নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অতলান্তিক নৈঃশব্দ্যে নিদ্রিত হও !

আমি যে কেনো কাঁদি , জন্মাবধি ! বৃষ্টি-দগ্ধ হয়ে ডুবে থাকি কারো তন্দ্রাহত দৃষ্টির গভীরে ...

শহিদুল ইসলাম

বৃষ্টি - সে এক অচিন উপত্যকার দীর্ঘশ্বাস ! http://www.facebook.com/theshohidul

শহিদুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

ওরাইয়নের ঘুম

২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫২


জমা রাখি রহস্য ও ঘুম আদিম পাথরে । জানি – একদিন নিঝুম বৃষ্টি এসে মুছে দিবে আমার পঙক্তিগুলো । আর আমি জারুলের বনে বসে গাইবো আদিশূন্যতার গান । হাওয়ায় বিলিয়ে দিয়ে ঘ্রাণ , যে ফুল ঝরে পরে আঁধার পাতায় – আমি তার কাছে আসি , বলি - যখন ছিলাম না আমি পৃথিবী ও পর্বতে , আমাকে সেই নাই অস্তিত্বের গল্প শোনাও । সে শোনায় এক হিরণ্ময় রূপকথা । রূপকথার একশ একটি বাঁক । প্রতি বাঁকে ঘুমিয়ে আছে এক ময়দানবের ভয় । নখের ভেতর বিষ আর চোখের মাঝে আগুন নিয়ে বসে থাকি শিকারহারা , কেননা আমাকে তো যেতেই হবে – এক বন্দী রাজকুমারীর দৃশ্যের ভাঁজে । কোথায় সে থাকে ? জানিনা পথ , পথের শৃঙ্খল , এই ভেবে প্রারম্ভ করি সমুদ্র ভ্রমণ ।
নিঝুম-নিদ্রায় সমুদ্র আমাদের ডাকে , ভুলে যাওয়া স্বপ্নের মত অবোধ্য এ আহবান , তবু সারিসারি জলকণা ওড়ে আসে দিব্য-বাতাসে । মাঝেমাঝে নিজেকে প্রাচীন কোন গল্পের হারিয়ে যাওয়া এক নাবিক বলে ভ্রম হয় কেননা আমি জানি , সব সন্ধ্যা আসলে একটি শীতল রাত্রির দিকেই ধাবমান । যে রাত্রি আটকে আছে আর্তেমিসের ধনুকের বক্রতায় । আর বক্রতায় ঝুলে আছে ওরাইয়নের ঘুম ।
আমাকে পথ দেখাও অরণ্যচারিনী , নকশাকাটা তীরের ফলায় গেঁথে নাও আমার সমস্ত সমুদ্রজীবন । পুঁথির শ্লোকের মত কেন অবসাদ আসে , কেন আসে শৈশব-নির্জনতা এই অসুখের রাতে - আমি তবে মৃতনদীর জলের কঙ্কাল ? তবু -
কেন আশৈশব পাঠ করি দূর দ্বীপের সংকেত ?
কেন আশৈশব পাঠ করি অদেখা এক ঢেঊপাখির গান ?
জীবন নিয়ে ইয়ার্কি করতে করতে আসলে আমরা পৌঁছে গেছি এক বিধ্বস্ত নগরীর সিংহ-দ্বারপ্রান্তে । দেখি চারপাশে গলে পরছে মোমের পাহাড় , আর দূরান্ত থেকে ছুটে আসছে অজস্র মায়াবী বেড়াল । বেড়ালের পায়ে লাল ঘুড়ির সুতো , সুতোয় বাধা ক্লাউনের ছেঁড়া হ্যাট ।
মুছে যায় নগরসন্ধ্যা । ধীরে ঢেউ নিয়ে যায় জলের ক্ষত । জমা রাখি স্মৃতির ক্ষয় প্রবালের ভাঁজে , দেখি - পরিসীমা ভুলে হেটে আসছে যুদ্ধফেরত ক্লাউনের দল , শরীরজুড়ে মাংসের ঘ্রাণ আর মুঠোভরতি হেরে যাওয়া মানুষের ক্রন্দন । জানি – মাংসের ভেতর লুকিয়ে থাকে জীবনের গভীর সত্যগুলো ।
তবু কেউ এসে ডেকে নেয় দৃশ্যের অগোচরে । আমার কাছে কি চাও নগরপ্রহরী ? আমি শূন্য - শুধু যেতে হবে রাজকুমারীর দৃষ্টির কার্নিশে । আমাকে যেতে দাও ... যেতে দাও ...
কেউ জানেনা আমার নখের ভেতর বিষ আর চোখের মাঝে আগুন ...






মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:৪৪

রাজীব নুর বলেছেন: মনে হয় অস্থির সময় পার করছেন?

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৮ রাত ৮:০৩

শহিদুল ইসলাম বলেছেন: :)

৩| ০৫ ই জুন, ২০২১ সকাল ১১:৫৩

শায়মা বলেছেন: কবি শহিদুল।
কেমন আছো?
তোমাকে ভিজিটর লিস্টে দেখে দেখতে এলাম.....

সেই কনিষ্ঠ প্রেমিকে লাস্ট কমেন্ট করেছিলে তারপর এই কিছুদিন আগে লাবন্য আপুর পোস্টে...
কবিতা লেখা কি ভুলে গেলে পিচ্চি?

নাকি এখন বড় হবার সাথে সাথে বড় বড় জায়গায় কবিতা লেখো?
সামুকে ভুলে গেছো... :(

৪| ০৬ ই জুন, ২০২৩ রাত ১০:১৫

খায়রুল আহসান বলেছেন: অসম্ভব সুন্দর এবং অতীন্দ্রীয়, মোহময় কিছু বাক্যালাপে যেন তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম! + +
"অতলান্তিক নৈঃশব্দ্যে নিদ্রিত হও!" - তাই তো হচ্ছি, দেখছি! :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.