![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন
একদিন বিকেলে বাড়ির সামনে ছোট খোলা জায়গাটিতে বাচ্চা মেয়েটা খুব বুদবুদ বানানোর খেলায় মেতেছিলো। গরমকাল শুরু হয়ে গেলো এসব নানান খেলাধুলাতে ব্যস্ত সবাই। কিন্তু সেদিন যেনো মেয়েটার বুদবুদ গুলো হচ্ছিলোই না। নাকি সাবান শ্যাম্পু ভালো করে মেশাতে পারে নি কে জানে। সাইকেল চালাতে গিয়ে গতদিন পা টা না ছড়ে গেলে তো আজ আর বাসার সামনে এই খেলা খেলতে হতো না তার। দিব্যি এলাকা দাপিয়ে বেড়াতে পারতো সে। তবে মা এর তীব্র নিষেধাজ্ঞা পার হয়ে যাবার সাহস এখনো তার হয়নি। বুদবুদ গুলো বার বার ফেটে চারদিকে ছড়িয়ে যাচ্ছিলো। অবশেষে কি করে জানি একটা বুদবুদ বেশ ফুলে ফেঁপে বড় হয়ে ভাসতে লাগলো। ভাসতে ভাসতে বুদবুদটি অনেক উপরে উঠে গেলো। বুদবুদটি ও চোখ মেলে তাঁকালো চারদিকে। পৃথিবীটা বড় সুন্দর। সূর্যের হালকা আলোতে তার গা জুড়ে রঙ্গধনু খেলা করতে লাগলো যেনো। মেয়েটি নীচ থেকে হাততালি দিতে লাগলো বার বার। পাশের পাঁচিলে মেনি বেড়ালটা তার সামনের পা বাড়িয়ে যেনো বুদবুদটি ধরতে গেলো কিন্তু কি করে যেনো একটু হালকা বাতাসে সে আরো উপরে উড়ে গেলো। বিড়ালটার উপর রেগে মেয়েটি একটু সাবান পানি ছুড়ে মারলো তার দিকে, একটা বিশ্রী ম্যাও আওয়াজ করে পালালো বেড়ালটা। বুদবুদটা পেছন ফিরে তাঁকিয়ে দেখলো তার মতো দেখতে আরো কয়জন ছুটে আসছে। কয় সেকেন্ডের বড় বুদবুদটা সবাইকে যেনো একটু উপদেশ দিতে চাইলো। একটু হলেও তো বেশ দেখেছে সে পৃথিবী সম্পর্কে। পৃথিবীর বাতাস নিয়ে তো ছোট একটা লেকচার ও দিয়ে দিতে পারবে! বা বলতে পারবে পাশের পাঁচিলের বেড়ালটা থেকে সাবধানে থেকো ভাই। এবার সে আবার সামনে মনোযোগ দিলো। নীচের মেয়েটিকে বেশ ছোট মনে হচ্ছে, রাস্তার ওপাড়ের গাছ পেড়িয়ে দূরের রূপালী নদী দেখা যাচ্ছে। আকাশ জূড়ে সাদা সাদা মেঘ আর সে যেনো উড়ে বেড়ানো ক্ষুদ্র রঙ্গধনু। হঠাত বুঝতে পারলো আর বেশি সময় নেই তার। বহুকাল যেনো সে উড়ে চলেছে এই পৃথিবীতে। ফুস করে যেনো মিলিয়ে গেলো সে চারদিকে আর ভাবতে লাগলো জীবনটা বড় সুন্দর ছিলো বৈকি!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯
তেরো বলেছেন: ধন্যবাদ ভালো থাকবেন!
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩৮
দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: কিছুটা স্মৃতি কথন, তবে ভালই লাগলো!
ছোট থাকতে আমিও বুদবুদ খেলতে ভালবাসতাম। মুখ দিয়েও আমি বুদবুদ বের করতে পারি!
ভাল থাকবেন!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
তেরো বলেছেন: হাহাহাহা বুদবুদ জিনিসটা বেশ লাগে!
৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫৫
মোঃ হাবিবুর রহমান (হাবীব) বলেছেন: ধন্যবাদ । ভালো লাগলো ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০
তেরো বলেছেন: ধন্যবাদ আপনাকেও। ভালো থাকবেন!
৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৭
হাসান মাহবুব বলেছেন: খুব ভালো লাগলো লেখাটা।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
তেরো বলেছেন: অনেক ধন্যবাদ!!
৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৩
সুমন কর বলেছেন: লেখাটি ভালো হয়েছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
তেরো বলেছেন: ধন্যবাদ!
৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২০
তার আর পর নেই… বলেছেন: বাহ্!
অশোক পাতায় শুয়ে মুমূর্ষু শিশির বলে,
কোন সুখ ফুরায়নি যার তার কেন জীবন ফুরায়?
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৮
তেরো বলেছেন:
৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৯
কল্লোল পথিক বলেছেন: ধন্যবাদ । ভালো লেগেছছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
তেরো বলেছেন: আপনাকেও ধন্যবাদ! ভালো থাকবেন।
৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১
পুলহ বলেছেন: প্লটটা খুব চমৎকার। শুভকামনা রইলো আপনার জন্য
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৯
তেরো বলেছেন: হেহে থেঙ্কস!
৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০
ইমরাজ কবির মুন বলেছেন:
sundor khub
weLcome back
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
তেরো বলেছেন: থেঙ্কু! আসলে আমি কিন্তু আসা যাওয়ার উপ্রেই থাকি। নতুন কিছু হলেই অন্তত পোস্ট করে রেখে যাই!
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫২
গেম চেঞ্জার বলেছেন: ভাল লাগার মতো একটা পাঞ্চলাইন শেষদিকে.... (+)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২০
তেরো বলেছেন: ভালো লেগেছে শুনে ভাল্লাগলো! ধন্যবাদ!
১১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫
ফেরদৌসা রুহী বলেছেন: ভালো লেগেছে লেখাটা।
আমি এখনো বুদবুদ খেলি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২১
তেরো বলেছেন: ধন্যবাদ! আমিও পছন্দ করি খেলতে!
১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: সুন্দর লিখেছেন। সবকিছুতেই আসলে ভালো লাগা পাওয়া যায় শুধু খুঁজতে হয়। গভীরভাবে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২২
তেরো বলেছেন: হ্যা তা ঠিক বলেছেন। ভালো থাকবেন।
১৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩
উল্টা দূরবীন বলেছেন: বেশ ভালো লেগেছে।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৫
তেরো বলেছেন: ধন্যবাদ!
১৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০১
অগ্নি সারথি বলেছেন: ফুস করে যেনো মিলিয়ে গেলো সে চারদিকে আর ভাবতে লাগলো জীবনটা বড় সুন্দর ছিলো বৈকি! - আমাদের এই স্বল্প সময়ের জীবনটাও বেশ সুন্দর। শুধু এই সৌন্দর্য্য উপভোগ করতে জানতে হয়।
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৬
তেরো বলেছেন: হুম সেই আর কি। ধন্যবাদ পড়ার জন্য। ভালো থাকবেন।
১৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১৭
আলোরিকা বলেছেন: আমরাও সবাই এরকমই একেকটি বুদবুদ ! অসাধারণ উপলব্ধি +++++
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯
তেরো বলেছেন: হুম্মম্মম্ম...পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৪
প্রোফেসর শঙ্কু বলেছেন: চমৎকার।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫
তেরো বলেছেন: ধন্যবাদ!
১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১০
সায়েম মুন বলেছেন: বুদবুদ সৃষ্টি এবং কথন বেশ লাগলো। আশা রাখি ভাল আছেন। ভাল থাকবেন।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৭
তেরো বলেছেন: ধন্যবাদ। হুম ভালো আছি। আপনিও ভালো থাকবেন।
১৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
চমৎকার লেখা +++
২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৪
তেরো বলেছেন: ধন্যবাদ!
১৯| ০৯ ই মার্চ, ২০১৬ রাত ১০:৪৭
মিনাক্ষী বলেছেন: ফেসবুকে পড়সি, সুন্দর হইসে
২০| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১১
ফয়সাল রকি বলেছেন: ফুস করে যেনো মিলিয়ে গেলো সে চারদিকে আর ভাবতে লাগলো জীবনটা বড় সুন্দর ছিলো বৈকি!
ব্যাপারটা এমনি... মিলিয়েই যাবে সবকিছু...
চমৎকার গল্প। ++++
©somewhere in net ltd.
১|
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:১১
অলওয়েজ ড্রিম বলেছেন: চমৎকার। আমাদের জীবনটাওতো বুদবুদের মতই।