| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিলন
ভালই আছি, ভালই থাতে চাই।

সেদিন গুলিস্তানে গিয়েছিলাম কিছু কাজে। আমি আর আমার এক কলিগ গুলিস্তান আন্ডারপাস মার্কেটের গেটের কাছে দাঁড়িয়ে ছিলাম। পাশেই ছিল সেই দোকানগুলো যেখানে নতুন টাকা কেনাবেচা করা হয় এবং বিদেশি মুদ্রা ভাঙ্গানো হয়। আমরা দাড়িয়ে থাকার সময়ই সেখানে একজন লম্বা চওড়া দেখতে একজন হুজুর আসলো। এসে প্রায় ১০হাজার পাকিস্তানি রুপি দিয়ে বাংলাদেশী টাকা কিনে নিয়ে গেল।
আমি কিছুটা আগ্রহি হয়ে দোকানদারকে বললাম, আপনারা যে পাকিস্থানি রুপিও রাখেন সেটা তো জানতাম না!
জবাবে সে জানালো যে তারা প্রায় সব দেশেরই টাকা রাখার চেস্টা করে তবে আমেরিকান আর অস্ট্রেলিয়ার ডলার, দিনার আর ভারতের রুপিই বেশি লেনদেন হয়। তবে ইদানিং নাকি প্রচুর পাকিস্থানি রুপিও পাচ্ছে তারা।
এখন আমার প্রশ্ন হল ইদানিং হঠাত করে এতো পাকিস্থানি রুপি আসছে কিভাবে? হয়ত এটা কোনও বড় ব্যাপার না, তবুও মনে প্রস্নটা জাগলো। তাই ব্যাপারটা শেয়ার করলাম।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৮
তিলন বলেছেন: ঘটনা আমি যতদূর জানি বললামই তো
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৪২
টুটুল২০০৮ বলেছেন: পাকিস্তানি রুপি বিক্রি হয় এই প্রথম শুনলাম
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৯
তিলন বলেছেন: আমিও কালকেই প্রথম জানলাম।
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬
বনফুল ব্লেেন্ডজ বলেছেন: পাকিস্থানি রুপির ক্রেতা বিক্রেতা কারা জানতে ইচ্ছে করে। সত্যি বলতে কী আমিও জানতাম না পাকিস্থানি রুপি বাংলাদেশে কেনা বেচা হয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০০
তিলন বলেছেন: আমারও জানতে ইচ্ছা করে।
৪|
১০ ই মার্চ, ২০১৩ বিকাল ৩:০৭
দায়িত্ববান নাগরিক বলেছেন:
Click This Link
০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৪
তিলন বলেছেন: ভাইয়ে ভাইয়ে লুতুপুত তো করবেই। গা জ্বলে গেল।
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৬
সুলাইমান হাসান বলেছেন: ঘটনা কি?