নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am only one

দিস ইজ ইব্রাহিম

আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি

দিস ইজ ইব্রাহিম › বিস্তারিত পোস্টঃ

বেশিরভাগ মানুষ কেন আল্লাহ ঈশ্বরে গড মোটকথা ধর্ম কিংবা সৃষ্টিকর্থায় বিশ্বাস করেন??

১৬ ই মে, ২০১৬ রাত ১০:৫২

বেশিরভাগ মানুষ কেন আল্লাহ ঈশ্বরে গড মোটকথা ধর্ম কিংবা সৃষ্টিকর্থায় বিশ্বাস
করেন ? বিজ্ঞান ঈশ্বরের অস্তিত্ব
স্বীকার করে না। তবু এই পৃথিবীর
অধিকাংশ মানুষই ঈশ্বরে বিশ্বাসী।
কেন?
এর উত্তর লুকিয়ে আছে আমাদের
মস্তিষ্কেই। সাম্প্রতিক বৈজ্ঞানিক
গবেষণা প্রমাণ করেছে, আমরা ভগবান
মানব না মানব না , তা আমাদের
মস্তিষ্ক ঠিক করে দেয়। যে কোনও
মানুষের মস্তিষ্কে দু - টি ভাগ থাকে।
ঘটনা হল , ঈশ্বরে বিশ্বাস করা বা না
করা দুটোই একসঙ্গে আমাদের
মস্তিষ্কে অবস্থান করে। কোন
ভাগটিকে আমরা সক্রিয় করেছি , তার
উপরই নির্ভর করে একজন মানুষ
আস্তিক হবেন না নাস্তিক।
আমাদের মস্তিষ্কের দুটি ভাগের
একটিতে ইশ্বরের প্রতি অগাধ বিশ্বাস
অবস্থান করে। অন্য ভাগে বৈজ্ঞানিক
ও যুক্তিবাদী চিন্তাধারা প্রাধান্য
পায়। বেশিরভাগ মানুষই প্রথম ভাগকে
সক্রিয় করে রাখেন এবং দ্বিতীয়
ভাগটিকে নিষ্ক্রিয় অবস্থায় রাখেন।
তাই বৈজ্ঞানিক গবেষণার যতই
অগ্রগতি হোক , এখনও বেশিরভাগ
মানুষ ঈশ্বরে বিশ্বাস করেন।
মস্তিষ্কের এই দুই ভাগই ঈশ্বর ও
বিজ্ঞানের নিরন্তর বিবাদকে বাঁচিয়ে
রাখে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:০৫

কল্লোল পথিক বলেছেন: মানব মস্তিস্কও ইশ্বরের মত রহস্যময়।

২| ১৬ ই মে, ২০১৬ রাত ১১:১৬

দিস ইজ ইব্রাহিম বলেছেন: স্রষ্টার সব সৃষ্টিই রহস্যময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.