নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুষ্ঠু ব্লগিং সবার কাছে কাম্য

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো

ঠগী

পিসি কম সময় দিবেন।

ঠগী › বিস্তারিত পোস্টঃ

রায় শুনে খালেদা শোকে পাথর : মতিয়া

২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৪



কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, “রাজাকারের ফাঁসির রায় শুনে খালেদা জিয়া শোকে পাথর হয়ে গেছেন। তাই রায়ের পর কোনো প্রতিক্রিয়া দিতে পারেনি।” তিনি বলেন, “মানুষ যেমন অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। খালেদা জিয়া এত শোক পেয়েছে যে শোকে তিনি পাথর হয়ে গেছেন। তাই তিনি আর কথা বলতে পারছেন না। তাই তিনি কোনো প্রতিক্রিয়াও দিতে পারছেন না।”



বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার ১৪ দলের মানববন্ধন সফল করতে মহানগর ১৪ দল আয়োজিত বৈঠকে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশে আওয়ামী লীগ রাজাকারদের কবর দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে মন্তব্য করে মতিয়া চৌধুরী বলেন, “মাত্র এক জনের রায় হয়েছে। পর্যায়ক্রমে সবকয়টি রাজাকারের বিচার হবে। এক জন রাজাকার অবশিষ্ট থাকা পর্যন্ত এ বিচার চলবে। রাজনৈতিক এজেন্ডা বস্তবায়নে যুদ্ধাপরাধীদের বিচার জনগণ মেনে নেবে না’ বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের এমন বক্তব্যের জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “মুক্তিযুদ্ধও ছিল রাজনীতি। খবরের সূত্র এই লিংকে



জনগণের অধিকার আদায়, শোষণ থেকে মুক্তি পেতে বাংলার মানুষ নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে ৯ মাস যুদ্ধ করেছে। এ বিচারও দলের নয়, জনগণের রাজনৈতিক এজেন্ডা।” এ বিচারে রাজনৈতিক হিংসা চরিতার্থ করতে করা হচ্ছে না। এ বিচার প্রক্রিয়া সর্ম্পূণ নিরপেক্ষ বলেও দাবি করেন তিনি। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, “জামায়াত যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি ঘোমটা খুলে মাঠে নেমে গেছে। একটি মাত্র রায়ই শেষ নয়, বার বার রায় হবে। সব যুদ্ধাপরাধীদের বিচার হবে। ৭১ এর রক্ত শহীদদের বৃথা যেতে পারে না।”

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪০

সুখোই-৩৫ বলেছেন: বিএনপি'র মাজা ইতিমধ্যে ভেঙ্গে গেছে। বায়োনিক মাজা নিয়ে মাজা ভাঙ্গা তারেকরে তার বউই যে ছেড়ে যাবে না তার নিশ্চয়তা কী? আগে বউ সামলা, তারপরে দেশ সামলাইতে আসিস। খালেদা বেগম শেষ। উনার এখন আর কোন আশা ভরসা নাই। বিএনপিও এখন ভাঙ্গনের মুখে।

২| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৭

সর্বহারা:৭১ বলেছেন: মুঁর খালার ছবি এইহানে কেন?? মুর খালা তো মুজিবের চামড়া দিয়ে ঢুকঢুকি বাজাইতে চাইছিল!!!!!! :P :P :P :P :P :P :P হাজাকারের ফাঁসি দিতেই হইব!!!!!!!!

৩| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: এই মহিলাকে আগে অনেক শ্রদ্ধা করতাম, কিন্তু ফাঁকা বুলি ও প্রতিপক্ষকে অসম্মান করে কথা বলাতে সম্মানটুকু হারিয়েছেন। বাচাল মহিলা

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫০

ড্যানিশ কনডেন্সড মিল্ক বলেছেন: @সুখোই-৩৫

ভাইসাব তারেক মিয়ারতো মাজা ভাঙ্গা তাই হেতের বউ হেতেরে ছাইড়া যেতেই পারে .......কিন্তুক জয় দাদারতো মাজা শক্ত আছে...তয় হেতের বউ হেতেরে ছাইড়া গেলু কেনো :>

৫| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১১

abdur_rahimhappy বলেছেন: বেশরমি নারী
তুর মুখে ঝাড়ু মারি ,
তুর মুখটা মুরগীর পাচা
তুর আক্কলটা একটু বেশি কাছা ।

৬| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৩

বাঁশ বাগান বলেছেন: ড্যানিশ কনডেন্সড মিল্ক /সুখোই-৩৫ : মাজা অনেকেরই ভাংগতে পারে। কারোটা আগে, আর কারোটা পড়ে এই ই আর কি: :) হা হা হি হি

৭| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৬

সুখোই-৩৫ বলেছেন: জয় ভাইয়া মদ খাইয়া ধনের ক্ষমতা নষ্ট কইরা ফালাইছে মনে হয়। @ মিল্ক

৮| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:১৭

ফাহিম আহমদ বলেছেন: আকিজ বিড়ি খায় নাকি ঠুটি কালো কিল্লাই ;)

৯| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

মোহাম্মেদ তারেক হোসাইন বলেছেন: abdur_rahimhappy বলেছেন: বেশরমি নারী
তুর মুখে ঝাড়ু মারি ,
তুর মুখটা মুরগীর পাচা
তুর আক্কলটা একটু বেশি কাছা ।
হাসতেই আছি।। :#) :#) :#)

১০| ২৪ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২২

টয় বয় বলেছেন: এই মহিলা মুখ খুললেই গুলিস্হানের পাবলিক টয়লেটের কথা মনে পড়ে, ইয়াক্ক, ইয়াক্ক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.