![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিয়াঁও মিয়াঁও !\n মিয়াঁও মিয়াঁও মিয়াঁও মিয়াঁও!!\n মিয়াঁও মিয়াঁও মিয়াঁও মিয়াঁও মিয়াঁও মিয়াঁও!!!
আমি দৌড়ের উপর আছিইইই!! আমাকে বাচাওওওওওও!! মিয়াঁওওওওওও!!
আমি দৌড়ের উপর আছি!! গত ৫মিনিট যাবত কেবল ছুঁটছি প্রাণপনে , জান নিয়ে পালাচ্ছি। কারণ হলো, আমি বাসার ড্রয়ইং রুমে "হিসু" করে দিয়েছি!! তাই আমার বড় আম্মু লাঠি নিয়ে আমার পেছনে ছুটছে !! আর বকা দিচ্ছে আমাকে!!
আমি জানি আমি খুবই খারাপ কাজ করেছি। এটা অপরাধ , মানুষের সমাজে থাকতে হলে এধরনের অসামাজিক আচরন করা যায়না!! আমি সব বুঝি , কিন্তু কি করবো ! আমিতো বাবু!! তাই অনেক চেষ্টা করেও আটকে রাখতে পারিনা!! আর আমাকে হিসু করার জন্যে বড় আম্মু যে জায়গা দিয়েছে, ওটা এতো শক্ত , যে আমার ভাললাগেনা ওখানে করতে!! আমার নরোম জায়গায় হিসু করতে ভাললাগে!!! তাইতো আমি কালকে মামার রুমের নতুন নরোম লেপের উপরে ,আর আজকে সোফার কুশনের উপরে হিসু করেছি!! হিহিহহি!! পরশুদিনও করেছিলাম বড় আম্মুর বিছানায় আগোছালো ধোয়া কাপড় গুলোর উপরে!! কিন্তু এরপরে আমাকে বড় আম্মু এত্তো গুলা বকা, ঝাড়ি দিয়েছে!! (কান্তেই আছি! মিয়াঁও মিয়াঁও মিয়াঁওওওও !!)
আমাকে সেফ করেনা ক্যানো , শরৎ ভাইয়া আর জানা আপুকে খামছি দিবো কিন্তু , সেফ করলে এইখানে একতুও দুষ্টুমি কব্বোনা
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
টিংকু টিংকু বলেছেন:
তুমি এটা কি বললা!!! (আমি কান্না করবো কিনতু!!! ) মিয়াওও!!!
২| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:০৬
শাকিল ১৭০৫ বলেছেন: দৌড়াও বিলাই কুইক!! ইন্দুর সামনে
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:০৯
টিংকু টিংকু বলেছেন:
তুমি দৌড়াও !!
আমি কামড়ে দিব নাহলে!
কুইক!!!
৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:২৭
মামুন রশিদ বলেছেন: এইবার তোমার মাইর ঠেকায় কে!
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
টিংকু টিংকু বলেছেন:
মামুন মামা!! তুমিও আমাকে ভালোবাসোনা!!
৪| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
বটবৃক্ষ~ বলেছেন: বাবুঊঊঊউ!! টিংকু আমার !!
আয় আমার কোলে আয় বাবুসোনা!!
সবাই এত্তোগুলা পচা!!! তুই ভালো!!
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১১
টিংকু টিংকু বলেছেন:
আম্মু!! !
আম্মুঊঊউ!!
দেখসো!! সবাই কি বলছে!!!
আমাকে কোলে নাও!!!
৫| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১০:০০
স্বপ্নবাজ অভি বলেছেন: টিংকু ভুল করবেই , মানব সমাজের সাথে মানিয়ে নিতে তার সময় লাগবেই !এইজন্য তোমার আম্মুর এহেন ঘৃন্য কর্মকান্ডের তীব্র নিন্দা জানাই
আর তোমাকে তাড়াতাড়ি সেফ না করলে ব্লগ অবরোধ হবে টিংকু , ডোন্ট অরি!
এত্তগুলা আদর
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
টিংকু টিংকু বলেছেন:
অভি মামা!! তুমি এজন্যেই আমার ফেভারিট মামা!!
শরৎ মামা কেনজে আমাকে জেনারেল করেনা!!
আমি কমেন্ট করতে চাই! আমিত বলেছি!! আমি কারো ব্লগ বাড়ি যেয়ে দুষ্টুমি করবোনা!!
৬| ৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:৫৯
আমিই মিসিরআলি বলেছেন: দুইটার একটাও টিংকুইনা নাহহহহহহহহহহ !!!!
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
টিংকু টিংকু বলেছেন:
হাহহাহা!!
মিসির মামা আমাকে সবচে ভালো চেনে!! তাই বুঝে ফেলেছে!!
তুমি এত্তোগুলা ভাল মামা!!!
আচ্ছা এরপর থেকে রিয়েল পিক দেব!! ওকে??
৭| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১২:২০
জিএম শুভ বলেছেন: বড় আম্মু কুব খারাপ
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৯
টিংকু টিংকু বলেছেন: হুম!!
আর তুমি এত্তো গুলা দুষ্টু!!
৮| ৩১ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৯:৫৬
আমিনুর রহমান বলেছেন:
আন্টি যদি আমারে তোরে সাইজ করার কাজটা দিতো তাইলে তোর খবর আছাল ... যাই এখানে সুস্থধারার ব্লগিং না করলে তোরে দৌড়ের উফ্রে রাখমু কইলাম
০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৪৭
টিংকু টিংকু বলেছেন:
যাও তুমি পচা পচা পচা!!
আমি জানি আমাকে ঠিকি আদল কলো!! :!> :!>
কিনতু বলোনা!!
হুহ!!
আর আমি তো সুস্থ ধারার ব্লগিং ই করতএ চাই!! কিন্ত শরৎ মামাটা আমাকে জেনারেল করতেই চায়না!! তুমি কিসু বলোনা কেন শরৎ মামাকে!!
৯| ০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ১১:৩১
শুঁটকি মাছ বলেছেন: এইটা কি সেই ব্লগার বটবৃক্ষের পুত্র টিংকু বাবু নাকি?
০৩ রা জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৫
টিংকু টিংকু বলেছেন: :!> :!> :#> :> :>
মাছ খালাম্মনি!! হ্যাআআআ!!!!! আমিই সেই টিংকু!!
তোমাদের সব্বার আদরের টিংকু!! তুমি এদ্দিনে আসলে আমার ব্লগে!!
ওকে এখন থেকে নিয়মিত আসবা কেমন??
আমি জেনারেল হলেই তোমার ব্লগে কমেন্ট দিয়ে আসবো!! তোমার লাস্ট পোস্ট টা অসাধারন হয়েছে!!
©somewhere in net ltd.
১|
৩০ শে ডিসেম্বর, ২০১৩ রাত ৮:২৩
অপু তানভীর বলেছেন: এরে সব সময় ডৌড়ের উপর রাখা উচিৎ !!
গো আন্টি গো..............