![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি মনে করি ক্রিকেট নিয়ে গাওয়া গান
আসিফ ভাইয়ের কণ্ঠে যতটা মানায় ততটা
আর কোন শিল্পীর কণ্ঠে মানায় না।
.
বেশ বেশ বেশ সাবাশ বাংলাদেশ এই
গানটি বেশ আগেই গেয়েছিলেন আসিফ
ভাই, এই গানটি আগে যেমন জনপ্রিয় ছিল
আমার মনে হয় এখন ও আগের মতই জনপ্রিয়
আছে, আগে বাংলাদেশের খেলা
চলাকালীন সময়ে আসিফ ভাইয়ের গানটি
বাজানো হত, এখন আর বাজানো হয়না, কেন
বাজানো হয়না সা বিষয়ে কথা বলতে
চাইছি না।
.
আসিফ ভাইয়ের গাওয়া ক্রিকেটীয় গান
আবারো বাজানো হবে স্টেডিয়ামে,
বরিশালের থিম সং ইতিমধ্যে অনেকেই
শুনেছেন, বাকি রয়েছে কুমিল্লার থিম সং,
ওইটা ও আসিফ ভাই-ই গাইবেন।
বেশ ভাল লেগেছে বরিশালের থিম সং,
অপেক্ষায় রইলাম কুমিল্লার থিম সং এর
জন্য।
©somewhere in net ltd.