নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরামত চলছিলো !! চলছে !! চলবে !!

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !!

তেরো

জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন

তেরো › বিস্তারিত পোস্টঃ

কামরাংগা গাছ ...

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৩:২৭

জামান সাহেবের শরীর খারাপ কিছুদিন। সারাদিন খুক খুক করে কাশছেন আর চুপচাপ কি জানি ভাবছেন। উনাকে জিজ্ঞেস করেও তার মেয়েরা কিছু বের করতে পারছে না। মাঝে মাঝে মাথা নাড়ছেন। দেখে মনেও হচ্ছে যে রাতে আজকাল উনার ঘুম হচ্ছে না।



যেহেতু আমি গল্পটা লেখছি তাই আমি আসল ঘটনাটা জানি। ব্যাপার হলো, আজকাল জামান সাহেব উলটা পুল্টা স্বপ্ন দেখছে। স্বপ্নটাও বেশ নিরীহ। তা হলো বাড়ির সামনের কামরাংগা গাছের পাতাগুলো বাতাসে শো শো করে উড়ছে। গাছের ডালে ডালে টিয়া পাখি বসে আছে, কেউ কেউ পাকা পাকা কামরাংগা গুলো কামড়ে কামড়ে নীচে ফেলে দিচ্ছে। জামান সাহেব নীচে দাঁড়িয়ে হই হই করছে।



নিতান্তই নিরীহ স্বপ্ন কিন্তু স্বপ্নটি উনি দেখা শুরু করেছেন সেদিনের পর থেকে। সেদিন হলো যেদিন কামরাংগা গাছটি কাঁটা পড়লো। বাসার সামনে দোকানপাট হবে, রাস্তার পাশে বাড়ি তাদের, সেখানে যদি একটা ভালো দোকান বসে তাহলে অনেক লাভ। কিন্তু বাধ সাধছিলো এই গাছটা। অবশেষে অনেক চিন্তা ভাবনা করে এত বছর পুরোনো গাছটা কাঁটতেই হলো। জামান সাহেব মুখ শক্ত করে পুরোটা সময় দাঁড়িয়ে ছিলেন। পাশে দাঁড়িয়ে উনার বড় মেয়ে ভেউ ভেউ করে কাঁদছিলো। বড় মেয়েটার ছোটবেলার অনেক স্মৃতি গাছ ঘিরে। এই গাছে দোলনা বানিয়ে পুরো বাচ্চাকাল পার করে দিয়েছে এই মেয়ে। কান্নাকাটি করাই স্বাভাবিক। জামান সাহেব বিরক্ত হয়ে শুধু বলছিলেন, "চুপ একদম চুপ!!"



কিন্তু সেদিনের পর থেকেই যখনই ঘুমোতে যাচ্ছেন তখনই এই স্বপ্ন দেখছেন উনি। কাওকে বলতেও পারছেন না। খুবই অস্বস্তিতে আছেন।

পরেরদিন থেকেই দোকান উঠানোর কাজ শুরু হবে। ইট সিমেন্ট আগেই এনে রাখা হয়েছে। রাতে জামান সাহেব বিরস মুখে বারান্দাতে পায়চারী করছেন। হঠাত করে কি জানি মনে করে সামনে তাঁকালেন। তাঁকিয়ে উনি পুরো স্থির। স্পষ্ট দেখতে পারছেন যে কামরাঙ্গা গাছটি আগের জায়গায় দাঁড়িয়ে আছে। রাতের হু হু বাতাসে পাতাগুলো শো শো করে উড়ছে। উনি বার বার চোখ কচলে তাঁকাচ্ছেন। নাহ ভুল তো দেখছেন না। ঘটনা কি??? ধপ করে বারান্দার চেয়ারে বসে পড়লেন। কপালের ঘাম মুছতে লাগলেন। আবার তাঁকালেন, নাহ এখনো গাছটা আছে। চিন্তিত মুখে আবার নিজের ঘরে ঢুকে গেলেন।



সেদিন সকালে উনার বড় মেয়ে দেখে যে, জামান সাহেব দাঁড়িয়ে আছেন। পাশে অনেক গুলো কামরাংগা গাছের চারা। যারা দোকান তোলার কাছে এসেছিলো তারা চারা গুলো লাগাচ্ছে।

মেয়ে এসে জিজ্ঞেস করলো, "বাবা বাবা !! কি হইছে?!!" "দোকানের কি হবে?"

জামান সাহেব শুধু গম্ভীর মুখে বলতে লাগলেন, "চুপ একদম চুপ!!"



উৎসর্গঃ আমাদের কামরাংগা গাছ। এই গাছটাও নাগরিক জীবনের চাপে একদিন কাঁটা পড়েছিলো। এত এত টিয়া পাখিগুলো এখন কোথায় থাকবে, কি করবে, কি খাবে তা কিন্তু আমরা ভাবতে গিয়েও ভাবিনি। তবে আমরা এর বদলে অন্য কামরাঙ্গা গাছ অন্য জায়গায় লাগিয়েছিলাম।

মন্তব্য ৩৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৩

মাক্স বলেছেন: আমাদেরও একটা কামরাঙ্গা গাছ ছিল। তবে টিয়া পাখি আসত না!

০২ রা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫১

তেরো বলেছেন: আমাদের গাছ ভরা টিয়া পাখি ছিলো। অনেক কামরাংগা নষ্ট করতো।

২| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৮:১০

অপূর্ণ রায়হান বলেছেন: গল্পটা ভালো লাগলো +++++++

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৩

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

৩| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৭

আল - বিরুনী প্রমিথ বলেছেন: প্রিয়তে নিয়ে নিলাম ।

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪৯

তেরো বলেছেন: আবার থেঙ্কু ... :D

৪| ০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫০

কালোপরী বলেছেন: আমাদের একটা কদম গাছ ছিল :( :(

০২ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫২

তেরো বলেছেন:
আবার সুযোগ পেলে কদম গাছ আরেকটা লাগিয়ে ফেলুন। :)

৫| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ৭:০৮

উঠতি বুদ্ধিজীবী বলেছেন: আমাদেরও একটা কামরাঙ্গা গাছ ছিল। তবে টিয়া পাখি কম আসত! :(
সম্ভবত অই কামরাঙ্গা গুলা টেস্টি ছিল না। :P

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

তেরো বলেছেন: হেহেহে...... :P

৬| ০৩ রা জুলাই, ২০১৩ সকাল ১১:০৩

বটের ফল বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++

০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ১২:৫৮

তেরো বলেছেন: থেঙ্কু!! :)

৭| ০৩ রা জুলাই, ২০১৩ দুপুর ২:২৪

~মাইনাচ~ বলেছেন: পোস্ট পড়ে ভাল লাগলো

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৬

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

৮| ০৩ রা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কামরাঙ্গা তো ছিল না......


তবে আম,জাম,কাঠাল ছিল

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৭

তেরো বলেছেন: :) :)

৯| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৮:২৩

মৃত্যুঞ্জয় বলেছেন: গল্পটা খুব সুন্দর হইছে। তার চাইতেও বড় ব্যাপার হচ্ছে গল্পটি পড়তে গিয়ে হুমায়ূন আহমেদ স্যারের কথা মনে পরে গেল। আপনার লেখনীর ধরন অনেকটাই ওইরকম।

ধন্যবাদ :)

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:২৮

তেরো বলেছেন: আমি আসলে ওভাবে হয়তো লেখি না। আপনার কেনো মনে হইলো আমি জানি না।

ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন। :)

১০| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৩৬

চানাচুর বলেছেন: আমাদের অনেকগুলো কামরাংগা গাছ আছে, কিন্তু টিঁয়া পাখি আসে না কেনো :| আমার ছোটবেলায় একটা টিঁয়া পাখি পোষার খুব শখ ছিল। কিন্তু আমাকে কেউ একটা টিঁয়া এনে দেয়নি :(

০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৪০

তেরো বলেছেন: আহারে......আমি অবশ্য কাছ থেকে টিয়াপাখি দেখতে পারতাম না। ঐ দূর দূর থেকে দেখতাম নীচ থেকে। নয়তো উড়ে যাইতো যে দেখতাম।


তুমি আছিলা কই এতদিন?? আমি খুঁজছিলাম কিন্তু... :(( :> :>

১১| ০৩ রা জুলাই, ২০১৩ রাত ৯:৫৪

চানাচুর বলেছেন: হুমমম আমিও তোমাকে কত খুঁজি :#>

কেমন আছো????? :(( :(( :((

০৩ রা জুলাই, ২০১৩ রাত ১০:১৬

তেরো বলেছেন: এই তো আছি আর কি ভালোই। কেমনে কেমনে সময় চলে যায়। দিন দিন বুড়া হয়ে যাইতেছি। :|

তুমি আছো কেমন?

১২| ০৪ ঠা জুলাই, ২০১৩ রাত ১:১১

আমিনুর রহমান বলেছেন:


ভালো লাগলো +++

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

তেরো বলেছেন: ধন্যবাদ। :)

১৩| ০৪ ঠা জুলাই, ২০১৩ দুপুর ১:২৬

চানাচুর বলেছেন: আমি ভালো নাই। আমি ইদানীং খুব কষ্টে আছি। আমার বোন আমাকে খাওয়ার সময় প্রায়ই খোটা দিয়ে বলে আমি মোটু হচ্ছি। আমার হলের-ও কিছু ফ্রেন্ড আমাকে মোটু হচ্ছি বলছে। আবার এদিকে ডিপার্টমেন্টের কয়টা ফ্রেন্ড বলছে... এসব কথায় কান না দিতে।
মিষ্টি না খেলে আমার মাথায় গিট্টু পাকিয়ে যায়। কিন্তু কয়েকদিন ধরে এইসব শুনে আমি এখন শান্তি মতো মিষ্টি খেতে পারছি না। :(

০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:০০

তেরো বলেছেন: আহারে......এসব আসলেই কানে দিতে নাই। মাথার শান্তি বড় কথা। মিষ্টি টিষ্টি খাও। কি আছে জীবনে। :D

১৪| ০৬ ই জুলাই, ২০১৩ দুপুর ১:০০

রহস্যময়ী কন্যা বলেছেন: তেরো আপিকে আমি এতোদিন শুধু ফেবুতেই চিনতাম।আজকেই আপনার ব্লগ খুজে পেলাম। খুব সুন্দর গল্পটা।ভালো লাগলো অনেক :) উৎসর্গটাও চরম :)
শুভকামনা রইলো অনেক আপি :) :)

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:১৬

তেরো বলেছেন: তেরো কিন্তু প্রথমে ব্লগেই এসেছিলো। পরে তেরো হিসেবে ফেবুতে যাই আমি। :)

ধন্যবাদ অনেক।

ভালো থাকবেন। :)

১৫| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

আরিফ রুবেল বলেছেন: কামরাঙ্গা গাছ না হয় দোকানের জন্য কাটা গেল এবং তার বদলে আরো অনেকগুলো কামরাঙ্গা গাছও রোপন করা হল। কিন্তু সুন্দরবন ধ্বংস হলে কি হবে বলতে পারেন ? সুন্দরবন কিভাবে ফেরত পাবো ?

গল্পটা শুরুটা চমৎকার ছিল, গল্পটায় হয়ত আরো রক্ত মাংস লাগতে পারত কিন্তু কেন যেন হঠাৎ করেই শেষ হয়ে গেল :(

১৩ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫০

তেরো বলেছেন: ঘটনা হলো এটা আসলে হঠাত লেখা একটি ফেসবুক স্ট্যাটাস। আচানক জিনিস বইলা এই অবস্থা। পরে মনে হইছিলো যে ব্লগে রাইখা দেই এই আর কি। :)

১৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১১

কথক পলাশ বলেছেন: ব্লগটি 'তেরো' হাজার ৯৮ বার দেখা হয়েছে।

:)

আমার জারুল গাছের কমেন্টটা ফেবুতেই করেছিলাম। নতুন করে লিখলাম না।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৩

তেরো বলেছেন: চারদিকে শুধু তেরো আর তেরো। খেয়াল করি নাই আগে। :P :D

১৭| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ১০:১২

কথক পলাশ বলেছেন: সর্বশেষ কমেন্টের জবাব দিয়েছেনঃ ১৩ ই জুলাই, ২০১৩।

১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৪

তেরো বলেছেন: কমেন্ট টা দেখছিলাম কালকেই। একদিন পর রিপ্লাই দিলাম। ভাবলাম যে থাক সর্বশেষ কমেন্ট টা আরেকটা দিন তেরো ই থাকুক। হেহেহে :P

১৮| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: :) :)

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

তেরো বলেছেন: :)

১৯| ১৮ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৭

রাহুল বলেছেন: আমার বারান্দা লাগোয়ায় একটা কামরাং্গা গাছ আছে, টিয়ার দেখা কম পাই।

২১ শে আগস্ট, ২০১৩ বিকাল ৪:০২

তেরো বলেছেন: আমাদের টিয়া অনেক আসতো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.