নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুষ্ঠু ব্লগিং সবার কাছে কাম্য

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো

ঠগী

পিসি কম সময় দিবেন।

ঠগী › বিস্তারিত পোস্টঃ

সীমান্ত হত্যা নিয়ে ভারত ও পাকিস্তানে বিক্ষোভ

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:১৯

যুদ্ধবিরতি ভেঙ্গে ভারতীয় সেনা হত্যার ঘটনাকে পাকিস্তানের অসহনীয় কর্মকাণ্ড বলে ব্যাখ্যা দিলেন ভারতের সেনা প্রধান এবং ক্ষমতাসীন কংগ্রেস নেতারা। এদিকে, পাকিস্তানের হাই কমিশনার সালমান বশির এই অভিযোগকে অস্বীকার করে বলেছেন, পাক সরকার যুদ্ধবিরতি বিষয়ে বেশ সচেষ্ট। অন্যদিকে, দু’দেশেই হামলাকে কেন্দ্র করে অব্যাহত আছে বিক্ষোভ।

যুদ্ধবিরতি অমান্য করেই লাইন অব কন্ট্র্রোল বা কাশ্মির সীমান্তে ভারত-পাকিস্তান সংঘাতে মঙ্গলবার মর্মান্তিক মৃত্যু ঘটে ২ ভারতীয় জওয়ানের। এরপরই শুরু হয় রাজনৈতিক অঙ্গনে কাঁদা ছোড়াছুড়ি আর বিক্ষোভ-সমাবেশ। একে পাকিস্তানি সেনাদের অসহনীয় কার্যক্রম বলতেও দমেননি ভারতীয় নেতারা।



ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী এ. কে. এন্টনি বলেন, ‘সীমান্তে যা ঘটছে, তা সবার সামনেই উন্মুক্ত। পাকিস্তানি সেনাবাহিনীর আচরণ পুরোপুরি উসকানিমূলক। এমনকি, আমাদের সেনাদের মৃতদেহ নিয়ে তারা যে কুৎসিত আচরণ করেছে তা এক কথায় অমানবিক।’



কংগ্রেস মুখপাত্র রশিদ আলভি বলেন, ‘যুদ্ধবিরতির লঙ্ঘন আমরা কোনোভাবেই মেনে নেবো না। এরমধ্যেই, আমরা ভারতে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনারের কাছে আমাদের মতামত দিয়েছি। সরাসরি বললে এ ধরণের কর্মকাণ্ড অগ্রহনযোগ্য এবং অসহনীয়।’



এদিকে, পাকিস্তানী হাই কমিশনার যুদ্ধবিরতি ভঙ্গের বিষয়টি অস্বীকার করেই দু’পক্ষে সমঝোতার ডাক দিলেন।ভারতে নিযুক্ত পাকিস্তানের হাই কমিশনার সালমান বশির বলেন, ‘এসময়ে দু’দেশের একসাথে কাজ করাটাই বেশি গুরুত্বপূর্ণ। দু’পক্ষে লড়াই-মারামারি না করে, পারস্পরিক সমঝোতার মাধ্যমে এগুনো উচিৎ। সামাজিক এবং রাজনৈতিক অবকাঠামো মেনে কাজ করলেই সীমান্তে শান্তি আসবে।’



উচ্চ পর্যায়ে যে আলোচনাই হোক না কেনো, এলওসি সীমান্তের দু’পাশে এখনো বিরাজ করছে থমথমে পরিস্থিতি। এমনকি, দু’দেশের সেনাবাহিনীও যে কোনো সময় হামলার জন্য প্রস্তুত।

এদিকে, ভারত ও পাকিস্তানকে যুদ্ধবিরতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার সীমান্তে উত্তেজনা নিরসনে দুদেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সংস্থাটি। পাকিস্তান ও ভারতের পক্ষ থেকে জাতিসংঘে আনুষ্ঠানিক কোনো অভিযোগ পাঠানো না হলেও সীমান্তে অস্থিরতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছে তারা।

খবরের সূত্র এই লিংকে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০৩

শিক কাবাব বলেছেন: শুধু এই কারণে আমি Fuckistanir সাপোর্ট দেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.