![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তিযুদ্ধের পর থেকে বাংলাদেশে কখনও সাধারণ মানুষের ভালর জন্ন,দেশের শান্তির জন্য কোনও সুস্থ রাজনীতির চর্চা মনে হয়না হয়েছে। শুধুমাত্র ক্ষমতার লোভে, নিজের গদিকে টিকিয়ে রাখার রাজনীতি হয়েছে। আর সেই লোভের আগুনে পুড়েছে আমাদের মত হাজার হাজার সাধারণ মানুষ। এই দেশ শুধুমাত্র নামেমাত্র গনতান্ত্রিক দেশ। সত্যিকার অর্থে কোনদিন ছিলনা আর সামনে কখনও হবে কিনা জানা নাই। সাধারণ মানুশগুলকে এভাবে হত্যা করে, এভাবে মেরে এরা কি প্রমান করতে চায়? এরা কখনও সুস্থ মানুষ হতে পারেনা। সুস্থ মানুষের পক্ষে কখনও সম্ভব না জ্যান্ত মানুষকে পুড়িয়ে মারা। এরা আসলে মানুষই না,এরা পশু। নাহ পশুর চেয়েউ অধম। সবগুলা জারত সন্তান। জানিনা এই দেশ এমন পশুর হাত থেকে কখনও মুক্তি পাবে কিনা। এই হত্যাযজ্ঞ বন্ধ করতে হবে। সাধারণ মানুষকে বাঁচতে দিতে হবে। আর কত নাহিদের লাশ দেখলে ঐ পশুরা ঠাণ্ডা হবে????
২| ২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
েতাফােয়ল েহােসন বলেছেন: চেষ্টা থাকবে।।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মৌমিতা আহমেদ মৌ বলেছেন: নিয়মিত লিখবেন এই আশা রইল