![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্প লিখি, কবিতা লিখি। জঘন্যসব গল্প-কবিতা। কোথাও ছাপাই না, ব্লগেও না।
মাশরাফি আর হিরো আলম এর মধ্যে পার্থক্য কি?
মাশরাফির মত "ভালমানুষ" রা রাজনীতিতে আসলে সাধুবাদ আর হিরো আলম আসলে সমস্যা কেন?
মাশরাফি তার সেক্টরে একজন তারকা, হিরো আলমও একজন তারকা। সমস্যা হলো একজন শ্বেত বর্ণের, উঁচু তলার মানুষ। তাই তাকে আমরা সহজেই মেনে নিতে পারি। কিন্তু আমাদের প্রব্লেম হয় কালো,নিচুশ্রেণীর কাওকে মেনে নিতে৷ কারন আমরা নিজেরা কালো হলেও চরমভাবে বর্ণবাদী।
তাছাড়া যে দেশে শামীম ওসমানের মত গডফাদাররা এমপি, বদির মত ইয়াবা ব্যবসায়ীরা এমপি। এমনকি মমতাজের মত মহিলারা এমপি। সেই দেশে হিরো আলম এমপি হতে চাইবে, এটাই তো স্বাভাবিক।
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:৪৮
সাদাত সায়েম বলেছেন: সঠিক বলেছেন
২| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: view this link
এত ধৈর্য্য ধরে সুন্দর করে বলেছে- ডিপজলও কোন লেভেলের অভিনেতা (ভিলেন) বদি/ফদিরা কিভা্বে সংসদে আসে ? আমি আলমকে সমর্থন করি না; তবে তিনি এদেশের নাগরিক হিসেবে তার কি কি অধিকার আছে?? সংসদে গালি/শ্রাব্য/অশ্রাব্য গালিগালাজ কি মজা না বিনোদন- এই সব ফালতু চ্যানেলগুলো আরও কত কি যে দেখাবে। তার প্রতিউত্তর গুলো কি আপনার / আমার ভাল লাগে না কেন? কেন এই উদ্ভুট প্রশ্ন?? মানুষ ভোট দিবে না দিবে এটা যেমন মানুষের অধিকার ; তেমনি তারও নির্বাচন করার অধিকার আছে একজন নাগরিক হিসেবে ।
৩| ১৯ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৫
©somewhere in net ltd.
১|
১৯ শে নভেম্বর, ২০১৮ সকাল ৮:২২
রাজীব নুর বলেছেন: সমস্যা হলো আমাদের মানসিকতার।