![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাত।
মধ্যরাতের পরের সময়টা খুব বেশি অদ্ভুত। রাতজাগা মানুষগুলোর জন্য। বিষণ্ণতায় ভোগা মানুষগুলোর জন্য। যেচে পড়ে মন খারাপ করা দলের মানুষগুলোর জন্য।
মানুষ স্বাভাবিক ভাবে একাকীত্ব মেনে নিতে পারেনা। চায় না। কিন্তু রাতের বেলা যেন পৃথিবীর সবচাইতে মিশুক মানুষটাও যেন একা হয়ে পড়ে। চমকে দিয়ে হঠাত বেজে ওঠা নাইট গার্ডের বাঁশির তীব্র শব্দই একমাত্র সঙ্গী। অথবা মধ্যরাতে স্যান্ডেলের খস খস শব্দ তুলে মোড়ের দোকান কিনে আনা বেনসনের গুমোট ধোঁয়া। একেকটা টানে নিঃসঙ্গতাকে পুড়িয়ে ছাই করে ফেলার ইচ্ছেটা প্রকট হয়ে উঠে নিজের অজান্তেই। অনিদ্রাকে সঙ্গী করে নেয়া মানুষ গুলো যেন নিষ্ঠুর আনন্দ পায় চোখের নিচে কালি ফেলে। জগতটাকে চোখের নিচে পড়া কালির অদৃশ্য দাগে লিখে দেখাতে চায়- ‘দেখো! দিনশেষে আমি কত একা’
ফেলে আসা স্মৃতির ডায়রির পাতা উল্টানোরও সময় হয় রাত গভীর হওয়ার সাথে সাথে। ঘুম ঘুম ভাব হওয়া ঘুম না আসা চোখে নতুন পাতায় লেখার চাইতে যেন পুরনো গল্প গুলোই পড়তে বেশি ভালো লাগে। নিষ্ঠুর কোন অতীত, ছাই চাপা পড়ে যাওয়া কষ্ট কিংবা ধুলো পড়া কোন মন ভালো হয়ে যাওয়ার গল্প।
নিজের সাথে যুদ্ধ করে টিকে থাকার এক লড়াইয়ে অবতীর্ণ হতে হয় নিজের অজান্তেই। সারাদিন সমাজের সামনে শক্ত ব্যক্তিত্বের অধিকারী মানুষটিও যেন ভেঙে পড়ে একলা, অন্ধকার ঘরে। কিন্তু, কিন্তু তাকে ভোর হওয়ার আগেই নেমে পড়তে হয় নিজেকে নতুন করে তৈরি করে নেয়ার কাজে। আরো একটা দিন নিজেকে শক্ত দেখানোর অভিনয়ে। কিন্তু সেই অভিনয়ের পুরস্কার দেয়ার জন্য কোন কমিটি নেই, নেই কোন সোনালি স্ট্যাচু কিংবা জনসভার হাততালি।
দিনভর হেভিমেটালে মাথা ঝাঁকানো ছেলেটাও যেন রাতের বেলা আশ্রয় খুঁজে নেয় ডেনভারের মৃদু সুরে গাওয়া গানে- ‘কান্ট্রি রোড, টেক মি হোম। টু দ্যা প্লেস আই বিলং…ওহ কান্ট্রি রোড’। ঘরে থেকেও ঘরে ফেরার ইচ্ছে কেবল এই অদ্ভুত সময়ের অদ্ভুত ছেলে-মেয়েগুলোরই হয়।
প্রিয়জন থাকার ভাগ্য খুব কম থাকে নিশাচর মানুষের। রাতের বেলা হয়তো, হয়তো তাকে ফোন দিয়ে মৃদু সুরে বলতে ইচ্ছে করে- ‘আমার মন ভালো নেই’। আর কিছু না।
যা কিছু বলার দায়িত্ব এখন ফোনের ওপাশের মানুষটার।
রাত। বড় অদ্ভুত সময়!
১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: ঠিক বলেছেন। নিশাচর মানুষগুলোই একে অন্যের সঙ্গী হতে জানে।
আপনাকেও শুভেচ্ছা। প্রিয়তে যোগ করার জন্য ধন্যবাদ জানবেন।
২| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৪১
রঙ্গীন ঘুড়ি বলেছেন: ভালো লাগলো। প্রতিটা নিশাচর রাত যেন নতুন কোন মন ভাঙা গল্প লিখে চলে। অনন্তকালের সে রাত,গভীর অন্ধকার সে রাত।
১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৪৭
মোটা ফ্রেমের চশমা বলেছেন: মন ভাঙ্গার সময়ই এই রাত। মন গড়ে খুব কম মানুষেরই।
ভালো থাকবেন।
৩| ১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৫
রিপি বলেছেন: ফেলে আসা স্মৃতির ডায়রির পাতা উল্টানোরও সময় হয় রাত গভীর হওয়ার সাথে সাথে। ঘুম ঘুম ভাব হওয়া ঘুম না আসা চোখে নতুন পাতায় লেখার চাইতে যেন পুরনো গল্প গুলোই পড়তে বেশি ভালো লাগে। নিষ্ঠুর কোন অতীত, ছাই চাপা পড়ে যাওয়া কষ্ট কিংবা ধুলো পড়া কোন মন ভালো হয়ে যাওয়ার গল্প ।
ভালো লাগলো
১২ ই মার্চ, ২০১৬ রাত ৩:০০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: আমার আরো ভালো লাগলো আপনার কমেন্ট দেখে
শুভ রাত্রি।
৪| ১২ ই মার্চ, ২০১৬ ভোর ৪:৩৫
শাহরিয়ার কবীর বলেছেন: রাত গুলো স্বার্থপর। ভাল লাগলো ধন্যবাদ
১২ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১০
মোটা ফ্রেমের চশমা বলেছেন: রাতটা বড় নিষ্ঠুরও।
মন্তব্যের জন্য ধন্যবাদ শাহরিয়ার কবীর। আমার প্রিয় একজন লেখকের নামে নাম আপনার
৫| ১২ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৩৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সারাদিন সমাজের সামনে শক্ত ব্যক্তিত্বের অধিকারী মানুষটিও যেন ভেঙে পড়ে একলা, অন্ধকার ঘরে। কিন্তু, কিন্তু তাকে ভোর হওয়ার আগেই নেমে পড়তে হয় নিজেকে নতুন করে তৈরি করে নেয়ার কাজে''------------ দারুন বলেছেন --- অসাধারণ লেখা
১২ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: প্রশংসামূলক কমেন্ট সবসময়ই লেখার উৎসাহ জোগায়। অনেক অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৬ রাত ২:৩৪
কালনী নদী বলেছেন: ঠিক এই সময়টায় আমরা একজন আরেকজনকে বোজতে পারি, সমঝোতার হাত প্রসারিত হয়। সবার অণুভুতিগুলো যেন একই সুতোয় গাথা!
মধ্যরাতের শুভেচ্ছা রইলো।