নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নহীন

Fahim H Sagor

আমাকে আমার মতন থাকতে দেও, আমি নিজেকে নিজের মতন গুছিয়ে নিব।

Fahim H Sagor › বিস্তারিত পোস্টঃ

মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলে

২০ শে অক্টোবর, ২০১৫ সকাল ৭:৪৬

বাস্তব জীবনে কখনো কাউকে ভালবাসিনি
মা বাবা কষ্ট পাবে বলে কারন আমি যে মধ্যবিত্ত
ফ্যামিলির বড় ছেলে
ছোট বেলা থেকেই শিখতে হয়, কি করে যুদ্ধ করে বাঁচতে হয়
এবং বাঁচাতে হয় ফ্যামিলির বাকি মানুষ গুলো কে,
,
মা বাবা ভাই বোন দের কথা চিন্তা করে নিজের জীবনের
সুখ গুলাকে মাটি করে দিয়েছি
খুব কাছের ভাললাগার একজন মানুষ কেও মূখ খুলে কখনো
বলতে পারিনি ভালবাসি, সেই অধীকার টাও আমার ছিল না,
,
কারন আমি যে ফ্যামিলির বড় ছেলে তাও আবার মধ্যবিত্ত
ফ্যামিলিতে, আমার ভবিষ্যৎ নিয়ে ভাবার সময় কোথায়,
আমার যে ফ্যামিলির বাকি ৮জনের ভবিষ্যৎ মাথায় নিয়ে
ডেইলী ঘুরতে হয়, এবং ভাবতে হয় তাদের বর্তমান নিয়ে
,
ভাবতে খুব কষ্ট লাগে টাকার জন্য পড়তে পারিনি, যখন বাবা
কে বই কিনে দেওয়ার কথা বলতাম, তখন বাবা খুব রেগে
যেতেন, বই এর জন্য ইস্কুল এ স্যার এর মার খেয়ে এক সময়
রাগ করে পড়া লেখা ছেড়ে দিই,
,
আজ প্রবাসে বুঝি পড়া লেখাটা কতটা জরুরী ছিল,তাইতো
ছোট ভাই বোন দের সবাই কে শিক্ষিত বানিয়েছি, শুধু মূর্খ
রয়ে গেলাম আমি
জীবনের সব সুখ মাটি করে প্রবাসে কাটাছি আমি,
তাতে আমার বিন্দু মাত্র কষ্ট নেই,
,
কষ্ট লাগেতো তখন
যখন কোনো কিছু জানতে চাইলে
ছোট ভাই বলে তুমি বুঝবানা তুমিতো পড়া লেখা
করনি,যখন ছোট বোন বলে আমাদের দামি জামা কাপড়
দরকার কারন আমরা কলেজ এ যাই তানা হলে আমাদের মান
সম্মান বাঁচে না
,
যখন সম বয়সী বন্ধুরা তাদের দুই তিনটা বাচ্চা সাথে রেখে
তাদের বো এর সামনে জিগ্যেস করে তুইতো বুড়ো হয়ে
গেছিস বিয়ে করবি কখন ?
,
মধ্যবিত্ত ফ্যামিলির বড় ছেলেদের কষ্ট কেউ বুঝতেও পারে
না, কাউকে বুঝাতে ও দেয় না,
আজ মনে হয় মধ্যবিত্ত ফ্যামিলিতে বড় হয়ে জন্মানো
আসলে একটা অপরাধ...................

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.