![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নিরাপত্তায় অবহেলা দেখানোতে নকশালদের হাতে মরতে হয়েছে ছত্রিশগর কংগ্রেসের ২৯ কর্মীর। ভারতীয় বার্তা সংস্থা এনডিটিভির খবরে এসব বলা হচ্ছে। যে রাস্তা দিয়ে কংগ্রেসের গাড়ি বহর যাচ্ছিলো। সেটি ছিলো নকশাল প্রবণ এলাকা। সেখানে যাওয়া আসা করার আগে স্থানীয় পুলিশ স্টেশনকে আগে ভাগে জানাতে হয়। নিজস্ব নিরাপত্তা যেকোনো সময়ের চাইতে বাড়াতে হয়। কিন্তু গত শনিবার সন্ধ্যায় সেরকম কোনো পদক্ষেপ নেয়নি ছত্রিশগর কংগ্রেস এর নেতারা। সাধারণ নিরাপত্তা নিয়ে সুকমা জেলায় পরিবর্তন যাত্রা নামক একটি রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে গিয়েছিলেন তারা। কর্মসূচি শেষে ফেরার পথে এ ঘটনা ঘটে। ২৫ টি গাড়ি বহর ছিলো সে যাত্রায়। র্যালী করে শনিবার সন্ধ্যা তারা ফিরছিলো। ছত্রিশগর কংগ্রেসের পুরো ইউনিট ছিলো ওই গাড়ি বহরে। ধর্মা ভ্যালি নামক একটি সরু সড়কে কংগ্রেসের গাড়ি বহর থেমে যায়। নকশালরা দুটি ট্রাক আগে ভাগে সেখানে রেখে র্যালীর গতি রোধ করে।
বাকীটা পড়তে চাইলে এই লিংকে ক্লিক করুন
©somewhere in net ltd.