নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আ ির ফ

আ ির ফ › বিস্তারিত পোস্টঃ

তেতুলিয়ায় যাওয়ার বেপারে তথ্য প্রয়োজন

১৫ ই মে, ২০১৪ দুপুর ২:১২

আমরা ৪ বন্ধু তেতুলিয়া যেতে চাই। ব্রিহস্পতিবার রাতে রওনা দিয়ে শনিবার ফিরতে চাই। কিভাবে গেলে, কোথায় থাকলে ভালো হবে, কোথায় কোথায় বেড়ানো যায় , কতো টাকা লাগতে পারে জানালে খুশি হতাম।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই মে, ২০১৪ দুপুর ২:৪০

নীল ভোমরা বলেছেন:
কল্যাণপুর থেকে নাবিল পরিবহনে সরাসরি পঞ্চগড় যেতে পারেন। এসি বাসে যেতে চাইলে গ্রীণ লাইনে সৈয়দপুর পর্যন্ত যেতে পারেন...তারপর সৈয়দপুর থেকে পঞ্চগড় হয়ে তেতুলিয়া। রাতে জার্নি করতে চাইলে সৈয়দপুর থেকে ঢাকাগামী ট্রেন 'নীলসাগর এক্সপ্রেসে' ফিরতে পারেন....ট্রেন জার্নি ভাল লাগবে নিঃসন্দেহে! সেক্ষেত্রে যাবার সময় সৈয়দপুরে নেমেই ঢাকায় ফেরার ট্রেনের টিকেট কনফার্ম করে ফেলতে হবে।

তেতুলিয়াতে জেলা পরিষদের ডাক বাংলো-টা ম্যানেজ করতে পারলে সোনায় সোহাগা! এ'ছাড়াও মাঝারী মানের হোটেল পেয়ে যাবেন।

আমার ছবি ব্লগটা ক্লিক করতে দেখতে পারেন.....
Click This Link

২| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৩:০২

আ ির ফ বলেছেন: অশেষ ধন্যবাদ। আরও ২/১ বেপার জানার ছিল। বাস ভাড়া বা ট্রেন এর ভাড়া কতো এয় বেপারে কি কোন ধারনা আছে?

৩| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৪:২৩

মনির হেট মি বলেছেন: বাস ভাড়া নন-এসি ৮০০/- ট্রেন জানা নাই তবে কম হবে।

৪| ১৫ ই মে, ২০১৪ বিকাল ৫:১৬

আ ির ফ বলেছেন: শুকরিয়া

৫| ১৫ ই মে, ২০১৪ রাত ১১:১৮

রাজীব বলেছেন: এসি মনে হয় ১০০০ টাকা
আর নন এসি ৬০০-৭০০ টাকা তবে যেহেতু আপনারা ৪জন বাসে উঠার আগে দরদাম করে নিবেন। নন এসি তে অন্তত টিকেটপ্রতি ৫০-১০০টাকা ডিসকাউন্ট পাবেন।
বেশী আরামে যেতে চাইলে হানিফের ভোলভোতে চেস্টা করতে পারেন, ভাড়া মনে হয় ১২০০ টাকা। তবে কায়েকদিন আগে টিকিট না করলে সিট পাবেন না।

পন্চগড়ে ৫০০ -৬০০ টাকায় ৪ জনের জন্য ভালো রুম পাবেন হোটেল মৌচাক-এ। এসি রুম ১০০০-১২০০ টাকা হতে পারে।
পন্চগড় থেকে তেতুলিয়া বেড়ানোর জন্য ২৫০০ টাকা দিয়ে মাইক্রো ভাড়া করতে পারেন।

৬| ১৭ ই মে, ২০১৪ বিকাল ৪:০৪

আ ির ফ বলেছেন: অনেক ধন্যবাদ রাজিব ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.