![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনা আর প্রতিচ্ছায়া
প্রকাশের পর
তোমার প্রতিক্ষায় থাকি
মৃত প্রাণীর উপর
শকুনের দল যেভাবে হামলে পড়ে
ছিন্নভিন্ন করে প্রতিটি কোষ
আন্তজালের প্রাণের নির্মম কষাঘাতে
আমার প্রতিটি ছত্রও ছিন্নভিন্ন হয়
তুমি কি রক্তের গন্ধ পাওনা?
ধ্রুবতারা তোমার জন্যই
তপ্ত মরুভূমিতে....
শকুনের মতো,যাতে খুবলে খাও
কিন্ত শ্বেত ভাল্লুক,শুধুই ছুঁয়ে যাও!
২২ শে আগস্ট, ২০১৬ রাত ২:৩৪
ফরিদ আহমাদ বলেছেন: সামুর সবচেয়ে বড় সে লিব্রেটির (আমার দৃষ্টিতে) মন্তব্যে আমি দারুণভাবে উৎফুল্ল।
ভালো থাকুন প্রামানিক ভাই,আপনার মন্তব্য লিখার সাহস যোগায়...
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:২১
ভ্রমরের ডানা বলেছেন:
বাহ!
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫২
ফরিদ আহমাদ বলেছেন: মোবাইলে ব্লগিং করার এ এক সমস্য,নোটিফিকেশন ঠিকঠাক ভাবে আসেনা। ভালো থাকবেন
৩| ০৮ ই নভেম্বর, ২০১৬ সকাল ১১:০৩
কবীর বলেছেন: সুন্দর লিখেছেন
শুভকামনা রইল।
১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৫৫
ফরিদ আহমাদ বলেছেন: ভালো জেনেছে ভালো লাগলো।
শুভকামনা রইলো
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৯
প্রামানিক বলেছেন: মৃত প্রাণীর উপর
শকুনের দল যেভাবে হামলে পড়ে
ছিন্নভিন্ন করে প্রতিটি কোষ
আন্তজালের প্রাণের নির্মম কষাঘাতে
আমার প্রতিটি ছত্রও ছিন্নভিন্ন হয়
তুমি কি রক্তের গন্ধ পাওনা?
চমৎকার কাব্য কথামালা।