![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গ্রামীণ ব্যাংককে ধ্বংস করার জন্য যা-যা করা দরকার সবকিছুই করছেন ড. মুহাম্মদ ইউনূস। অনুসন্ধান কমিটির মাধ্যমে ব্যাংকের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ প্রক্রিয়াকেও ড. ইউনূস বাধাগ্রস্ত করছেন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বুধবার সন্ধ্যায় সচিবালয়ে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মোজাম্মেল হকের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, ড. ইউনূস নিজেকে ছাড়া গ্রামীণ ব্যাংকে চলতে দিতে চান না।
নিজের গড়া প্রতিষ্ঠানকে ড. ইউনূস নিজেই ধ্বংস করছেন—এ মন্তব্য করে আবদুল মুহিত বলেন, ‘সার্চ কমিটিতো ড. ইউনূস সাহেব আটকে রেখেছেন। উনিই এটা দখল করে বসে আছেন। গ্রামীণ ব্যাংক উনি দখল করে রেখেছেন। এটাকে কাজ করতে উনি দেবেন না। উনি যা কিছু করছেন ব্যাংকটাকে ধ্বংস করার সব ব্যবস্থা করে নিয়েছেন। এর চেয়ে আর বড় ধ্বংসাত্মক কোনো পদক্ষেপ কোনো ব্যক্তি দিতে পারবেন না। যিনি প্রতিষ্ঠা করেছেন তিনিই এটা ধ্বংস করতে মনস্থ করেছেন।’
বৈঠকে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বলেন, পরিচালনা পর্ষদের কোনো সদস্য তাকে ব্যাংক পরিচালনায় সহায়তা করছেন না। একই সঙ্গে গ্রামীণ ফোন থেকে পাওনা ৩০ হাজার কোটি টাকা অবৈধভাবে গ্রামীণ ট্রাস্টে নেয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। খবরের সূত্র এই লিংকে
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:৩২
সাদা মনের মানুষ বলেছেন: খেয়া ঘাট বলেছেন: ইংরেজি সাহিত্য পড়ে দেশের অর্থনীতি চালাতে গেলে এরকমই বলতে হয়।
৩| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:১১
ইফতেখার ভূইয়া বলেছেন: "আবুল মাল" বলে কথা
৪| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২৭
ঢাকাবাসী বলেছেন: এদেশের ইতিহাসে সবচাইতে নিকৃষ্ট মানের অর্থমন্ত্রী হলেন এই আ.মা.আ.মু সাহেব। তিনি ইংরেজিতে পারতে পারেন অর্থনীতির অ আ জানেননা। এই বয়সে সরকারের এরকম নির্লজ্জ পাচাটা চামচাগিরি নেহাৎই অশোভন।
৫| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫২
পথহারা সৈকত বলেছেন: শালা, মাল একটা পা চাটা নাদান। ড. ইউনূস গ্রামীণ ব্যাংককে ধ্বংস করছেন আর তোরা শালা দেশটা ধ্বংস করছিস..............
৬| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯
১১স্টার বলেছেন: নামে মাল কামে মাল নাই
৭| ২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৮
আমাদের ইয়াহু বলেছেন: Eunus Saheb to grameen na pura deshta dhongsho kore gechen. ekhon tar bale rosi lagan. Rajakar banaiya fashi den.
৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:০৪
ইফতেখার ভূইয়া বলেছেন: আমাদের ইয়াহু বলেছেন: Eunus Saheb to grameen na pura deshta dhongsho kore gechen. ekhon tar bale rosi lagan. Rajakar banaiya fashi den.
ভাই সাহেব, অন্ধ লোকদের কর্নিয়া দিয়ে যদিওবা পৃথিবীর আলো দেখানো সম্ভব কিন্তু জ্ঞান পাপীদের দিয়ে তাও সম্ভব না।
©somewhere in net ltd.
১|
২৫ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:০৩
খেয়া ঘাট বলেছেন: ইংরেজি সাহিত্য পড়ে দেশের অর্থনীতি চালাতে গেলে এরকমই বলতে হয়।