![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক অনেক অনেক বছর আগে, তোমার হাতে আলতা ছিল।
তোমার চোখে স্বপ্ন ছিল, অষ্টহাসির কষ্ট ছিল।
অনেক অনেক অনেক বছর আগে...
যখন আমি আকাশ পাতাল ভেবে ভেবে মাতাল হতাম,
তখন তোমার কথা ভীষণ জ্যন্ত ছিল, তোমার গানে মন্ত্র ছিল,
সবাক গানে অবাক হতাম!
অনেক অনেক অনেক বছর আগে...
অনেকখানি আকাশ ছিল, মেঘও ছিল ভীষণ গাঢ়ো,
ঢেউয়ে তখন জীবন ছিল, বাতাস ছিল ভীষণ ঝড়ো!
আমার তখন অনেক অনেক অনেক গুলো গল্প ছিল।
মদের নেশা আমার ছিল তুঙ্গে তখন,
তোমার বারণ আমার ছিল সঙ্গে তবু-
তোমার ঠোঁটে অনেক অনেক বকা শোনার ইচ্ছে হতো।
তখন আমি মাতাল ভীষণ, ভীষণ মাতাল।
অনেক অনেক অনেক বছর আগের কথা......
১৪ ই মে, ২০১৭ রাত ১:৪৪
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ নাগরিক কবি।
২| ১৪ ই মে, ২০১৭ রাত ১:০১
ফকির জসীম উদ্দীন বলেছেন: সে তো অনেক বছর আগের কথা, দারুণ কথা।
১৪ ই মে, ২০১৭ রাত ১:৪৪
দা স্নাইপার বলেছেন: হ্যা, অনেক বছর আগের কথা। ধন্যবাদ আপনাকে।
৩| ১৪ ই মে, ২০১৭ রাত ১:১৩
কল্লোল পথিক বলেছেন: দারুণ!!!
১৪ ই মে, ২০১৭ রাত ১:৪৫
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ আপনাকে কল্লোল পথিক।
৪| ১৪ ই মে, ২০১৭ রাত ১:১৫
সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।
১৪ ই মে, ২০১৭ রাত ১:৪৫
দা স্নাইপার বলেছেন:
৫| ১৪ ই মে, ২০১৭ রাত ৩:৪৫
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: ভালো লাগলো কবিতা, মুগ্ধতা রইল +++++
পড়তে পড়তে আমিও অনেক বছর পিছন থেকে ঘুরে এলাম। ঘিয়ে দেখি অনেক গল্পরা স্তব্ধ শুয়ে আছে ঠাই! আমি আর হাত বুলিয়ে জাগাইনি, ঘুমিয়ে থাকুক সেখানেই, সেই গল্প গুলো বড্ড পাই আমি।
শুভকামনা জানবেন।
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩৫
দা স্নাইপার বলেছেন: আপনাকে কিছুক্ষণের জন্য পেছনের সময়ে নিতে পেরেছি জেনে ভাল লাগল। ভাল থাকবেন নয়ন।
৬| ১৪ ই মে, ২০১৭ সকাল ৮:২২
সত্যের ছায়া বলেছেন: বর্তমানে কি অবস্হা? পরবর্তী কবিতায় যেন বর্তমানের ছাঁপ থাকে।
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩৫
দা স্নাইপার বলেছেন: কবিতা লিখিই না বলতে গেলে। পরবর্তী কবিতার সম্ভাবনা কম।
ভাল থাকবেন আপনি।
৭| ১৪ ই মে, ২০১৭ সকাল ১১:২৩
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩৬
দা স্নাইপার বলেছেন: ধন্যবাদ।
৮| ১৪ ই মে, ২০১৭ বিকাল ৩:০২
আলোরিকা বলেছেন: কবিতাও তো দুর্দান্ত লিখেন !!
১৪ ই মে, ২০১৭ রাত ৯:৩৬
দা স্নাইপার বলেছেন: শুনে ভাল লাগল। ভাল থাকবেন আলোরিকা।
©somewhere in net ltd.
১|
১৪ ই মে, ২০১৭ রাত ১২:৫৮
নাগরিক কবি বলেছেন: সুন্দর