![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রেশমাকে উদ্ধারের পর খবর পেয়ে সাভার সিএইমএইচে ছুটে আসেন তার বোন আসমা। তিনি জানিয়েছেন, তাদের বাড়ি দিনাজপুরের বীরগঞ্জে। রেশমা তিন বোনের মধ্যে সবার ছোট ছিল।
শুক্রবার বিকেলে রেশমা উদ্ধার পাওয়ার পরপরই তিনি ছুটে আসেন ঘটনাস্থলে। তিনি বলেন, ‘বোনের লাশটা অন্তত পাওয়া যায় নাকি তার অপেক্ষাত ছিলাম। রেশমা উদ্ধারের খবর পায়া এখানে ছুটি আসি।’
আসমা আরও বলেন, ‘ওরে জীবিত দেখবো কখনও চিন্তাও করি নাই।’ উদ্ধার পেয়েই রেশমা তার বোনের সঙ্গে কথা বলতে চান। সঙ্গে সঙ্গে উদ্ধারকারী সেনা সদস্যরা আসমার সঙ্গে যোগাযোগ করেন। এরপর তাকে সেনাবাহিনীর গাড়িতে করে নিয়ে যাওয়া হয় সাভার সিএমএইচে। উদ্ধারের পর সেখানেই ভর্তি করা হয় রেশমাকে।
সংবাদের সূত্র এই লিংকে
©somewhere in net ltd.