নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিজ্ঞানের উতকর্ষে আর প্রযুক্তির ছোয়ার আমরা নিত্য নতুন দিনে পরিচিত হচ্ছি বিভিন্ন নতুন নতুন প্রযুক্তির সাথে। আর এই সকল নতুন নতুন প্রযুক্তি নিয়ে আমাদের সামনে উপস্থিত হয় বিভিন্ন প্রযুক্তি নির্মাতা কোম্পানি। এরকম একটি কোম্পানির নাম "এপেল" (Apple)। iPhone, iPad, Mac সহ বিভিন্ন ধরনের নতুন নতুন প্রযুক্তির সাথে আমাদের পরিচয় করিয়ে দিয়েছে এই কম্পানিটি। বিশ্ব সেরা এই কোম্পানিটির সব প্রযুক্তি কি জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে? এ যেন এক বিশাল প্রশ্ন কিন্তু উত্তর খুব ছোট আর তা হল "না"। বিভিন্ন সময়ে এই কম্পানিটি অনেক নতুন নতুন প্রযুক্তি আবিস্কার করলেও বানিজ্যিক ভাবে লাভবান হতে পারবে না এই চিন্তা করে তাদের আবিস্কৃত অনেক প্রযুক্তিই তারা বাজারে ছাড়ার সাহস দেখায় নাই। চলুন আজ আপনাদের বিশ্ব সেরা প্রযুক্তি নির্মাতা এপেল কোম্পানির এমন সাতটি প্রোডাক্টের সাথে পরিচয় করিয়ে দিব যে গুলি আবিস্কার হয়েছে ঠিকই কিন্তু তা বাজারে ছাড়া হয় নাই।
০৭) The Macintosh Surface:
এই মডেলের প্রথম নাম করন করা হয় "The Macintosh Bashful", "Bashful" এর পরবর্তিতে পরে ব্যাবহার করা হয় "Surface"। যা এপেল কোম্পানি কর্তৃক বাজারজাত এবং জনপ্রিয় "Newton" এর পূর্বরূপ। Newton এর সাথে এর মূল পার্থক একটাই আর তা হল এই Bashful এ ব্যাবহৃত হয়েছে কিবোর্ড আর Newton এ ব্যাবহৃত হয়েছে স্পর্শ সংবেদনশীল ডিসপ্লে।
Apple Newton
০৬) A Dual Screen Workstation:
A Dual Screen Workstation মুলত তৈরি করা হয় Bashful এর পরবর্তি প্রজন্ম হিসেবে। এতে ব্যাবহার করা হয় দু'টি ডিসপ্লে। কিন্তু এটিও বাজারজাত করা হয়নি। এটি তৈরি করা হয় ৮০ এর দশকে, "Hartmut Esslinger" এর উদ্দ্যোগে। এই Hartmut Esslinger কিন্তু বেশ না করা প্রযুক্তি ডিজাইনার, তিনি বিশ্বসেরা প্রযুক্তি ডিজাইন করা কোম্পানি "Frogdesign" এর প্রতিষ্ঠাতা।
০৫) An Octagon iPhone:
বর্তমান সময়ের iPhone গুলিতো দেখেছেন, চারকোন আকৃতিত হয় iPhone। কিন্তু যখন ইউরোপ সহ আমেরিকার বেশির ভাগ বাজার Samsung এর দখলে চলে যাচ্ছিল, তখন iPhone নির্মাতারা আট কোনা বিশিষ্ট এই ফোন ডিজাইন করেন। কিন্তু এপেল কম্পানি সিদ্ধান্ত নেয় তারা চারকোন বিশিষ্ট iPhone এ স্থির থাকবেন। ফলে এই আট কোন বিশিষ্ট iPhone কোন দিন বাজারজাত করা হয়নি।
০৪) The MacPhone:
"The Apple Snow White 1 Tablet Mac" এবং "The Apple Snow White 3 MacPhone" তৈরি করা হয় যথাক্রমে ১৯৮২ সালে এবং ১৯৮৪ সালে। এপেলের এই দু'টি প্রোডাক্ট মূলত বর্তমান সময়ের "iPhone" এবং "iPad" এর অগ্রদূত। এটি যে সময় তৈরি করা হয় সে সময় এপেল কোম্পানি সিদ্ধান্ত নেয় যে তারা এখন মূলত "Macintosh" কম্পিউটারের প্রতি বেশি নজর দিবে, আর কয়েক বছর পরে তারা এই উদ্ভট দেখতে McPhone এ ফিরে আসবে। কেননা সে সময় এই উদ্ভট গঠনের ফোন বাজারে চালানো বেশ কঠিন হবে বলে তাদের ধারনা ছিল। তারা যদি জানত প্রযুক্তি ক্ষুদার্থ মানুষ iPhone আর iPad কেমন ভাবে খেয়েছে তাহলে হয়ত এই ফোন তারা বাজারে ছাড়ার সিদ্ধান্ত অনেক আগেই নিত। কিন্তু এই McPhone কোন দিন বাজারজাত করা হয়নি।
০৩) An Angular iPhone 4:
এই iPhone টিও তৈরি করা হয় Octagon iPhone এর সাথে। অনেকেই ভেবেছিল একে iPhone4 হিসেবে বাজার জাত করবে এপেল। কিন্তু উদ্ভট দর্শনের এই iPhone বাজারজাত করা থেকে বিরত থাকে এপেল কম্পানি।
০২) A Wrist Computer:
বর্তমান সময়ে কেউ যদি আপনাকে বলে যে আপনার হাতে যে ঘড়িটি থাকবে তা ছোট একটি কম্পিউটার হবে, তাহলে আপনি কিন্তু তা বিশ্বাস করবেন অনায়াসে। কিন্তু সালটা যদি হয় ১৯৯১ সাল? তখন কিন্তু আপনি কোন দিনও বিশ্বাস করবেন না। কেননা সবে মাত্র কম্পিউটার রুম জুড়ে অবস্থান না করে শুধু মাত্র টেবিল জুড়ে জায়গা দখল করা শুরু করেছে মাত্র। আর তা এক লাফে আপনার হাতের ঘড়ির জায়গা দখল করে নিবে, এ আপনাকে কেউ কোন দিন বিশ্বাস করাতে পারবে না। কিন্তু এই ১৯৯১ সালে, জাপানের ম্যাগাজিন "Axis" এ তৎকালীন সময়ে এপেলের CEO "John Sculley" এপেলের তৈরি "TimeBand" নামে একটি কম্পিউটার যা কিনা হাতের ঘড়ির সমান আকৃতির ছবি প্রকাশ করান এপেলের ভবিষ্যত কম্পিউটারের রূপ হিসেবে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই কম্পিউটার এপেল তৈরি করেছে, এমন কি উপরের ছবিটি একজন কর্মচারীর হাতে পরা অবস্থায় তোলা ছবি। কিন্তু কোন এক অজ্ঞাত কারনে এপেল এই কম্পিউটার কোন দিন বাজারজাত করেনি। হয়ত প্রযুক্তির উতকর্ষ এপেলকে অনুমতি দেয়নি বাজারজাত করার। আসল কারন কারো জানা নেই।
০১) A Crazy Vertical Monitor:
এই কম্পিউটারের নাম দেওয়া হয় "Concept 2"। এই কম্পিউটারেরও ডিজাইনার Hartmut Esslinger। ঐ যে যিনি এপেলের Dual Screen Workstation এর ডিজাইন করেছিলেন। তিনি বলেছিলেন এই তার ডিজাইন করা এই কম্পিউটার বিশ্বের কাছে আমেরিকাকে তুলে ধরবে। তিনি এই ডিজান করার অনুপ্রেরনা পান মূলত "CocaCola" এর কাঁচের বোতল থেকে। আর এই কারনেই হোক অন্য যে কোন কারনেই হোক এই Concept 2 কম্পিউটারের মনিটর আড়ের তুলনায় লম্বায় অনেক বেশি বলতে পারেন এটি এই প্রজাতির মনিটরের মধ্যে প্রথম। যদিও এরকম মনিটর কোন কম্পিউটারেই ব্যাবহার করা হয়নি। আর এপেলও এটিকে কোন দিন বাজারজাত করেনি।
এবার চলুন দেখে নেই এপেলের তৈরি উদ্ভট আকৃতির বা প্রকৃতির এই সকল প্রোডাক্ট নিয়ে বানানো ভিডিও প্রতিবেদন,
ডাউনলোড লিঙ্কঃ Click This Link
লেখাটি প্রথম লিখেছিলামঃ শুক্রবার, ২০ জুন, ২০১৪
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩২
নহে মিথ্যা বলেছেন: জানাতে পেরেছি জেনে ভাল লাগছে
২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪২
নহে মিথ্যা বলেছেন: ভবিষ্যতে আর সামুতে আমাকে পাবেন না... এটা নিরপেক্ষ প্লাটফর্ম না ব্লগিং এর জন্য... ভাল থাকবেন... বিদায়...
তবে আমার লেখা আসতে থাকবে... তবে সেটা অন্যখানে... কোথায় তা লেখার মধ্যেই দেওয়া আছে...
২| ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:৪৫
প্রবাসী পাঠক বলেছেন: দারুন। ধন্যবাদ শেয়ার করার জন্য।
১৬ ই জুলাই, ২০১৪ রাত ১২:৩৩
নহে মিথ্যা বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪২
নহে মিথ্যা বলেছেন: ভবিষ্যতে আর সামুতে আমাকে পাবেন না... এটা নিরপেক্ষ প্লাটফর্ম না ব্লগিং এর জন্য... ভাল থাকবেন... বিদায়...
তবে আমার লেখা আসতে থাকবে... তবে সেটা অন্যখানে... কোথায় তা লেখার মধ্যেই দেওয়া আছে...
৩| ১৭ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৬
হাসান মাহবুব বলেছেন: +++
১৮ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৬:০৬
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৪১
নহে মিথ্যা বলেছেন: ভবিষ্যতে আর সামুতে আমাকে পাবেন না... এটা নিরপেক্ষ প্লাটফর্ম না ব্লগিং এর জন্য... ভাল থাকবেন... বিদায়...
তবে আমার লেখা আসতে থাকবে... তবে সেটা অন্যখানে... কোথায় তা লেখার মধ্যেই দেওয়া আছে...
৪| ১৮ ই জুলাই, ২০১৪ রাত ১১:৪০
নীল জোসনা বলেছেন: আপনি বরাবরই দারুন জিনিস পোষ্ট করেন । ধন্যবাদ আপনাকে ।
১৯ শে জুলাই, ২০১৪ বিকাল ৫:১৪
নহে মিথ্যা বলেছেন: ধন্যবাদ
২১ শে জুলাই, ২০১৪ দুপুর ১:৩৯
নহে মিথ্যা বলেছেন: ভবিষ্যতে আর সামুতে আমাকে পাবেন না... এটা নিরপেক্ষ প্লাটফর্ম না ব্লগিং এর জন্য... ভাল থাকবেন... বিদায়...
তবে আমার লেখা আসতে থাকবে... তবে সেটা অন্যখানে... কোথায় তা লেখার মধ্যেই দেওয়া আছে...
৫| ২১ শে জুলাই, ২০১৪ দুপুর ২:১১
মদন বলেছেন: ++++++++
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫
ঢাকাবাসী বলেছেন: খুব ভাল লাগল, অজানা জিনিস জানলুম।