নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরামত চলছিলো !! চলছে !! চলবে !!

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !!

তেরো

জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন

তেরো › বিস্তারিত পোস্টঃ

যখন মহাকালে সন্ধ্যা নামে

২১ শে মে, ২০১৭ দুপুর ২:৫৬



এক জীবনে হাজার জীবন যেনো পার করে চলেছি। সেই জীবন ঘুরেই যাচ্ছে একই রেললাইনে বারংবার বারংবার। ট্রেনের ঝিক ঝিক শব্দে যাত্রীরা ক্লান্ত। জানালার বাইরে ধুঁধুঁ মহাকাল। কিচ্ছুটি দেখা যায় না। ট্রেনের ভেতরে সবাই খুব ব্যস্ত আবার সবাই খুব একলা। মহাকালে কেউ যেনো নামতে চায় না, তাও নেমে যেতে হয়। হারিয়ে যাচ্ছে কতজন আমার সামনে মহাকালের স্টেশনে। আমি বাদামের খোসা ফুঁ দিয়ে উড়িয়ে দেই জানালা দিয়ে। কোথায় জানি ভেসে চলে যায়। বহু বহু বহুদূর। এত ক্লান্ত লাগে আমার।

কিন্তু ট্রেনের বুঝি ক্লান্তি নেই। সে ঘুরেই চলেছে অনন্তকাল। এক দৃশ্য এক মানুষ এক মহাকাল জানালা দিয়ে আর কত দেখা যায়। কত মানুষ ঝাঁপ দিলো। দূরে হারিয়ে গেলো তারার ঝিলিক দিয়ে। আমার ঘুমোতে একদম ইচ্ছে করে না এখানে। যদি সবাই হারিয়ে যায়! কিন্তু ক্লান্তির পাখা আমাকে জড়িয়ে ফেলে অবশেষে। আমি ঘুমিয়ে যাই। ট্রেন চলতে থাকে অবিরাম তাও।

কত ঘুমিয়েছে তা কে জানে! আমার ঘুম ভাঙ্গে তখন দেখি মহাকালে সন্ধ্যা নেমেছে। চারপাশে কেউ নেই। "কেউ আছেন?" বলে চিৎকার ছুড়ে মারি চারপাশে। কেউ সাড়া দেয় না। কেউ না। ট্রেনের সব দরজা জানালা যেনো কবে থেকেই বন্ধ।

হঠাৎ মনে পড়ে ট্রেনের চালকের কথা। ট্রেন তো চলছে চালক নিশ্চয়ই আছে! আমি ছুটে চলি তার জন্য। কত বগির পর বগি আমি ছুটে পার হয়েছি তার নেই হিসেব। অবশেষে গন্তব্যস্থলে পৌছে আমি চালকের ঘরে প্রবেশ করি। কিন্তু এ কি!! কেউ যে নেই। ট্রেন যে একাই চলেছে। এখানে যে কেউ নেই। এই মহাকালের বদ্ধ ট্রেনের ভেতরেই আমি যেনো আঁটকা পড়ে যাই। হঠাত করে তখন খুব একা লাগে।

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৭ রাত ৯:৩২

বিদ্রোহী ভৃগু বলেছেন: প্রথমে ভেবেছিলাম চালকের আসনে নিজেকে খুঁজে পাবেন!! ;)

না। শূন্যকেই চালকের আসনে বসিয়ে দিলেন ! :) মন্দ নয় বটে

সসীমে অসীমকে বুঝতে গেলে সব শেষে মেলে এই পরম শূন্যতাই কেবল- অত:পর যাত্রা শুরু

ডাইমেনশন বদল আর বহু বহুর বহুমাত্রিকতায় অনন্ত ........

ভাল লাগল অনুভবের প্রকাশ

++++++++++

২৫ শে মে, ২০১৭ রাত ১২:১৮

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ। এত সুন্দর কমেন্ট করতেই পারি না বলে কিছু উত্তরে বলতেও পারলাম না। সুন্দর করে ব্যাখ্যা দেবার জন্য অনেক ধন্যবাদ আবার।
ভালো থাকবেন।

২| ২১ শে মে, ২০১৭ রাত ১০:০৬

ফরিদ আহমদ চৌধুরী বলেছেন: ভাল লাগল

২৫ শে মে, ২০১৭ রাত ১২:১৮

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

৩| ২১ শে মে, ২০১৭ রাত ১০:১৯

ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর একটা লেখা, মনের অনুভবের সুন্দর প্রকাশ +

২৫ শে মে, ২০১৭ রাত ১২:১৯

তেরো বলেছেন: লেখাটি পড়ার জন্য ধন্যবাদ অনেক।
ভালো থাকবেন সবসময়। শুভকামনা।

৪| ২২ শে মে, ২০১৭ রাত ২:২৫

আনিসা নাসরীন বলেছেন: মহাকালের যাত্রা ভালো লেগেছে।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:১৯

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ২২ শে মে, ২০১৭ সকাল ৭:৫৩

ডঃ এম এ আলী বলেছেন:
ট্রেনের ঝিক ঝিক শব্দে যাত্রীরা ক্লান্ত। জানালার বাইরে ধুঁধুঁ মহাকাল।

ট্রেনের সব দরজা জানালা যেনো কবে থেকেই বন্ধ।

কিন্তু এ কি!! কেউ যে নেই। ট্রেন যে একাই চলেছে। এখানে যে কেউ নেই।

ভালইতো মহাকালের ট্রেনে যাত্রী উঠা নামা টের পাওয়া যায়না
আহা এমন একটি ট্রেনের যাত্রী হতে পারলে ভালই হতো :)

অনেক অনেক শুভেচ্ছা রইল

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৩

তেরো বলেছেন: টের পাওয়া যায় আসলে কিন্তু সে তো ঘুমিয়ে পড়েছিলো তখন যে কি হয়ে গেলো। কিচ্ছু টের পেলো না।

অনেক ধন্যবাদ লেখটা পড়ার জন্য।

৬| ২২ শে মে, ২০১৭ সকাল ৯:১৮

মোস্তফা সোহেল বলেছেন: ভাল লিখেছেন।

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৩

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ।

৭| ২২ শে মে, ২০১৭ বিকাল ৪:৫৮

জেন রসি বলেছেন: স্পিরিচুয়াল জার্নি!

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৬

তেরো বলেছেন: অনেক ধন্যবাদ।

৮| ২৪ শে মে, ২০১৭ রাত ২:০৩

চানাচুর বলেছেন: তুমি!!! :``>>

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৭

তেরো বলেছেন: ওয়াও তুমি !!!!!!!!!!!!! কি যে ভালো লাগলো। তোমার কথা আমার সেদিন ও মনে হইতেছিলো জানো! তোমার কমেন্টে রিপ্লাই দিতে লগিন দিলাম নইলে এত আলসেমী লাগে আসতে। কেমন আছো তুমি? :``>>

৯| ২৪ শে মে, ২০১৭ রাত ২:১০

মুনসী১৬১২ বলেছেন: তেরো পু কেমন অাছো

২৫ শে মে, ২০১৭ রাত ১২:২৮

তেরো বলেছেন: এই তো ভালোই আছি। আপনি ভালো আছেন? :)

১০| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:২৫

হাসান মাহবুব বলেছেন: ফিলোসফিক্যাল। ভালো লাগলো।

১১| ২৫ শে মে, ২০১৭ সকাল ১১:৪৪

চানাচুর বলেছেন: ভাল আছি :(( মিস্করি তোমাকে :((

১২| ০১ লা জুলাই, ২০১৭ রাত ২:৩৫

সচেতনহ্যাপী বলেছেন: কালের নিয়মেই ট্রেন চলে।। যাত্রীরা নেমে যায়, নির্দিষ্ট গন্তব্যে।। একসময়ে শেষ হয় সবকিছু।। ফুরায় সব লেনদেন।।

১৩| ০১ লা জুলাই, ২০১৭ ভোর ৪:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: সবকিছু চলে সিস্টেমে!

১৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৫৪

ফয়সাল রকি বলেছেন: সুন্দর।

১৫| ২৫ শে জুলাই, ২০১৯ বিকাল ৩:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: অনেক সুন্দর লিখেছেন।অসম্ভব ভালো লাগলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.