![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জঙ্গি তকমা লাগিয়ে মানুষ খুনের যে প্রবণতা বর্তমান আওয়ামী পুলিশ বাহিনী শুরু করেছে তার একটা বিহিত হওয়া দরকার।
সদ্য অবসরে যাওয়া একজন সেনা অফিসারকে হত্যা করেও জঙ্গি বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলছে।
যখন থানাপুলিশ, যে কারণেই হোক, হয়তো বাড়িওয়ালার সাথে যোগসাজশে,পয়সা খেয়ে, কারণ বাড়িওয়ালার সাথে মেজর অব: জাহিদের বেশ কয়েকবার বাদানুবাদ হয়েছে, তাকে গ্রেফতার করতে গিয়ে হত্যা করে ফেলে, তখনও তারা জানতো না, তিনি একজন অবসর প্রাপ্ত মেজর। হত্যাকান্ড ঘটে যাওয়ার পরে তাকে জায়েজ করার জন্য, সহযোগী বিভিন্ন পুলিশ সংস্থার সংযুক্তি ঘটে। আহত দেখানো হয় তিনজনকে। ভর্তি হন ঢাকা মেডিকেলে।
কিন্তু নিহতের পরিচয় প্রকাশের সাথে সাথে তারা ঢাকা মেডিকেল হাসপাতাল থেকে পালিয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে আর প্রাইভেট হাসপাতালে ভর্তি হন।
আবার এও হতে পারে গুলশান ঘটনায় সন্ত্রাসদমনে সফল সেনাবাহিনীকে কলুষিত করার জন্য এই ঘটনা সাজিয়েছে ঐ ঘটনায় চুনকালিযুক্ত পুলিশ র্যাব।
সেনা বাহিনীর উচিৎ হবে সম্পূর্ণ ঘটনা তদন্ত করা, মেজর জাহিদ সন্ত্রাসী কিনা খুঁজে বের করা এবং এই তিন পুলিশের ব্যান্ডেজ খুলে দেখা, সেখানে কোন গুলির চিহ্ন আছে কিনা।
♥বেশ কয়েকবছর আগে আমার হাজারীবাগ থানার অধীনে চর ওয়াশপুরে তিনজন মাদক ব্যবসায়ীকে থানা পুলিশ হত্যা করে। যথারীতি ক্রসফায়ারের ঘটনায় দেখানো হয় ওসি সাহেব গুলিবিদ্ধ, আহত। থানায় বসে সেই ওসির সাথে চা খেতে খেতে পত্রিকার খবরের কথা বললাম। জনাব ওসি সাহেব হেসে বললেন, এইতো আমি গুলিবিদ্ধ, দেখেন না আমি চা খাচ্ছি।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৫৮
তানভীর হাসান খান বলেছেন: ছদ্মনামে না লিখে আসল নাম ঠিকানা লিখ্..... পাঁচ বছর পরে হলেও দেখা হবে
২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০০
গেম চেঞ্জার বলেছেন: পুলিশের বিরুদ্ধে শেষে যেই কাহিনী বললেন সেটা হতে পারে। তবে আর্মির অফিসার নিয়ে সেনাবাহিনীকে অবশ্যই একটা তদন্ত করা দরকার।
৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০৫
মুনাজির বলেছেন: গোলশানের ঘটনায় পুলিশের ভীরুতা ও অসহায়ত্ব দেখেছি, তখন সেনাবাহিনীই পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু সেই পুলিশিই এখন এতো বীরত্ব দেখাচ্ছে?! তবে যত নাটকই করুক, মানুষ ঠিকই জানে নাটক, কিন্তু ভয়ে কেউ মুখ খুলে না। আল্লাহ একজন আছেন আমরা তার প্রতিশোধের দিকে তাকিয়ে আছি।
৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১০
নতুন বলেছেন: তানভীর হাসান খান , মুনাজির
ঐ লোক যে নিদোষ` তার প্রমান আপনার কাছে আছে?
আপনি কি চান আরো ঘটনা ঘটুক গুলশানের মতন??
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫
তানভীর হাসান খান বলেছেন: গুল্শানে পুলিশ ছিল অসহায়। এখন সব নাটক করছে. ফুটানি জাহির করার জন্য্. একজনকেও জীবিত ধরছে না
৫| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৬
মুনাজির বলেছেন: সরকারকেই তদন্ত করতে বলি, অন্যথায় যে তদন্ত করতে যাবে কিংবা প্রমাণ দিবে, সেই জঙ্গি হয়ে ক্রসে যাইতে পারে। এই নিরাপত্তা কে দিবে? এই জন্য সরকারকে অনুরোধ করি এসব ঘটনা তদন্ত করুন, যেন সরকারের ভাবমূর্তি ঠিক থাকে, অসাধুরা সরকারের উপর অভিশাপ ডেকে না আনুক, আমরা একটি সুন্দর পরিবেশ চাই।
৬| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
আলী বলেছেন: বাইন্ধা ডিম থেরাপি দিলেই তোর নিজের জংগী কানেকশন বাইর হয়া যাবে।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২
তানভীর হাসান খান বলেছেন: আসো থেরাপি দেই: ফেসবুক : TANVEER HASAN KHAN PRINCE
৭| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: জনাব ওসি সাহেব হেসে বললেন, এইতো আমি গুলিবিদ্ধ, দেখেন না আমি চা খাচ্ছি। - পুরাই হিন্দি ফিল্ম ষ্টাইল চলছে নাকি!!!??
কুয়াশা ভোরে সবই অষ্পষ্ট!
কড়া রোদ উঠলেই সব ঝাপসা কেটে যায়!
সকল অপরাধী যেমন শাস্তি পাবার যোগ্য! তাকে মৃত্যুদন্ড দিলেও তা আদালতের মাধ্যমে দেয়াই শ্রেয়!
নইলে এই কালচারই আবার বিষফোড়া হতে পারে সময়ের ফেরে!!!!
৮| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২
তানভীর হাসান খান বলেছেন: গোলশানের ঘটনায় পুলিশের ভীরুতা ও অসহায়ত্বে সেনাবাহিনীই পরিস্থিতি সামাল দিয়েছে, কিন্তু সেই পুলিশিই এখন বীরত্ব দেখায়, গলপ বলে।
সেনাবাহিনীকে বিতররকীত করতেই এই আ্য়োজন।
৯| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০
রানার ব্লগ বলেছেন: হুম আসলেই সেনাবাহিনি কে তদন্ত করা উচিৎ। এমন আর কত গুলা আছে লুকিয়ে চুপিয়ে , সব গুলারে ধইরা কি করা উচিৎ তা সেনাবাহিনি ঠিক কুরুক। কি বলেন তানভীর হাসান খান।
এই পোষ্ট খানা অসৎ উদ্দেশ্যে দেয়া।
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৫
তানভীর হাসান খান বলেছেন: বাঙলা ভাই, শায়েখ রহমান ধরতে কেউ মারা গেছে? তখন সেনাবাহিনীযুক্ত Rab ছিলো. তাই পেড়েছে.এখন কাকে ধরছে, কাকে মারছে, গল্প শোনার মতো শুনছি।
১০| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২৩
নতুন বলেছেন: ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৫ ০
লেখক বলেছেন: গুল্শানে পুলিশ ছিল অসহায়। এখন সব নাটক করছে. ফুটানি জাহির করার জন্য্. একজনকেও জীবিত ধরছে না
<< তাহলে প্রতি জঙ্গির সাথে কতজন পুলিশ মারা গেলে আপনি বিশ্বাস করবেন?
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫৪
তানভীর হাসান খান বলেছেন: বাঙলা ভাই, শায়েখ রহমান ধরতে কেউ মারা গেছে? তখন সেনাবাহিনীযুক্ত Rab ছিলো. তাই পেড়েছে.এখন কাকে ধরছে, কাকে মারছে, গল্প শোনার মতো শুনছি।
১১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
খোলা মনের কথা বলেছেন: দেশের পরিস্থিতি অনেকটাই ঝাপসার ভিতর আছে। এমন পরিস্থিতি পরিস্কার হওয়া জরুরী যেটা সরকার ও জনগন সবার জন্য ভাল হবে।
দেশের কোন ঘটনা নিয়ে কথা বলাও এখন ভয়ের ব্যাপার। সরকারের নীতির বাইরে কথা বললে জঙ্গী রাজাকার, সরকারের পক্ষে কথা বললে আওয়ামী চাটুকার। ভাল মন্দ কোন মতমত দেওয়ার অধিকার হারিয়েছে সাধারন বাঙ্গালী.....
১২| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩০
যোগী বলেছেন:
ওরে খা.পো এই দেখ তোর মায়ের এক পুরুষ্কার ঘোসিত খদ্দের কে পুলিশ জ্যাঁতা ধরেছে -
ওরে খা.পো এই দেখ তোর মায়ের এক পুরুষ্কার ঘোসিত খদ্দের কে পুলিশ জ্যাঁতা ধরেছে -
১৩| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৪
রানার ব্লগ বলেছেন: প্রতি উত্তর
১৪| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: পুলিশের নিজেদের স্বার্থেই জীবিত ধরা দরকার। অবশ্যই নিজের জীবনের ঝুঁকি নিয়ে নয়...
১৫| ১৭ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:২৮
এ পথের পথিক বলেছেন: আপনি দূরদর্শীতা দেখি প্রশংসার দাবীদার । ধন্যবাদ আপনি সে সময়ে দিল্লীর দাসী খুনি হাসুর জঙ্গী নাটক ধরতে পেরেছিলেন । আলহামদুলিল্লাহ দিল্লীর দাসী এখন দিল্লিতে স্থায়ী দাসীতে রুপান্তর হয়েছে ।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৫
যোগী বলেছেন:
জংগীরা যুদ্ধ করতে করতে মারা যাচ্ছে তাদের পরিবার এলাকাবাসি লাশ পর্যন্ত নিতে অস্বকৃিতি জানাচ্ছে। আর তুমি খা.পো. এর মধ্যে জজ মিয়া খুঁজে বেরাচ্ছ।
তোরে বাইন্ধা ডিম থেরাপি দিলেই তোর নিজের জংগী কানেকশন বাইর হয়া যাবে।