![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রিও অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ। অনেকটা সেভাবেই বলা যায়। আজ বেঙ্গল টাইগার খ্যাত রিতা অর্থাৎ মার্গারিতা মামুন, মেয়েদের একক অল-এরাউন্ড রিদমিক জিমনাস্টিকে রাশিয়ার পক্ষ থেকে স্বর্ণ জিতে নিলো। রিতা আমাদের গর্ব।
রিতার বাবা রাশিয়ায় পড়তে যাওয়া আমাদের অগ্রজ সতীর্থ বাংলাদেশী আব্দুল্লাহ আল মামুন। আর মা আনিয়া হলো রাশিয়ান।
বাংলাদেশী-রাশিয়ান মার্গারিতা মামুনকে শুভেচ্ছা। অভিনন্দন।
২| ২১ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৪
নতুন বলেছেন: রিও অলিম্পিকে বাংলাদেশের স্বর্ণ। অনেকটা সেভাবেই বলা যায়।
সেই ভাবে বলা যায় না। কারন স্বণ`টা রাশিয়ার হিসেবের খাতায়ই লেখা।
এটা মার্গারিতা মামুনের সৌভাগ্য যে তিনি রাশিয়াতে আছেন...নতুবা তার অলেম্পিকে যাওয়াই হয়তো হতো না।
৩| ২১ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩০
ইকরাহি বলেছেন: এভাবেই বাংলাদেশকে ধন্যবাদ দিতে হবে আমাদের। লজ্জা থাকা উচি্ত......অন্যদেশের কেউ ভাল কিছু করলে বাপ, দাদা, মরা দাদা পর্যন্ত খুজতে থাকি যে অই বাসার একটা কুত্তাও বাঙালি বা বাংলাদেশি ছিল কিনা।
৪| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৩৯
তানভীর হাসান খান বলেছেন: আর তোমরা, যারা ইনিয়ে বিনিয়ে বলতে চাও, অনেক দুরের সম্পর্ক রিতার সাথে বাংলাদেশের, তাদেরকে বলতে চাই, আমিও রাশিয়াতে পড়েছি, যৌবনের শ্রেষ্ঠ সময়টা সেখানে কাটিয়েছি, আমারও হতে পারতো মার্গারিতার মতো একজন কন্যা। আমার কন্যার রক্তে বাঙালীর রক্ত বইবে না, একথা কোন মুখে বলো?
@ আমি কি তোমার চেয়ে কম বাঙ্গালী নাকি?
©somewhere in net ltd.
১|
২১ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩
শামছুল ইসলাম বলেছেন: অভিনন্দন মার্গারিতা মামুনকে !!!
ধন্যবাদ তানভির হাসান খানকে পোস্টের জন্য।