![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ সরকারের বর্তমান মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচারের রায় কার্যকর করা হবে।
রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা মুক্তিযোদ্ধা সংসদ আয়েজিত ৫ মে কোরআন শরিফে অগ্নিসংযোগকারীদের শাস্তির দাবিতে এক সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি একথা বলেন। আইন প্রতিমন্ত্রী বলেন, হেফাজত-জামায়াত-বিএনপি একই।
হেফাজত বিএনপি-জামায়াতের সৃষ্টি। তারা নতুন সংগঠন তৈরি করে একটা অরাজকতা করতে চেয়েছিল। এসব পরগাজা বিলীন হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। কামরুল ইসলাম বলেন, যুদ্ধাপরাধীদের বাঁচাতে ৪২ বছর পর আবার এক অপশক্তি তৎপর হয়ে উঠেছে। ১৯৭১ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তিকে রুখে দিতে হবে। ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম বলেন, ৫ মে যারা কোরআন পুড়িয়েছে তাদের বিচারের জন্য তদন্ত চলছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচার হবে। তিনি বলেন, আমরা সব ষড়যন্ত্র মোকাবেলা করে চারটা রায় দিতে সক্ষম হয়েছি এবং এই সরকারের মেয়াদেই তা কার্যকর করা হবে। সংগঠনের সভাপতি মো. হুমায়ুন কবিরের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাপ্টেন এবিএম তাজুল ইসলাম, সংগঠনের ভাইস প্রেসিডেন্ট এমদাদুল হক প্রমুখ।
সংবাদের লিংক সূত্র
©somewhere in net ltd.