![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অলিম্পিক চ্যাম্পিয়ন মার্গারিতা মামুনের বাবা আব্দুল্লাহ আল মামুন শিপার আজ ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাকে যেন জান্নাতবাসী করেন। আমিন।
আব্দুল্লাহ আল মামুন শিপার রাশিয়ার আস্ত্রাখান স্টেট ইউনিভার্সিটির গ্রাজুয়েট ছিলেন। সর্বশেষ মস্কোতে বসবাস করতেন।
শিপার ভাইকে আমি দেখি একজন সত্যিকারের দেশপ্রেমী হিসেবে। বিদেশিনী বিয়ে করে,বিদেশে থেকে, ভিনদেশী সমাজে বড় হওয়া মেয়েকে বাংলাদেশকে বুকে ধারণ করতে শেখানো চাট্টিখানি কথা নয়।
মস্কোতে বড় হওয়া রিতা, ছোটবেলায় বাংলাদেশের হয়ে না খেললেও পারতো।
অলিম্পিকে সোনা জিতে বাংলাদেশেরও জয়, এ কথাটি না বললেও পারতো।
কিন্তু বলেছে। বাংলাদেশকে সাফল্যের অংশীদার হিসেবে রেখেছে।
আর এটি শিখিয়েছে তার বাবা। রাজশাহীর দূর্গাপুরের ছেলে আব্দুল্লাহ আল মামুন।
♥ আর তোমরা, যারা ইনিয়ে বিনিয়ে বলতে চাও, অনেক দুরের সম্পর্ক রিতার সাথে বাংলাদেশের, তাদেরকে বলতে চাই, আমিও রাশিয়াতে পড়েছি, যৌবনের শ্রেষ্ঠ সময়টা সেখানে কাটিয়েছি, আমারও হতে পারতো মার্গারিতার মতো একজন কন্যা। আমার কন্যার রক্তে বাঙালীর রক্ত বইবে না, একথা কোন মুখে বলো?
@ আমি কি তোমার চেয়ে কম বাঙ্গালী নাকি?
২| ২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১১:১৭
শামছুল ইসলাম বলেছেন: আব্দুল্লাহ আল মামুন শিপারকে আল্লাহ জান্নাত নসিব করুন। উনার মনে যে বাংলাদেশ চির জাগরূক ছিল, তা জেনে ভাললাগল।
৩| ২৮ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৯
নীল আশরাফ বলেছেন: যে মেয়ে বাংলায় ১ থেকে ১০ গোনা ছাড়া আর কিছুই করতে পারেনা, তাকে নিয়ে বাংলাদেশের গর্ব করার মত কি আছে? শিপার সাহেবকে আমি দেশপ্রেমিক তখনই বলতে পারি, যখন দেখব সে এমন কিছু করেছে, যা এদেশের মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করতে অবদান রেখেছে।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০১৬ রাত ১০:৫৬
বিলুনী বলেছেন: দোয়া করি অলিম্পিক চ্যাম্পিয়ন মার্গারিতা মামুনের বাবা আব্দুল্লাহ আল মামুন শিপারকে অাল্লাহ বেহেসতবাসী করুন ।
আপনার প্রতি শুভেচ্ছা রইল ।