নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য েস্লভ

দ্য েস্লভ › বিস্তারিত পোস্টঃ

মাত্র দু একটি কথা

২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

ব্লগের ব্যাপারে তেমন কোনো আগ্রহ বোধ করিনি। কারন যার যা মনে চায় এবং যেভাবে চায় তিনি তা সেভাবে এখানে প্রকাশ করে দেন। নিজের স্বাধীনতার বর্হিপ্রকাশে অন্যের ক্ষতি হল কিনা সেটা ধর্তব্যের মধ্যে পড়েনা। আমি যেভাবে কথা বলছি তাতে নিজের পরিচয় আগে প্রকাশ না করলে হয়ত আমাকে কোনো একটি ব্লকে ফেলে দেওয়া হতে পারে।



আমি জন্মসূত্রে এদেশের একজন সাধারন মানুষ। আর বর্তমানে যে পরিচয় মানুষের কাটতি বাড়ায় সে অনুযায়ী আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার পিতা ৮নং সেক্টরের একজন আর্মি কমান্ডার ছিলেন । ১৯৭১ সালে যে কজন আর্মী অফিসার পাকিস্থানী মিলিটারী কমান্ড ভেঙ্গে পূর্ব পাকিস্থানের পক্ষ নিয়ে যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তিনি তাদের একজন।



মূল কথায় ফিরে আসি। আমি এই ব্লগের বেশ কিছু লেখা পড়েছি এবং অনেকগুলো মন্তব্য পড়েছি। বেশীরভাগ মন্তব্য আমার কাছে খুবই যাচ্ছেতাই মানের মনে হয়েছে এবং অনেকে অশ্লীলভাবে আক্রমনাত্মক কথা বলেছেন। এবং সন্ত্রাসী কায়দায় নিজের ভাব প্রকাশ করে অন্যকে সন্ত্রাসী আক্ষায়িত করেছে। বেশীরভাগ লেখা পড়ে মনে হয়েছে তারা নিজেদেরকে প্রগতিবাদী হিসেবে নিহ্নিত করতে মরিয়া এবং তা প্রমান করতে হাস্যকরভাবে নিজেদেরকে নাস্তিক হিসেবে চিহ্নিত করেছেন। অনেকে অপ্রাসঙ্গিকভাবে ইসলামকে নিয়ে এসেছেন এবং বিনা কারনে সমালোচনামুখর হয়েছেন। অনেকে যে বিষয়ে জ্ঞান রাখেন না সেটা নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করে তার সমপর্যায়ের ব্যক্তিদের প্রশংসা অর্জন করে নিজেকে গর্বিত করেছেন।



এসকল অবস্থা থেকে আরও একটি বিষয় আমি দেখলাম তা হল কিছু মানুষ নিজেদের ইসলামী আবেগ নিয়ে লিখতে এসে অন্যের সমালোচনার ভয়ে এমনভাবে লিখেছেন যে তিনি যেন নিজের কাছেও বিব্রত। কেউ ইসলাম নিয়ে দু এক কথা বলার পর মন্তব্যকারীরা তাকে প্রকাশ্যে অথবা কৌশলে রাজাকার,আল বদর,প্রাচীন,সন্ত্রাসী ইত্যাদী নামে আখ্যায়িত করেছেন।



এসব দেখে আমার মনে হয়নি এই প্লাটফর্মটি সত্যিই সকল মতের একটি মিলন কেন্দ্র। লেখাগুলো একপেশে টাইপের মনে হয়েছে। অযথা গালি গালাজ করতে পছন্দ করেন এমন ব্যক্তিদের আনাগোনা বেশী লক্ষ্যনীয় হয়েছে।



সত্যিই যদি আমরা মত প্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী হয়ে থাকি তাহলে অপরের লেখা পড়ে ,বুঝে ,চিন্তা করে মন্তব্য করা উচিৎ। লেখার সময় অন্যের মর্যাদার প্রতি লক্ষ্য রাখা উচিৎ। কাওকে হুট করেই কোনো ব্লকে ফেলে দেওয়া যুক্তিসঙ্গত কিনা সেটাও ভাবা উচিৎ। সত্য বলা উচিৎ। অন্যকে সম্মান করা উচিৎ। হুযুগে আমল না দিয়ে সচেতনভাবে বিষয় উপলব্ধি করা উচিৎ। সবাই ভাল থাকুন,সুস্থ্য থাকুন,সুন্দর থাকুন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৪৯

মাক্স বলেছেন: কনফিউজিং লেখা!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.