![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশ ভবন’ স্থাপন করা হবে। বাংলাদেশ-ভারতের প্রধানমন্ত্রীদ্বয়ের যৌথ ইশতেহার ঘোষণার পরিপ্রেক্ষিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
২ ফেব্রুয়ারি শনিবার শিক্ষাসচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছেন। প্রতিনিধিদলের অন্য সদস্য হলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. আতফুল হাই শিবলি ও কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপ-হাইকমিশনার আবেদা সুলতানা।
বাংলাদেশ প্রতিনিধিদল প্রস্তাবিত বাংলাদেশ ভবনের স্থান নির্ধারণ, পারিপার্শ্বিকতা, ভবনের আকার, নকশা, নির্মাণের সম্ভাব্য ব্যয় ইত্যাদি বিষয় নিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দ্বিপাকি মতবিনিময় করেছেন। পরে তারা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত চীনভবন ও নিপ্পনভবন এবং বাংলাদেশ ভবনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন। প্রতিনিধিদল দেশে ফিরে শীঘ্রই এ বিষয়ে একটি প্রতিবেদন দাখিল করবেন।
প্রতিনিধিদল আগামীকাল ঢাকায় ফিরবেন বলে আশা করা যাচ্ছে। খবরের সূত্র এই লিংকে
©somewhere in net ltd.