নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মেরামত চলছিলো !! চলছে !! চলবে !!

তেরোর ব্লগ মানেই হাবিজাবি !!

তেরো

জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম কিন্তু এখন আমার সব কিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি। - নির্মলেন্দু গুন

তেরো › বিস্তারিত পোস্টঃ

প্রহসনের শহর

২৭ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৬



চুপচাপ এক সন্ধ্যায় এক শহরে ঝিরিঝিরি বাতাস বয়ে যাচ্ছিলো। শহরটা খুব একটা গল্পের শহরের মতন ছিলো না। সেখানে শুধু নানান প্রহসন ঘটে যেতো। শহরটি সবার সাথে প্রহসন করতে ভালোবাসতো। রসিকতায় তাকে কেউ হার মানাতে পারে নি।ঘটনা দুর্ঘটনা গুলো ছিলো রসিকতায় পরিপূর্ণ। যেমন সেদিন একজন দুম করে এম্বুলেন্সের নীচে চাপা পড়লো।আইরনি দেখে শহর মুখ চেপে হাসে।

ক্যামন জানি সেই ঝাপসা শহরে এক হাড় জিরজিরে ছেলেকে দেখা গেলো। ছেলেটির বুঝি অসুখ! নাকি কি কে জানে! মুখ ঝিম মেরে ঘুরে বেড়ায়। তার বুঝি ভালো লাগে না কিছু।মন খারাপ রোগা ছেলেটা ডাক্তারের সাথে দেখা করে আর বিরক্ত হয়। এত বিরক্ত হয় যে এক গাদা বিষের প্যাকেট কিনে আনে। তখন গল্পে একটা মেয়েকেও দেখা যায়। বুঝা যায়, এই বুঝি আরেক মূল চরিত্র। অসুস্থ ছেলের আর অসুস্থ হতে ভালো লাগে না বলে সে পানিতে বিষ গুলে ঢক ঢক করে গিলে ফেলে। কিন্তু প্রহসনের শহরে এত সোজায় কিছু হলে তো হতই। দিব্যি হেঁটে বেড়াতে লাগল সে। কিছুই হচ্ছে না দেখি ভেবে সে আরো বিরক্ত হয়। গালে হাত দিয়ে মেয়েটা সব ই দেখে। তার ও খুব একঘেয়ে লাগে সবকিছু। বলে, "তুমি এক কাজ করো! নির্দেশিকাটা পড়ো!" তখন তারা আবিষ্কার করে এতগুলো নীল রঙ এর বিষের প্যাকেট যা হাসপাতালের নীচের দোকানদার তাদের ধরিয়ে দিয়েছিলো সেখানে কোনো পরিচিত ভাষা নেই। এক অদ্ভুত ভাষায় নির্দেশিকা গুলো লেখা। ওরা আবার দীর্ঘশ্বাস ফেলে।শহর চোখ পিটপিট করে হাসে আবার।

এরপর শুরু হয় এক দীর্ঘ অভিযানের। রোগা ছেলে যেনো কিচ্ছু বাদ দেয় না। কতভাবে যে চেষ্টা করতে থাকে সে। মেয়েটা খুউব বিরক্ত হয়। বলে ফেলে, "তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। দাও তো আমি চেষ্টা করি।" এই বলে প্যাকেট ছিঁড়ে গুড়ো গুলো মুখে ঢেলে দিতে চায় সে। হঠাত করে মনে হয় এখন যদি সত্যি সত্যি মরে যায় সে তাহলে কি হবে? ওর মা-বাবা কি ভাববে? নিশ্চয়ই ভাববে রোগা ছেলেটার সাথে তার কি ছিলো? সংবাদ পত্রের রিপোর্ট গুলো চোখে ভাসতে থাকে। ধুর, কি হবে ভেবে বলে মুখে গুঁড়ো গুলো ঢেলে দেয় মুখে। কিচ্ছুটি ঘটে না। শুধু মুখে লেগে থাকে গুঁড়ো গুঁড়ো বিচ্ছিরি স্বাদ।

এভাবে একদিন দু'দিন অনেকদিন কেটে যায়। প্রহসনের শহরের সেই ছেলে চরিত্রটি হাসপাতালে ভর্তি থাকে। মেয়ে চরিত্রটি ভাবে কত কি বলার আছে! এই ভেবে কল্পনা করতে থাকে। একদিন হাসপাতালের উদ্দেশ্য হাঁটা দেয়, এত বিশাল রাস্তা! সেদিন কত পরিচিত জনের সাথে দেখা হয়। রাস্তা শেষ হয় না। এরপর যখন শেষে এসে পৌছোয় তখন শহর তার শেষ রসিকতা দেখিয়ে ফেল

তখন আমার ঘুম ভেঙ্গে যায়। ঘুম ভাঙ্গার সাথে সাথে বুদবুদের মত হাওয়ায় মিলিয়ে যায় প্রহসনের সেই শহর। টের পাই আমার সারা শরীর বেয়ে হেঁটে বেড়াচ্ছে কোনো এক বিচ্ছিরী কালো মাকড়সা আর মুখে লেগে আছে গুঁড়ো গুঁড়ো বিষাক্ত স্বাদ।

মন্তব্য ৯ টি রেটিং +৮/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৮ শে আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

কথাকথিকেথিকথন বলেছেন:





ভিন্ন রকম লেখা, গল্প । ভাল লেগেছে লেখার আয়েশী ভাব ।

২| ২৯ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:২০

জেন রসি বলেছেন: পড়তে ভালো লাগছিল। সাবলীল গল্প। যাদুবাস্তবার স্পর্শ আছে।

৩| ৩১ শে আগস্ট, ২০১৭ দুপুর ১২:২৯

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ২:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:


দারুণ তো! চালিয়ে যান। :)

৫| ১২ ই সেপ্টেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:৩১

ফয়সাল রকি বলেছেন: এক বিচ্ছিরী কালো মাকড়সা সারা শরীরে হেঁটে বেড়াচ্ছে ভাবতেই গা গুলিয়ে ওঠে।
বরাবরের মতোই লেখায় প্লাস।

৬| ২৫ শে জুলাই, ২০১৯ দুপুর ২:১৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আর লিখেন না কেনো?

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৪

খায়রুল আহসান বলেছেন: বাহ, চমৎকার লিখেছেন তো! ছবিটাও লেখার সাথে বেশ যায়। লেখার স্টাইলটা বেশ ভাল লেগেছে, তবে একটি পীড়াদায়ক টাইপো এবং একটি শব্দের আধিক্য (অনবধানতা বশতঃ নিশ্চয়ই) চোখে পড়েছে বলে তা উল্লেখ করছিঃ
প্রথম অনুচ্ছেদে 'দূর্ঘটনা' শব্দটি দুর্ঘটনা হবে।
দ্বিতীয় অনুচ্ছেদের প্রথম লাইনে এক কথাটা অনাবশ্যকভাবে দু'বার বসেছে। যেকোন একটি বাদ দিতে পারেন।

মন্তব্যগুলো পড়ে বুঝতে পারছি, আপনি কোন পাঠকের মন্তব্যের উত্তর দেন না। তাই আশাও করছিনা, তবে ভুলগুলো সম্পাদনা করে নিলে খুশী হবো।

গল্পে সপ্তম প্লাস। +

২৮ শে ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৬:০৬

তেরো বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ভুল গুলো তুলে ধরার জন্য। আমার লেখা গুলো খুব তাড়াহুড়া করে লেখা হয় বলে প্রায়ই অনেক টাইপো হয়ে থাকে যা আমার চোখেও পড়ে না সবসময়। অনেকদিন ব্লগে লগইন করে কারো মন্তব্য দেখি নি তাই উত্তর দেয়া হয়নি আসলে।
ভালো থাকবেন।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:১৬

খায়রুল আহসান বলেছেন: প্রথম মন্তব্যে কথাকথিকেথিকথন এর দ্বিতীয় বাক্যটির সাথে একমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.