নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন সাধারণ মুসলমানের ব্লগে স্বাগতম

হ্যা আমি সেই সত্যবাদীকে সত্যবাদী মনে করি

সাধারণ মুসলমান

একজন সাধারণ মুসলমান। সাধারণ মানুষ কি বলতে কি বলি তাই জ্ঞানী লোকদের উপকারী কথা শেয়ার করে আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই।

সাধারণ মুসলমান › বিস্তারিত পোস্টঃ

এ প্রজন্মের উচিত এমন রসুলকে ভালবাসা, ক্ষণস্হায়ী অস্তিত্বধারী হয়ে বাহাদুরি না করা

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:২৭

বিনয় ও ভদ্রতা

১. লোকদের সামনে কখনো পা ছড়িয়ে বসতেন না।

২. তাঁর সম্মানার্থে দাড়াতে সাহাবীদেরকে নিষেধ করতেন।

৩. কেউ হাত মুবারক ধরলে তিনি তা ছাড়িয়ে নিতেন না।

৪. কারো কথা কর্তন করতেন না।

৫. নিজে সওয়ার অবস্থায় সঙ্গীকে পায়দল চলতে দিতেন না। হয় তাকেও নিজের সঙ্গে সওয়ার করে নিতেন কিংবা তাকে বিদায় দিতেন।

একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের উপর সওয়ার ছিলেন। তাতে কোনো রেকাব ছিল না। পথিমধ্যে আবু হুরায়রা রা.কে দেখে বললেন, ‘সওয়ার হও।’ তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে সওয়ার হওয়ার চেষ্টা করলেন, কিন্তু সওয়ার হতে পারলেন না। উপরন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও পড়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে সওয়ার হলেন এবং দ্বিতীয়বার হযরত আবু হুরায়রা রা.কে সওয়ার হতে বললেন। হযরত আবু হুরায়রা এবারও সওয়ার হতে পারলেন না, আর তার ধরার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গেলেন। এরপরও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্ত না হয়ে সওয়ারীতে উঠলেন এবং তৃতীয়বার হযরত আবু হুরায়রা রা.কে সওয়ার হতে বললেন। হযরত আবু হুরায়রা রা. লজ্জা পেয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো উঠতে পারছি না। আপনাকে আর কয়বার কষ্ট দিব!



ধৈর্য্য ও সহনশীলতা

১. তায়েফবাসী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাথর মেরে এত যখমী করল যে, তিনি বেহুঁশ হয়ে গেলেন। ফেরেশতা এসে বললেন, আদেশ করুন এই বসতি ধ্বংস করে দেই! নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, না। এরা যদিও ইসলাম গ্রহণ করেনি, কিন্তু হয়তো একদিন এদের সন্তানরা ইসলাম গ্রহণ করবে।

২. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে এক ইয়াহুদীর কিছু পাওনা ছিল। পাওনা আদায়ের নির্ধারিত সময়ের তখনো কয়েক দিন বাকি। কিন্তু ইয়াহুদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর জামা ধরে বলল, ‘আমার পাওনা আদায় কর।’ হযরত উমর ফারুক রা. রাগান্বিত হয়ে বললেন, ‘এই বেআদবকে কতল করা উচিত।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ‘না; বরং তুমি আমাকে উত্তমভাবে পাওনা আদায়ের আদেশ কর আর তাকে বল উত্তমভাবে তাগাদা দিতে।’ এরপর ওই ইয়াহুদীর দিকে তাকিয়ে হেসে বললেন, এখনো তো কয়েক দিন বাকী।

৩. এক বেদুইন এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর চাদর ধরে এত জোরে টান দিল যে, ঘাড়ে লাল দাগ হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর দিকে তাকালেন। বেদুইন বলল, ‘আমাকে সাহায্য কর, আমি একজন দরিদ্র ব্যক্তি।’ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন তাকে যেন যব দ্বারা পূর্ণ একটি উট ও খেজুর দ্বারা পূর্ণ একটি উট দান করা হয়।



http://www.alkawsar.com/topic/8?page=2

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১১

সরদার হারুন বলেছেন: কথা সত্য কিন্তু কথা হলো নিজে কি রসুলের এ নীতি মেনে চলেন ?আপনি আমি যদি সবাই মেনে চলি তাহলেই তাঁর নীতি সমাজে প্রতি ফলিত হবে ।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

সাধারণ মুসলমান বলেছেন: আপনি নিশ্চিত আমি মেনে চলিনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.