নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার অবমাননা

মুক্তচিন্তাকামী

সন্ধ্যা কানন

মুক্তচিন্তাকামী

সন্ধ্যা কানন › বিস্তারিত পোস্টঃ

ভারতের সুবিধা বেশি, সুযোগ আছে বাংলাদেশেরও,,,,,সত্যিই কি সুযোগ আছে ??

১১ ই জুন, ২০১৫ বিকাল ৫:০৯

“ভারতের সুবিধা বেশি, সুযোগ আছে বাংলাদেশেরও”, হুম বাংলাদেশেরও সুযোগ আছে আর সেটা হল বাঁশ খাওয়ার । মোদীর বাংলাদেশ সফর অবশ্যই সফল, আর বিফল হয়েছি আমরা পুরা দেশবাসি। মোদীর বাংলাদেশের মত গরীব দেশের কাছ থেকে যা যা নেয়ার মতো তার সবই নিয়েছে এখন শুধু বাকি ছিল স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ এর উপর রাজত্ব করা সেটাও সফল । “মোদী সরকার” হাসিনা সরকারও চায় না বাংলাদেশও চায় না, তারা যা চায় তা হল বহির বিশ্ব বিশেষ করে “আমেরিকা” আর “চীন” যাতে বাংলাদেশকে ব্যবহার করে তাদের উপর নজরদারি করতে না পারে । আর তাতেও তারা সাফল্য মণ্ডিত হয়েছে । আর এই কারনেই হয়ত চীনের দেয়া অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রস্তাবনাগুলোও মনে হয় না আর বাংলাদেশে আলোর মুখ দেখবে । আমাদের বোঝা উচিৎ যে, আমরা উন্নয়নশীল দেশ । তাই সবার কাছ থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোর ক্ষেত্রে আমরা যাতে সাহায্য গ্রহন করতে পারি, বাংলাদেশ সরকারের সেদিকে নজর দেয়া উচিৎ, দলীয় কোন্দলনের দিকে নয় । তা না হলে এই বাংলার মাটিতে আবার নতুন করে পলাশীর যুদ্ধ সংগঠিত হবে আর অস্তমিত যাবে বাংলার সূর্য, আর মীরজাফর হিসেবে নতুন করে পদবী পাবে আরও অনেকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.