![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে করো যেন মেইন রোডের
মোড়ে,
গালফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি অনেক
দূরে।
দুজন যাচ্ছি সি এন জি তে চড়ে,
পর্দাটুকু একটুকু ফাঁক করে।
.
সেদিন ছিল বিরোধীদলের অবরোধ,
ভুলে গিয়ে সব বিপদ আপদ।
দুজনে মোরা পৌছে গেছি ওই
মোড়ে..!
.
নেইতো সেখানে কোন মানুষজন,
ভয় পেলো মোর জিএফ এর মন।
বললাম আমি ভয় পেয়োনা তুমি,
মোড় পেরোতে আরতো কিছুক্ষণ।
.
এমন সময় হা রে রে রে রে রে,
লাঠি হাতে আসল কয়েকজন।
ফুটুস ফাটুস ককটেল উঠল ফুটে ,
কলিজা আমার নেইতো আর বুকে।
.
জানের মায়া আছে যে মোর
সাচা,
আপন প্রাণ বাচারে তুই চাচা।
স্যান্ডেল খুলে দিলাম ঝেড়ে
দৌড়,
এক দৌড়ে পেড়িয়ে গেলুম মোড়।
.
জিএফ বলল "যাসনে ঝান্টু ওরে,
তুই পালালে কে বাঁচাবে মোরে"??
বললাম আমি "পাগল নাকি,
হারাইনিতো হুশ"
নিজের জান বাচায় যারা তারাই
বীরপুরুষ!
©somewhere in net ltd.