নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দ্য েস্লভ

দ্য েস্লভ › বিস্তারিত পোস্টঃ

রোজা

১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩৭





বঙ্গদেশে সিজন্যাল মুসলিম বেশী দেখা যায়। আমাদের ঈমান প্রবল হয় রমজানে। এটা ভাল। তবে সব মাসে হলে ভাল হত। মূলত রমজান হল বাকী ১১মাস সঠিকভাবে চলার ওয়ার্কশপ। যুবকদেরকে দাড়ি রাখতে দেখা যায়,যা ঈদের পূর্বদিন কাটা হবে। নামাজের ধারে কাছে না থেকেই রোজা পালন চলে,তবে শুক্রবার মিস নেই। যদিও এক ওয়াক্ত নামাজ এবং একটি রোজার মধ্যে পার্থক্য নেই। দুটোই ফরজে আইন। কিন্তু কেন যেন রোজাটাই কষ্ট করে রাখা হয়,আর নামাজ অবহেলিত।



রোজার পর রোজা আসে কিন্তু দেশ দূর্ণিতিতে শীর্ষেই থাকে। নতুন নতুন রেকর্ড তৈরী হয়। বেহায়াপনা,অশ্লীলতার রেকর্ড বাড়ে,নিমকহারামি,মিথ্যাচার,সুদ,ঘুষ,ব্যভিচার,ধর্ষন,হত্যা,চুরি,ডাকাতি কোনোটাই থামেনা। আবার সমতালে রোজাও চলমান। আহ ! কি চমৎকার বোঝাপড়া। যে রোজা পালন করে কিন্তু মিথ্যাচার ছাড়ে না তার উপোস থাকা দিয়ে আল্লাহর কিছু এসে যায় না,সেটা জানার পরও আমরা এই রীতি পরিত্যাগ করিনা। ফলে রোজা আমাদের জন্যে আলো হয়ে আসে না। প্রতারকরা বছরের পর বছর আমাদেরকে নিয়ম মেনে ধোকা দিয়ে যায়,একের পর এক।



এই রোজা যেন আমাদের প্রকৃত আত্মশুদ্ধী ঘটায়। এই কামনা করি !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.