নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তানভীর হাসান খান

তানভীর হাসান খান › বিস্তারিত পোস্টঃ

Pennsylvania

২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

জুমার নামাজ আদায় করলাম পেনসিলভানিয়ার ছোট শহর মরিসভিলের একমাত্র মসজিদে। নিউজার্সির রাজধানী ট্রিন্টনের ঠিক ওপারেই মরিসভিল শহর। মাঝখানে ডেলায়ার নদী। এখানে বাংলাদেশী খুব কম। পাকিস্তানী আমেরিকানরা মসজিদটি তৈরী করেছে একটি চার্চকে কিনে।
মাঝেমধ্যে ভাবি, পররাষ্ট্রনীতির আমেরিকা আর ভিতরের আমেরিকার মধ্যে কত তফাৎ। ভিতরের আমেরিকা কত সহনশীল। একটা চার্চ কিনে মসজিদ হয়েছে, কেউ কিছু বলেনি। ক'দিন বাদে এটিকে ভেঙ্গে নতুন স্থাপত্যকলায় মসজিদ হবে। কেউ কিছু বলবে না।
কোন দাঙ্গা হবে না। কিছু কিছু বিপথগামী মুসলমান নামধারী ব্যক্তি একসাথে কতগুলো মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়, তেমন কিছুই হয় না। একই ঘটনা যদি আমাদের দেশে হতো ! একবার দুইবার তিনবার করে কোন খ্রিষ্টান বা হিন্দু অনেকগুলো মুসলমানের মৃত্যুর কারণ হতো। ওই সম্প্রদায় শান্তিতে থাকতে পারতো কিনা আমার সন্দেহ। আমাদের একই চিত্রের বড় উদাহরণ হলো ভারত। দাঙ্গাবাজের দেশ।
পররাষ্ট্রনীতি বাদে আমেরিকার সকল নিয়মকানুনের কেমনযেন ভক্ত হয়ে যাচ্ছি আমি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৮

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: ঠিক তাই। কথা গুলো সত্যি তবে সন্ত্রাস, দাঙ্গা, ররেসিজম, আরো কতো যে সমস্যা সব দেশেই আছে।ভালো লাগলো।

২| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৩

তাওহিদ হিমু বলেছেন: আমাদের সভ্য হতে আরো সময় লাগবে। তারাও রাতারাতি সভ্য হয় নি।

৩| ২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৯

শামছুল ইসলাম বলেছেন: তানভির হাসান খানকে ধন্যবাদ আমেরিকা সম্বন্ধে কিছু নতুন তথ্য দেওয়ার জন্যঃ
//পররাষ্ট্রনীতি বাদে আমেরিকার সকল নিয়মকানুনের কেমনযেন ভক্ত হয়ে যাচ্ছি আমি।//

ভাল থাকুন। সবসময়।

৪| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩১

মূল-উপদল বলেছেন: আমার ধারনা একদিন আমেরিকা থেকেই হবে মুসলিমদের খিলাফত ব্যবস্থা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.