নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি তিলন

দেশের শত্রুদের সাথে কোনও আপোষ নেই, হোক সে শিবির অথবা ছাত্রলীগ

তিলন

ভালই আছি, ভালই থাতে চাই।

তিলন › বিস্তারিত পোস্টঃ

আজকের সামহোয়্যার ইন... ব্লগ আয়োজিত প্রেস কনফারেন্সের প্রেস কাভারেজ এর সবগুলো লিঙ্ক একসাথে

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৩



আজকে দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সামহোয়্যার ইন... ব্লগ আয়োজিত সংবাদ সম্মেলনে জানা এই ব্লগে এবং ব্লগারদের উপর নানা আক্রমনের কথা তুলে ধরেন। বিস্তারিত দেখুন লিংকগুলোতে।



আরও লিঙ্ক পেলেই আপডেট করা হবে।



প্রথম আলো

সামহোয়্যার ইন ব্লগ পরিচালকের সংবাদ সম্মেলনঃ পরিবারসহ নিরাপত্তাহীনতায় আছি



যুগান্তর

আমরা স্বাধীনতা এবং সব ধর্মের প্রতি শ্রদ্ধাশীলঃ জানা



নয়া দিগন্ত

জামাত শিবির পরিচালিত পত্রিকা বলে লিঙ্কটি মুছে দেওয়া হল, আসুন জামাত-শিবিরের পণ্য বর্জন করি।



বাংলনিউজ২৪

নিরাপত্তাহীনতায় বাংলা ব্লগাররা: জানা



প্রিয় নিউজ

আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে : সামহোয়্যার ইন ব্লগ কর্তৃপক্ষ



শেয়ার নিউজ২৪

নিরাপত্তাহীনতার কারণে ব্লগারদের সংবাদ সম্মেলন



নিউজএজেন্সি২৪

পরিবারসহ নিরাপত্তাহীনতায় আছি : সামহোয়্যার ইন ব্লগের পরিচালক



নিউজ পাবনা

নিরাপত্তাহীনতায় বাংলা ব্লগাররা: জানা



সংবাদ২৪

নিরাপত্তা চেয়ে সামহোয়্যার ইন ব্লগের সংবাদ সম্মেলনে



টাইমস ওয়ার্ল্ড ২৪

ব্লগারদের নাস্তিক বলায়, নিরাপত্তাহীনতায় সাধারণ ব্লগাররা



মানবজমিন

সামহোয়্যার ইন ব্লগ পরিচালকের সংবাদ সম্মেলন নিরাপত্তাহীনতায় আছি



জাস্টনিউজ বিডি

অপপ্রচারের জবাব দিল সামহোয়্যার ইন ব্লগ



আমাদের সময়

সামহোয়ার ইন ব্লগ কোনও পক্ষের নয় : জানা



ডয়চে ভেলে

ব্লগারদের নিরাপত্তা চেয়ে থানায় জানা





এর সাথে সংশ্লিষ্ট কিছু লিঙ্ক





‘বাংলা ব্লগ মানেই কুৎসিত অসভ্যতা নয়’



প্রেস রিলিজ এর পিডিএফ









*শেষের কিছু লিঙ্ক সংগ্রহ করতে সহায়তা করেছেন ব্লগার আমিনুর রহমান । তাকে অনেক ধন্যবাদ।

মন্তব্য ৬২ টি রেটিং +৮/-০

মন্তব্য (৬২) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

দলছুট শুভ বলেছেন: নয়া দিগন্তের লিঙ্ক মুছে ফেলা হোক।

জামায়ত-শিবিরের সকল প্রতিষ্ঠান বর্জন করা হোক।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০১

তিলন বলেছেন: মুছে দেওয়া হল। আমিও এটাই ভাবছিলাম। ধন্যবাদ।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০০

অর্ফিয়াস বলেছেন:

আমার কমেন্ট

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৮

তিলন বলেছেন: ভালো বলেছেন, ধন্যবাদ।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১১

নোবিতা রিফু বলেছেন: ভালো কস্ট করেছেন ভাই, থেঙ্কু। একবারে সব লিঙ্কু পাইলাম। :)



তয় পিছের দেয়ালের এই অবস্থা ক্যান? রঙ করে না? :P

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৪

তিলন বলেছেন: এটা তো রিপোর্টার্স ইউনিট কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। ধন্যবাদ।

৪| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

সায়েম মুন বলেছেন: এই মুহূর্তে এই কনফারেন্স এমার্জেন্সি ছিল। ছাগু সম্প্রদায় কোনঠাসা হয়ে যাওয়ার পর লাস্ট অস্ত্র হিসেবে ব্লগারদের নাস্তিক, মুরতাদ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে গেছে। সেই সাথে এখানকার পরিচালক সহ অনেক ব্লগারের জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে।
শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

তিলন বলেছেন: আমরা ব্লগাররা জানি ব্লগের পরিবেশ স্বচ্ছ রাখতে ব্লগ কর্তৃপক্ষ কত নিবেদিত। যারা জানে না, তাদেরকেও এটা জানানো দরকার যাতে কোনও সুবিধাবাদি চক্র এর সুযোগ নিতে না পারে। আপনাকেও ধন্যবাদ।

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩২

মামুনুর রশী২৪৩৭ বলেছেন: কয়লা ধুলে কি ময়লা যায়? ভাই আমাদের শপথ েনয়া দরকার জামত িশবিরের কোন কিছু আমরা ধরবনা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০০

তিলন বলেছেন: একদম ঠিক কথা বলেছেন। কয়লা ধুলে ময়লা যায় না।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:১১

মামুন রশিদ বলেছেন: একদিকে সব ব্লগারই এখন রাজাকারদের আক্রমনের লক্ষ্যবস্তু, অন্যদিকে সামহোয়্যারইন তথা জানা-আরিল এবং তার পরিবার শুধু রাজাকারই নয়, কিছু কুৎসিত-জঘন্য মানুষের আক্রমনের শিকার ।


এইরকম একটা প্রেস-কনফারেন্স খুবই দরকার ছিলো । অনেকগুলো প্রেস-কভারেজের লিংক একসাথে দেয়ায় লেখককে ধন্যবাদ ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২৫

তিলন বলেছেন: আমাদের এই প্রিয় ব্লগটি শুধুমাত্র রাজাকার আর এর দোসরই নয় বরং কিছু সভ্য মুখোশধারীদেরও কুৎসিত আক্রমনের শিকার যা খুবই দুঃখজনক। এদেরকে রুখে দেওয়ার দায়িত্ব শুধু কর্তৃপক্ষেরই নয় আমাদের সবারই। ধন্যবাদ।

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:২১

শামীম সুজায়েত বলেছেন: সামহোয়ারইন ব্লগে সভ্যতা বজায় রেখে আমার পারছি নিজেদের স্বাধীন মত প্রকাশ করতে । না জানা অনেক কিছূ জানার সুযোগ হচ্ছে এবং রেফারেন্স হিসেবে তা সংরক্ষণ করাও যাচ্ছে। তাছাড়া এটি ন্যায়পরণতা ও নিরপেক্ষতা বজায় রেখে ৭১ এর চেতনা জাগ্রত করা এবং দেশত্ববোধ চর্চায় রাখছে প্রশংসনীয় ভুমিকা।

গণসচেতনতা বৃদ্ধিতে এই ব্লগটির ভুমিকা তুলনাহীন। এখানে নানা পেশা ও মেধার মানুষের মুক্তচিন্তার বিকাশ ঘটছে।

গুটি কয়েক ব্লগারের লেখনীর কারণে সামহোয়ারইন ব্লগকে বিতর্কীত করে তোলা অন্যায় এবং অবিবেচকের মত আচরণ। একজন ব্লগার হিসেবে অবশ্যই সামুর বিরুদ্ধে সৃষ্ট সকল ষড়যন্ত্র প্রতিহত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের সকলের উচিৎ আরও বেশি দায়িত্বশীল হওয়া।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৬

তিলন বলেছেন: সকল বিতর্কিত লেখককে খোঁয়াড়ে পাঠানো হোক।

৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০১

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: এইবার কিছু মানুষের শুভ বুদ্ধির উদয় হোক!!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:০৪

তিলন বলেছেন: এইবার কিছু মানুষের শুভ বুদ্ধির উদয় হোক!!!

৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ++++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২০

তিলন বলেছেন: ধন্যবাদ।

১০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪১

বল্টু মিয়া বলেছেন: এই দুঃসময়ে সামু আর জানা আপুর সাথে আছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:২৯

তিলন বলেছেন: সাথে আছি সবসময়। ধন্যবাদ।

১১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

চেয়ারম্যান০০৭ বলেছেন: সাথে আছি সামুর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩০

তিলন বলেছেন: সাথে আছি সবসময়। ধন্যবাদ।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

দায়িত্ববান নাগরিক বলেছেন: ভালো কাজ হয়েছে। খুব বেশি দরকার ছিল! সামুর সাথে আছি।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৭

তিলন বলেছেন: সাথে আছি সবসময়। ধন্যবাদ।

১৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯

ভুল উচ্ছাস বলেছেন: খালি ছাগু সম্প্রদায় না ইদানিং আরিফ জেবতিক আর ডাক্তার আইজুর মতো শেয়ালও সামুর পিছনে লাগছে।

আঙ্গুর ফল টক।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

তিলন বলেছেন: খুবই দুঃখজনক একটা ব্যাপার যখন দেখি সামুরই প্রাক্তন কিছু ব্লগার এর ক্ষতি করার সুযোগ খুঁজে বেড়ায়। খুবই দুঃখজনক!

১৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:১৩

হাসান মাহবুব বলেছেন: +++++

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৮

তিলন বলেছেন: ধন্যবাদ।

১৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৫:০৯

মনসুর-উল-হাকিম বলেছেন: অন্যায়-অযৌক্তিক বিরোধিতা দেশ ও জাতির জন্য নেতিবাচক।
আসুন আমরা সামুর বিরুদ্ধবাদীদের ধিক্কার জানাই।
জানা আপুসহ সামুর ব্যবস্থাপনার প্রতি সৎ-সহমর্মিতা জ্ঞাপন করি।

যে বা যারা সামুর নামে খারাপ কিছু বলছে, তারা আসলে সাধারন মানুষের মত প্রকাশের স্বাভাবিক স্বাধীনতায় তথা কল্যামমূখী গণতন্ত্রে বিশ্বাসী নয়।

শুভেচ্ছান্তে ধন্যবাদ।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৯

তিলন বলেছেন: আসুন আমরা সামুর বিরুদ্ধবাদীদের ধিক্কার জানাই।

১৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:১৬

মিতক্ষরা বলেছেন: সোনার বাংলা ব্লগ সম্পাদকের তো কোন হদিস নেই!!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

তিলন বলেছেন: এদের কোন হদিস না থাকাই ভালো। /:)

১৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:১৬

অবসরপ্রাপ্ত বাউন্ডুলে বলেছেন: ++++ ... সাথে আছি...

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫০

তিলন বলেছেন: সাথে আছি সবসময়। ধন্যবাদ।

১৮| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:১৬

হাবিব০৪২০০২ বলেছেন: মনসুর-উল-হাকিম বলেছেন: অন্যায়-অযৌক্তিক বিরোধিতা দেশ ও জাতির জন্য নেতিবাচক।
আসুন আমরা সামুর বিরুদ্ধবাদীদের ধিক্কার জানাই।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

তিলন বলেছেন: ধন্যবাদ।

১৯| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:২৬

ফারাহ দিবা জামান বলেছেন:
কদিন থেকেই দেখছি।

খুব খারাপ লাগছে ব্যাপারটা।

জানা আপু নিরাপদে থাকুক।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

তিলন বলেছেন: সকল ব্লগার নিরাপদে থাকুক।

২০| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১০:৩৩

পলক শাহরিয়ার বলেছেন: সামু চিরজীবি হোক!

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

তিলন বলেছেন: সামু চিরজীবি হোক!

২১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৩

s r jony বলেছেন: পোস্টের জন্যে ধন্যবাদ

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

তিলন বলেছেন: আপনাকে স্বাগতম।

২২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৭

গ্যাম্বলার বলেছেন: আশা করি এই ঠেলায় সামু কতৃপক্ষ কিছু শিক্ষা নিবে..

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

তিলন বলেছেন: সামু কতৃপক্ষ সবসময়ই সচেতন, তবে এখন আরও বেশি সচেতন হবেন এই কামনা করি।

২৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪০

বাংলার অতুল বলেছেন: পোস্টটি শুধুই নির্বাচিত নয়, পিনআপ করা হোক ++++
সাথে আছি সামুর।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

তিলন বলেছেন: ধন্যবাদ।

২৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

আব্দুল্লাহ সিদ্দিকী বলেছেন: অনেক আগে থেকে এই উদ্যোগ নেয়া উচিত ছিল।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

তিলন বলেছেন: সামুর উপর বিভিন্ন মহলের নজর অনেক আগে থেকেই ছিল, তবে এখন তা মাত্রা পার করে ফেলছে বলে আমার মনে হয়।

২৫| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৮

সফদার ডাকটার বলেছেন: Click This Link

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬

তিলন বলেছেন: Click This Link

২৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৯

আমিনুর রহমান বলেছেন: বাংলার অতুল বলেছেন: পোস্টটি শুধুই নির্বাচিত নয়, পিনআপ করা হোক ++++
সাথে আছি সামুর।


আমিও একটা নিউজ এর লিঙ্ক দিলাম এড করে দিয়েন

ব্লগারদের নাস্তিক বলায়, নিরাপত্তাহীনতায় সাধারণ ব্লগাররা

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭

তিলন বলেছেন: ধন্যবাদ গোলাপ ভাই। লিঙ্ক অ্যাড করে দিলাম।

২৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৫৯

আমিনুর রহমান বলেছেন: সামহোয়্যার ইন ব্লগ পরিচালকের সংবাদ সম্মেলন নিরাপত্তাহীনতায় আছি

অপপ্রচারের জবাব দিল সামহোয়্যার ইন ব্লগ

সামহোয়ার ইন ব্লগ কোনও পক্ষের নয় : জানা


আপনার খবর পরে লইতাছি আগে লিঙ্কগুলো এড করেন।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫০

তিলন বলেছেন: লিঙ্ক অ্যাড করে দিলাম, অনেক ধন্যবাদ।

২৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০১

আমিনুর রহমান বলেছেন: ব্লগারদের নিরাপত্তা চেয়ে থানায় জানা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:১৮

তিলন বলেছেন: :(
Error 404: The page you just selected could not be found.

২৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০১

আমিনুর রহমান বলেছেন: Click This Link

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১১

তিলন বলেছেন: হুম, এইবার এসেছে।

৩০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:০২

আমিনুর রহমান বলেছেন: Click This Link

প্রেস রিলিজ এর পিডিএফ ......

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১২

তিলন বলেছেন: অ্যাড করে দিলাম।

৩১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:২৫

আশিক মাসুম বলেছেন: সামুর পাসেই আছি সব সময়

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:১৫

তিলন বলেছেন: সামুর পাশেই আছি সব সময়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.