নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রৌদ্রের তপ্ত দুপুরের বালুকাময় প্রান্তরে
ঘুরেছে ঘুঘু চরেছে কোনো আঙিনায়
ডেকেছে বান ,মেখেছে সাবান
চষেছে বাগান বৃদ্দাবন
চলে হেথা,জলে সাতরায় মাছ ধরে নিরবে
শঙ্খচুর উড়ে যায় বাতাসে পাতালে
গগন ভেদিয়া উঠিয়াছে মহিরুহ
দেখিল তাহার পুকুরের কুকুরের ডালে তাল পুকুরে
পাড়ে হেলিয়াছে যে জন বুঝিবে কজন
একটি জলাশয় ভরে রয় আমার মনের মতন
আজিকার দিনে দেখিবেনা আর নিশিথে প্রদীপ ভাতি
আগুনের হল্কা খেজুর গাছ আর সুমিষ্ট বারি স্রোতে
বেদনার নীল গামছা চালায় সে নিরবে ক্ষেতের আইলে
কাস্তে নিয়ে কৃষান গাড়ি চালায় হাকিয়া
নিরবে হাকিয়া ওঠে খেকশিয়ালের পাল
হারে পানি,পালে হাওয়ার নাদুস নুদুস দেহে
মহিষেরা করে কলরব থরে থরে
ফুটীয়াছে ফুল রসাতলে ।।
কার্তিকের ভরা আম কাঠালে
তুমি জেগেছিলে জোসনা বিদায়ে
আমার গোয়ালে গোবরের খোজে
পথে তব হল দেখা নদী চলে একা
বাকে সাথে থাকে কেহেরমান
দস্যু সে তো এক প্রেমিক পাগল
নোবেল বিজীর বেশে এই মন পবনে
ঢেউয়ের তোড়ে বিলিন হবে আজ
পদ্মার ইলিশে
©somewhere in net ltd.
১| ২৪ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
মোঃ জুম্মা বলেছেন: ভালো