নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্তচিন্তার অবমাননা

মুক্তচিন্তাকামী

সন্ধ্যা কানন

মুক্তচিন্তাকামী

সন্ধ্যা কানন › বিস্তারিত পোস্টঃ

শ্রাবণ

১০ ই মার্চ, ২০১৭ রাত ১০:৪৫

শ্রাবণের ঐ মৃদু বারিধারা
গুড়ুম গুড়ুম হুংকারে,
মন যে পাগলপারা ।
আকাশের ঐ নিঝর বারিধারা
ক্ষিপ্ত মনের হুংকারে,
নিজে আত্মহারা ।
রাগিছে যেন মৃত্তিকারও তরে
কাঁদছে শুধু ঝুমুর ঝুমুর স্বরে ।
বৃক্ষ সকল উড়ছে পাখা তুলে
উড়ছে সকল আকাশে বুক খুলে ।
গাছের পুষ্প যেন
সাজে নতুন ঢংয়ে ,
ঘটা করে আসছে বর
মিলবে অভিসারে ।
অম্র কাননে লেগেছে নতুন আগুন
পুষ্প কদম নাচছে তালে ,
দুলছে মনে শুভ্র ফাগুন ।
কৃষ্ণচূড়ার ঐ শঙ্খ ডালে ,
মৃদু বারি যেন নূপুর পায়ে খেলে ।
মেঘের ঐ কৃষ্ণ অন্তরালে
সূর্য্যি মামা চুপটি করে ,
ঘুমোয় মাতৃকোলে ।
শ্রাবণের ঐ ক্ষিপ্ত বারিধারা
মনের মাঝে বিরহ সূরে,
নিজে বাস্তু হারা ।
প্রকৃতিরা ভিজছে সবাই
নাই কোন মানা,
দলবেঁধে সব উড়ছে পাখি
আকাশে তুলে ডানা ।
শ্রাবণের ঐ নতুন সকাল
রংধুনুতে আঁকা,
হটাৎ করে গুড়ুম স্বরে
মেঘে আকাশ ঢাকা ।
শ্রাবণের ঐ শেষের বিকেল
বিরহ চলে যাওয়ার,
মনের মাঝে নতুন হাসি
শ্রাবণকে ফিরে পাওয়ার ।।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৭

নাদিম আহসান তুহিন বলেছেন: ভালো লাগলো

১০ ই মার্চ, ২০১৭ রাত ১১:৩৯

সন্ধ্যা কানন বলেছেন: ধন্যবাদ ভাই নাদিম

২| ১১ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২৬

ধ্রুবক আলো বলেছেন: মনের মাঝে নতুন হাসি
শ্রাবণকে ফিরে পাওয়ার ।। বেশ চমৎকার
খুব ভালো লাগলো।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.