![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে গত কয়েক দিনে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় বোস্টনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বোস্টনের মেয়র থমাস মেনিনো এ জরুরি অবস্থা জারি করেন। মেয়র জানান, এ পর্যন্ত আক্রান্ত ৭শ’ রোগীর সন্ধান মিলেছে, যা গত বছরের তুলনায় ১০ গুণ। এ অবস্থা মোকাবেলায় স্বাস্থ্য কর্মীরা দ্রুত কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনসন শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানায়, যুক্তরাষ্ট্রে গত এক সপ্তাহে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত রোগীর সংখ্যা ৭ দশমিক ৩ শতাংশে পৌঁছেছে। গত কয়েক দিনে ২০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। খবরের সূত্র এই লিংকে
তাদের সকলের বয়স ১৮ বছরের নিচে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কত কয়েক বছরের মধ্যে এবারই ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি। এ কারণেই বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে শীত মৌসুমে সর্ব সাধারনকে ফ্লু-শট বা টিকা দেওয়ার জন্য বারবার বলা হয়ে থাকে। নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্ত হলে রোগীর মাথা ও শরীরে ব্যথা, সর্দি-কাশি, নাক দিয়ে পানি পড়া ও জ্বরের মাত্রা বেড়ে যায়। শিশু ও বয়স্কদের এ জাতীয় রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের হাসপাতালে ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত রোগী ভতির সংখ্যা বেড়ে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কিছুটা কমেছে। তবে অন্য অঙ্গরাজ্যগুলোর তুলনায় মাসাচুসেটসে ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাব বেশি জানিয়েছেন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের মুখপাত্র। পেনসিলভানিয়া রাজ্যের পূর্বাঞ্চলের একটি হাসপাতালের বাইরে তাঁবু খাটানো হয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের স্বাস্থ্যকর্মীদের নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে আক্রান্তদের চিকিত্সার জন্য অতিরিক্ত সময় কাজ করতে হচ্ছে। গত বছরের সেপ্টেম্বর থেকেই ফ্লু-শট দেয়ার কাজ শুরু হলেও অনেকেই ইচ্ছাকৃতভাবে এখনও তা নেননি। কিন্তু শুক্রবার থেকে বোস্টনে নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা জ্বরে রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় টনক নড়েছে সবার। এখন স্থানীয় ফার্মেসি এবং স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ফ্লু-শট নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়িয়েছেন অনেকেই।
©somewhere in net ltd.
১|
১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৪
তৌফিক মাসুদ বলেছেন: আমাদের দেশে যেন এগুলো রোগ না হয় সে আশাই রইল।