![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি জ্যোৎস্না ছুঁলে ভেঙে যাই-চাঁদ জানে।
তাও ভিজে গেছি কেন অতীতের চাঁদস্নানে!
ঘাসগুলো
পা ছুঁলো;
কাঁপা হাত
হাত ছুঁলো
আর একটা ম্যাজিক ঘটে গেলো!
আমি ঘৃণা করি;আমি ঘৃণা করি;আমার সয়না চাঁদের আলো।
চাদরে,বালিশে মাখামাখি চাঁদ বারণ মানেনা,
ঘরময় তোর গন্ধ ছড়াবে-নিষ্ঠুর বাহানা।
একটা রাত যদি হাতের ভাঁজে ডুব,
যদি চাঁদ আবার হতবাক,নিশ্চুপ,
তবে ফের আবার ম্যাজিক ঘটে গেলো!
আমি চাইনা এতো বলতে,আমায় পোড়ায় চাঁদের আলো।
আমি ঘৃণা করি;আমি ঘৃণা করি;আমার সয়না চাঁদের আলো।
নদীর জলে ডুবিয়ে মারবো চাঁদ
অথবা তোর গন্ধ,স্মৃতি ডুবিয়ে দিবো।
জলের নিচে রাত কেবলই রাত-
ভয় হয় তোর গন্ধ,স্মৃতিই কুড়িয়ে পাবো!
২| ০৯ ই অক্টোবর, ২০১৭ রাত ৮:২০
কবীর বলেছেন: কবিতা ভালো হয়েছে +
©somewhere in net ltd.
১|
০৯ ই অক্টোবর, ২০১৭ সন্ধ্যা ৭:২০
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: খুব সুন্দর কবিতা উপহার দিয়েছেন ভাই, মুগ্ধতা রইল।