![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এদেশ আমার গর্বে ভরা
চির সবুজ গ্রাম সারা,
এ দেশেই নদীর তীরে,
চাষীরা যায় নাঙ্গল নিযে,
সেই মাটিতে ফসল ফলায়
সারা বাংলার খাদ্য যোগায়।
এদেশেই মাঠে মাঠে
নানান সোনার ফসল ফলে
এদেশেই আকাশ ভরা
রাতের বেলায় হাসে তাঁরা।
এই আকাশে দিনের বেলা
রোজ বসে পাখির মেলা।
এদেশ আমার মাতৃভূমি
এদেশ নিয়ে গর্ব করি॥
©somewhere in net ltd.