নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুষ্ঠু ব্লগিং সবার কাছে কাম্য

আমার পোস্ট গুলো পড়ার অনুরোধ রইলো

ঠগী

পিসি কম সময় দিবেন।

ঠগী › বিস্তারিত পোস্টঃ

শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ প্রথা উঠে যাচ্ছে

১৫ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৬

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তথা দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগের প্রাথমিক যোগ্যতা অর্জনকারী ‘বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যায়ন কর্তৃপক্ষে’র (এনটিআরসিএ) সনদের মেয়াদ তুলে দেয়া হচ্ছে।



বর্তমানে এ সনদের মেয়াদ ৫ বছর ধরা হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী জীবনে একবার পাস করলেই চাকরির বয়স থাকা পর্যন্ত তা বহাল থাকবে। ফলে এ পরীক্ষায় উত্তীর্ণ ৪ লক্ষাধিক শিক্ষক, প্রার্থী এবং শিক্ষকতা পেশায় আগ্রহীদের দুশ্চিন্তার অবসান ঘটছে। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, নতুন এই নির্দেশনাসংবলিত এসআরও দু-একদিনের মধ্যে জারি হবে। একজন সংক্ষুব্ধ ব্যক্তির মামলা আর শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।



দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত শিক্ষক নিয়োগের লক্ষে ২০০৫ সালে সরকারি এক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এনটিআরসিএ গঠিত হয়। পরের বছর এ ব্যাপারে একটি বিধিমালা তৈরি করা হয়। তবে ২০০৫ সালেই সরকার প্রথম নিবন্ধন পরীক্ষা নেয় এবং অর্ধ লক্ষাধিক প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগের যোগ্য বলে সনদ দেয়।

সংবাদের সূত্র এই লিংকে

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.