাতাস
বালিকার আবাস।
মুখোমুখি দু'জন
শরীরে স্পর্শ
অজানা শিহরণ।
১০ ই এপ্রিল, ২০১৬ ভোর ৫:২৫
ফরিদ আহমাদ বলেছেন: সেই অনুভূতির বিশ্লেষণ,সত্যিই কঠিন।
আমার ব্লগে স্বাগতম।
শুভ কামনা আনামুল হক ইনাম ভাইয়া।
২| ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১২
আনামুল হক ইনাম বলেছেন: শুভ কামনা আপনাকেও
১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
ফরিদ আহমাদ বলেছেন: আবারো শুভকামনা।
ভালো থাকুন সতত
৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৩
মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৬
ফরিদ আহমাদ বলেছেন: এই কথা এখানে বলার অর্থ?
একটা ব্লগ পোস্ট লিখেন, পড়ে নেবো আপু।
৪| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৭
প্রামানিক বলেছেন: খুব ভাল লাগল কবিতা। ধন্যবাদ
১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৩৩
ফরিদ আহমাদ বলেছেন: প্রামাণিক ভাইয়া,আপনার কমেন্ট মানে একটু বাড়তি অনুপ্রেরণা।
ভালো লেগেছে জেনে প্রীত হলাম।
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১০
আনামুল হক ইনাম বলেছেন: অজানা শিহরণ