নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

I am only one

দিস ইজ ইব্রাহিম

আমি রক্তে স্নান করতে পারি, আমি নিজের জীবন বিলাতে পারি আমি আমার দেশের জন্য আমরণ লড়াই করতে পারি। তবে... আমি আমার প্রিয় ধর্মকে সবার চাইতে বেশী ভালোবাসি আমি মিথ্যে চেতনার নামে অসভ্যতাকে খুব বেশী ঘৃণা করি। তাই... আমি আমার ধর্মের প্রশ্নে কভু ছাড় নাহি দিতে পারি

দিস ইজ ইব্রাহিম › বিস্তারিত পোস্টঃ

আমরা কি ওদের খাই, না পরি?????

০৭ ই মে, ২০১৮ রাত ১০:২৪

বিদেশে এমন বাঙালি (বাংলাদেশি) প্রায়ই দেখি ভারতীয়দের সামনে পড়লে সানন্দে ভাঙা ভাঙা হিন্দি বলা শুরু করে, পাকিস্তানি দেখলে হিন্দি-উর্দু মিক্সড জগাখিচুড়ি চালায়। অন্যদিকে ভারতীয়, পাকিস্তানিরা নিজের ভাষা চালিয়ে যায় সগৌরবে।



দুই পয়সা দিয়ে পোছে না বাংলা ভাষা।
অথচ আমাদের এই মানুষগুলি বোকার মতো গায়ে পড়ে ওদের ভাষাই বলে যায়। আন্তর্জাতিক ভাষা ইংরেজি যতটুকু পারে তা বলতে কুণ্ঠাবোধ করে।

বাংলাদেশ থেকে ভারত বা মধ্যপ্রাচ্যে অথবা অন্য কোনো দেশে বেড়াতে, ব্যবসায়িক কাজে গিয়েও একই কাণ্ড করে আমাদের অনেক মানুষ। ভারতীয়-পাকিস্তানির সঙ্গে তাদের মাতৃভাষার চর্চা করে।

এই অপকাজটা আমিও করেছি অতীতে, কয়েকবার, অনেক বছর আগে। এখন আর করি না। অনেক বছর ধরেই করি না। মানুষ বড় আর বুড়ো হতে থাকলে শেখে... আমিও শিখেছি।


আমাদের মূল ভাষা বাংলা। ইংরেজি শিখতে হয় প্রধান আন্তর্জাতিক ভাষা বলে। তারপর প্রবাসে থাকলে যে দেশে থাকবেন কমবেশি শিখতে হয় সেই দেশের ভাষাও।

ভাষা যত বেশি শিখবেন তত বেশি জানবেন আপনি অন্য সংস্কৃতিকে, অন্য ভূবনকে। আপত্তি কোথায় হিন্দি-উর্দু শিখতে? আপত্তিটা শুধু প্রয়োগের স্থান নিয়ে ।

আপনি বাংলাদেশি হয়ে ভারতে স্থায়ীভাবে বাস করলে সারাদিন হিন্দি বলেন অসুবিধা নাই, পাকিস্তানে থাকলে উর্দু ব্যবহার করেন উপায় নাই বলে।

কিন্তু আপনি যখন কোনো নিরপেক্ষ দেশে থাকবেন পাকিস্তানি-ভারতীয় দেখলেই আনন্দে গদগদ হয়ে ওদের ভাষায় কথা বলা শুরু করবেন কেন! আমরা কি ওদের খাই, না পরি?

ওরা কি জীবনে বাংলা ভাষায় কথা বলা শুরু করবে আপনাকে দেখলে?
কক্ষনো না। কোনোদিনও না!

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:২৮

চাঁদগাজী বলেছেন:


বিদেশে আপনি আমেরিকানদের সাথে কোন ভাষায় কথা বলেন? আগামীতে বাংলায় বলবেন

০৭ ই মে, ২০১৮ রাত ১০:৪০

দিস ইজ ইব্রাহিম বলেছেন: আমার মনে হয় আপনি আমার লেখাটি বুঝেননি। তাই আবার পড়ুন

২| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৩৪

শামচুল হক বলেছেন: আপনার কথার সাথে সহমত।

০৭ ই মে, ২০১৮ রাত ১০:৪০

দিস ইজ ইব্রাহিম বলেছেন: ধন্যবাদ

৩| ০৭ ই মে, ২০১৮ রাত ১০:৫৩

সনেট কবি বলেছেন: একদম ঠিক বলেছেন।

৪| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:২৬

যুক্তি না নিলে যুক্তি দাও বলেছেন: সঠিক কথা বলেছেন।

৫| ০৭ ই মে, ২০১৮ রাত ১১:৪০

ইমরান আশফাক বলেছেন: ঠিক এই কাজটিতেই আমার চরম আপত্তি, অন্যের সাথে কেন তাদের ভাষাতেই কথা বলতে হবে!

যে দেশে যাবেন সেই দেশের ভাষায় অথবা ইংরেজী ভাষায় কথা বলতে হবে। কোনক্রমেই উর্দু অথবা হিন্দিতে নয়। এই ভাষা দুটির মধ্যে কোন পার্থক্য আছে কি? আমার কানে তো ধরা পরে না।

আমাকে চিকিৎসা ও ব্যবসার কাজে প্রায় বাংগালোর যেতে হয়। তো ওখানে আমি বাংলা ও ইংরেজীর একটা জগাখিচুড়ী ভাষা ব্যবহার করে দিব্যি চালিয়ে নিচ্ছি কোনপ্রকার ঝামেলা ছাড়াই।

৬| ০৮ ই মে, ২০১৮ রাত ১২:১২

চাঁদগাজী বলেছেন:


আপনার লেখা আপনি এখন পড়ে্ দেখেন, আপনি অবশ্যই বুঝবেন না

৭| ০৮ ই মে, ২০১৮ রাত ২:২১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এ লেখাটি আপনার কিনা সন্দেহ হচ্ছে। কারণ, এরকম একটা লেখা অনেক আগে বাংলাদেশ প্রতিদিন-এ পড়েছি। শুনেন। এগুলো হলো আদিখ্যেতা। ওরাও জানে আমাদের ইংরেজীর দুর্বলতা। তাই ওরা এটাকে খারাপ ভাবে নেয় না। আমরা ওদের নাটক সিনেমা দেখি বলে ওদের ভাষায় কথা বলে অনেকে। আর এটা সহজও। কারণ, দুই ভাষারই উৎস সংস্কৃত। ওদের সাথে ইংরেজী বললেও ওরা জোর করে হিন্দী চাপাবে না কারো উপর। ওদের অন্য স্টেটের লোকেরাও হিন্দীতেই কথা বলে সচরাচর। আপনি আমেরিকার বয়ান মধ্যপ্রাচ্যে দিলে মানুষ খাবে না...

৮| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:১০

রাজীব নুর বলেছেন: ভাষার জন্য আপনার দরদ উছলে উঠেছে দেখছি।
দেশ আর দেশের মানুষের জন্য দরদ নাই?

৯| ০৮ ই মে, ২০১৮ সকাল ১০:৫০

প্রত্যয় তাওিহদ বলেছেন: বাহ্ এই মন্তব্যর জন্য পাঁদগাজির নোবেল পাওয়া উচিত

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.